নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত ই জান্নাত যাওয়ার রাজপথ\nআর বাকি সব গলিপত !!\nচাই শহীদি মৃত্যু ।

সামছুল মালয়েশিয়া প্রবাসী

সামছুল মালয়েশিয়া প্রবাসী › বিস্তারিত পোস্টঃ

চির বসন্তের দেশ মালয়েশিয়া।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

সকালে ঘুম ভেঙেছে কোকিলের ডাকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ডাক একটু বেশি-ই শোনা যায়। তবে সারা বছরই কমবেশি শোনা যায় কোকিলের ডাক। সাধারণত চিরবসন্তের শহর বলতে চীনের কুনমিং'কে বুঝায়। তবে চিরবসন্তের দেশ বলতে মালয়েশিয়াকেই বলা হয়। পুরো বছরজুড়ে প্রায় একইরকম আবহাওয়া বিরাজ করে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে। মৃদু কুয়াশা ভেজা ভোর, রোদ্রজ্জল সকাল, তপ্ত দুপুর, বৃষ্টি ভেজা বিকেল আর নাতিশীতষ্ণ রাত সংক্ষেপে মালয়েশিয়ার আবহাওয়ার-ই চিত্র।পাহাড়, সমুদ্র আর সমতল ভূমির সংমিশ্রণে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালয়েশিয়া।  দেশটির কোনায়, কানায়, আনাচে, কানাচে সবজায়গায় সৌন্দর্যের ফুলঝুরি।  ভৌগলিকভাবে বেশ ভালো অবস্থানে থাকা মালয়েশিয়ায় বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ  প্রাকৃতিক দুর্যোগ খুব একটা দেখা যায় না। সারা বছর একইরকম আবহাওয়া থাকে এখানে। শহরের কোলাহল ছেড়ে পাখির কলতান আর সবুজ অরণ্যের মাঝে হারিয়ে যেতে চাইলে খুব একটি ঝামেলা পোহাতে হয় না।  ঝলমলে শহরের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে নির্জনতা উপভোগ করতে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল ও রিসোর্ট।  সময় আর সুযোগ পেলে ভ্রমণপিপাসুরা ছুটে যান পাহাড় কিংবা সমুদ্রে। তথ্য বলছে, মে থেকে সেপ্টেম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের মৌসুমি বায়ু এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত একটু বেশিই হয়।  বছরের প্রায় ১০ মাসকেই তাই বর্ষা মৌসুম বলে অবহিত করা যায়।  দেশটির গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস যা বেশিরভাগ সময় ২৫ থেকে ৩২ ডিগ্রি  সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।  নিয়মিত বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া কখনো খুব বেশি উত্তপ্ত মনে হয় না।বাংলাদেশের মতো এখানেও খুব সহজেই পাওয়া যায় ভাত, মাছ, মাংস, সবজিসহ অন্যান্য খাবার।  চিরবসন্তের দেশ মালয়েশিয়া তাই প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ পছন্দের। 

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.