| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূচরিতা সেন
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
আমাদের নিশ্চয় মনে আছে ২০০৬ সালে জাতীয় পার্টির (জাপা) তৎকালীন চেয়ারম্যান এইচএম এরশাদের মনয়োন পত্র বাতিল করা হয়েছিল,আর তখনি রাজপথে নেমে আসেন তার দলের নেতাকর্মিরা ।
এবং ওই ঘটনার পরেই কিন্তু নির্বাচন স্থগিত করা হয় ও জরুরি শাসন বা সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
এবারো দেখা যাচ্ছে গত দুই তারিখে জামায়েত ইসলামের হেবি ওয়েট তিন,চার প্রাথীর মনয়োন বাতিল করা হয়েছে ।
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫০
সূচরিতা সেন বলেছেন: প্রিয় কবি মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ। আমিও চাই আমি যেন ভুল হই বা ভুল থাকি। আর যেন সেই দিন ফিরে না আসে।
২|
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৭
সৈয়দ কুতুব বলেছেন: কিছুই আগাম বলা যায় না ।
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫২
সূচরিতা সেন বলেছেন: সেটাও খারাপ কিছু বলেন নাই।
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৭
ধুলো মেঘ বলেছেন: এরশাদের নেতাকর্মীরা এক এগারো ঘটায়া দিছে? দিদির মাথা ঠিক আছে? এরশাদ হইল এক বিশ্ব বেহায়া, যার কথার ঠিক নাই, কামের ঠিক নাই। কোন দিকে মুখ, কোনদিকে পাছা চেনেনা - কোনটার কি কাজ জানেনা, তার নেতা-কর্মীরা দেশে অরাজকতা ঘটায়া দিবে?
দেখেন দিদি। ২০০৬ সাল বেশি আগে না। আমি সেই সময় প্রাপ্ত বয়স্ক ছিলাম। সব মনে আছে। ঋণ খেলাপির দায়ে এরশাদের মনোনয়ন বাতিল হইছিল। তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলমান ছিল - যেইটা সে হলফনামায় উল্লেখ করেনাই। অত্যন্ত যৌক্তিক কারণেই এজন্য রিটার্নিং অফিসার তার প্রার্থীতা বাতিল করে - রাস্তায় নেমে বা আন্দোলন করে যার কোন সমাধান কোনভাবেই সম্ভব না। একমাত্র সমাধান ছিল আদালতের নির্দেশে প্রার্থিতা বহাল করা। এরশাদ ১/১১ সরকারের আমলে সেটা করেই কিন্তু ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল।
১/১১ ঘটার মূল কারণ ছিল ভারতীয় আধিপত্যবাদ। তারা আমাদের সেনাবাহিনীকে বাধ্য করে এই আকাম করতে। এটা না করলে অভিশপ্ত আওয়ামী লীগ কোন গণভোটের মাধ্যমে সরকার গঠন করবে - এটা সম্ভব ছিলনা, তাই সেনাবাহিনীকে তারা হুমকি দিয়ে বাধ্য করে ১/১১ এর প্রেক্ষাপট সৃষ্টি করতে।
আজকে আওয়ামী লীগ কোন দৃশ্যপটেই নেই। আর কয়েকজন জামায়াত নেতার মনোনয়ন বাতিল হলেই যে তারা বিশ্ববেহায়ার মত আচরণ করবে - সেটারও আমি তেমন কোন সম্ভাবনা দেখিনা। তাই এই নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ভারত যদি মনে করে বাংলাদেশের মাথা এখনো ২০০৬ সালের মত নিচু আছে, তাহলে তারা আরেকবার চেষ্টা করে দেখতে পারে এই নির্বাচন বন্ধ করার। কিন্তু তা করার আগে ভয়াবহ পরিণতির কথা যেন অবশ্যই মাথায় রাখে।
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১/১১ আসবে না।
সেই সেনাবাহিনী এখন আর নেই।
এখন যারা আছে তারা -- বাহিনী।
৫|
০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: কিচ্ছু হবে না।
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৪
সূচরিতা সেন বলেছেন: আর কিছু হোক না হোক নির্বাচন যেন হয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার আশংকা যথার্থ নয়।দুটো ঘটনার প্রেক্ষাপট ভিন্ন।