নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে ব্যাক্তি বলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা যায়না, হয় সে ব্যক্তি বাংলা ভাষা বোঝেনা নইলে সে বিজ্ঞান বোঝেনা......

মহৎ লেখক

লেখা আমার পেশা ন। লিখতে ভাল লাগে তাই লিখি..... লিখে নিজেকে শান্তি দিতে পারি

মহৎ লেখক › বিস্তারিত পোস্টঃ

ঈদের আগে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

ঈদের আগের রাতের কথা। ঈদের ছাগল এনে বাসার নিচে বেঁধে রাখছি।ছাগল কে কাঁঠাল পাতা খাওয়াচ্ছি সন্ধার সময়।খাও খাও লালি।হঠাত ছাগল কথা বলে উঠল! :O
বলল- আমি খাবোনা !!! :O
আমি বললাম- বাড়ির জন্য মন খারাপ ?
ছাগল- হ :(
- :O সাথে সাথে চ্যানেল আই কে ফোন দিলাম! ভাগ্য ভাল যে সাইখ সিরাজ স্যার ফোন ধরছে! আমিতো জানি সে ছাগল পাইলে কি করে।
স্যার, সুখবর আছে।
- কি সুখবর ? :O
আমার ছাগল কথা বলে !!!
- তাই নাকি? আপনার লোকেশন বলেন তাড়াতাড়ি।
ঠিকানা দিলাম! ততক্ষণে মিডিয়ার লোকজন আমার বাড়ির সামনে ভিড়!
প্রথম আলো আইছে সবার আগে! আমিও ঈদের পাঞ্জাবী টুপি পইরা চোখে সুরমা, গায়ে আঁতর লাগাইয়া বইসা আছি। হাতে ছাগলের দড়ি। আরএফএল
এর চেয়ার টেবিল সাজিয়ে রেখেছি ইন্টার্ভিউ এর জন্য ! স্যার আসলেন, বললেন- কৈ আপনার ছাগল কৈ ?
* এই যে স্যার, ঐ স্যার কে সালাম দে। ছাগল সালাম দেয়না! :/
- আচ্ছা থাক থাক, সালাম লাগবেনা!
*না না স্যার, সালাম লাগবে, এতো বেয়াদপ ছাগল আমি জীবনেও দেখি নাই!
- আরে থাকনা, কি কথা বলে সেটা শুনি।
ক্যামেরা রোলিং একশন----
খাও খাও লালি?
ছাগল কথা বলছেনা!!! :(
বাড়ির জন্য মন খারাপ ?
ছাগল কথা বলছেনা!!!! :(
- কি হইলো, আপনার ছাগল কথা বলছেনা কেন?!
*স্যার মনে হয় ক্যামেরার সামনে কথা বল্বেনা!?
- আরে নানা, এই বিষয়টা জাতীর উদ্দেশ্যে প্রচার করা দরকার!
* আচ্ছা, আমি চেষ্টা করছি ছাগলকে কথা বলানর জন্য! রাতে তো কতো সুন্দর কথা বলল!!!
- এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, কথা যেহেতু বলে, সেহেতু দেশের বাহিরেও এর ব্যাপক চাহিদা বাড়বে! আপনি চেষ্টা করেন।
* ঐ ছাগল, কথা বল, এখন চুপ কেন? স্যার কে দেইখা নার্ভাস? হুম?!
ছাগল কোন ভাবেই কথা বলছেনা!!!!
বিরক্ত হয়ে মিডিয়ার সবাই চলে গেলেন কিন্তু স্যার আছেন আমার সাথে!
তিনি বললেন, এটা নোবেল পাওয়ার যোগ্য ছাগল, এর ডাক না শুনে আমি
আমি জাচ্ছিনা! অনেক পরে ছাগল তিনবার ম্যা ম্যা করে শব্দ করলো :O
স্যার বললেন- কৈ কথা তো বলল না! ম্যা ম্যা করলো!
* আসলে কি স্যার, হয়তো আপনাদের দেখে নার্ভাস হয়ে গেছে! তাই বলছিলাম কি, পরে যখন কথা বলবে তখন আবার আপনাকে ফোন দিয়ে ডেকে আনবো। :(
- আচ্ছা ঠিক আছে। কথা বললে অবশ্যই মোবাইলে ভিডিও করে ফুটেজ রাখবেন। আর সাথে সাথে আমাকে ফোন দিবেন।
* জি স্যার :)
স্যার চলে গেলেন।
মন খারাপ করে ছাগলের দিকে তাকিয়ে আছি।পাশেই খেয়াল করে দেখলাম, বাড়ির দারোয়ান চকি পেতে আর কাঁথা মুরি দিয়ে কাৎরাচ্ছে! বললাম- কি ব্যাপার ইদ্রিস ভাই, আপনে এই গরমে কাঁথা মুরি দিয়ে আছেন কেন?
- আমার জ্বর ভাইজান।
* আপনি যে এখানে শুয়ে আছেন দেখে তো বুঝাই যাচ্ছেনা! তা কবে থেকে জ্বর?
- কাল থেকে, হাটে গেছিলাম এরপর থেকেই জ্বর।
* হুম। আপনি ঘুমান।
কাঁথা মুরি দিয়ে শুয়ে পরল।আমি ছাগলের পাশে দাড়িয়ে। কার যেন ফোনের রিং বেজে উঠল! সেই রকম কণ্ঠ :O আমি কিছুই খাবনা! এখন আর বাড়ি যামুনা, গেলে ঈদের পর।
- ব্যাপারটা বুঝতে পেরে স্যারকে আর ফোন দেইনি :O :D :P

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ব্যাপক মজা পেলুম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.