![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা আমার পেশা ন। লিখতে ভাল লাগে তাই লিখি..... লিখে নিজেকে শান্তি দিতে পারি
প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে প্রতিটি সময়ে হতাশা আমাদের কুড়েকুড়ে খাচ্ছে। ব্যক্তিজীবনে সফল হতে না পারা, পরীক্ষায় ভালো করতে না পারা, পড়াশুনা শেষ করে ভালো চাকরি না পাওয়া আবার চাকরি করেও অনেকেই হতাশায় ভুগছেন অফিসের বাড়তি চাপ নিতে না পেরে। এই হতাশা থেকে বের হতে না পেরে রুক্ষ মেজাজ নিয়ে বাসায় ফিরছেন কিছু মানুষ। সুখের বাসায় তখন হতাশার বসবাস। শান্তি যেন চোখ ফিরে তাকায় না বিছানায় জীর্ণ হয়ে পড়ে থাকা নিথর দেহখানির উপর। এক সময়কার সুখের সেই নীড়ে বাড়তে থাকে হতাশাদের ভিড়। আর তখন সময়ের কাছে বন্দী হয় নীরবতা।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: আপনি যে খুব হতাশাগস্ত তা বেশ বুঝা যাচ্ছে।