নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসহীন পৃথিবী দোযখের সমান

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

আর.এইচ.সুমন

"সৌন্দর্য্য দেখতে কাউকে নিমন্ত্রণ করতে হয় না...." ওয়েব সাইট : (http://www.facebook.com/Sumontography ) ইমেল আইডি :-( [email protected] )

আর.এইচ.সুমন › বিস্তারিত পোস্টঃ

Somewherein Blog কি এই আন্দোলন এর সাথে নিজেদের জড়াতে চায় না ??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বাঙালীর প্রানের দাবী আজ আকাশে বাতাশে ধ্বনীত হচ্ছে তরুণ প্রজন্মের কন্ঠে । এই আন্দোলন এ এখন অবদি দেশের অনেক নামী-দামী মানুষ প্রতিষ্ঠান সর্বপোরী সকল শ্রেনী পেশার মানুষ একাত্মতা ঘোষনা করেছে ।



যেখানে সবার দাবী জামাত-শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড় , সেখানে সামুতে এখনও ঐ জামাত শিবিরের কুলাঙ্গার গুলো পোষ্ট দিচ্ছে কেমন করে ?? তারা আমাদের এবং আমাদের মা-বোন এর ইজ্জ্বতের প্রশ্ন তুলে নানা রকম অশ্লীল পোষ্ট দিয়েও এখনও প্রথম পাতায় থাকার সাহস কি কিরে পায় ?? এই বিষয়ে সামুর কি কিছুই বলার নাই ??



সামুতে এই আন্দোলনের দাবী সম্বলিত কোন ব্যানার ঝোলাতে দেখছিনা কেন ?




আশা করি এই গণ-জোয়ারে সামিল হয়ে সামু ও দেশের স্বার্থে জামাত শিবির এর প্রতিনিধি আইডি গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা নিবে ।



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশা করি এই গণ-জোয়ারে সামিল হয়ে সামু ও দেশের স্বার্থে জামাত শিবির এর প্রতিনিধি আইডি গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা নিবে ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: আমি গতকালই ফোনে তাদের এই ব্যাপারে জানিয়েছিলাম । আশাকরি চলে আসবে শীঘ্রই ।

মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

ফারিয়া বলেছেন: আশা করি এর একটা সুব্যবস্থা হবে!

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭

বি পজেটিভ বলেছেন: মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.