নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

বয়স কমিয়ে শেষ পর্যন্ত আমাদের ফায়দা কি???শেষ পর্যন্ত আমরা কেন বয়স কমাই??? X( X(( X( X(( একটি বয়স কমানো ছেলের উপলব্ধি (বয়স কমানোর পর যদি ১৮+ হন তাহলে ঢুকেন)

২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:২৪

আমাদের ব্যাচের অনেক ছেলেপেলের ফেসবুকে জন্মতারিখ দেয়া দেখলাম ১৯৯০ সালে। আমি স্কুলে ভর্তি হয়েছিলাম ১৯৯৩ সালে এবং আমার মনে হয় আমাদের ব্যাচের অধিকাংশ ছেলে-পেলেরই এই সময়ে শিক্ষাজীবন শুরু।তার মানে কি যারা দাবী করে ১৯৯০ সালে তাদের জন্ম তারা তিন বছর পূর্ণ হওয়ার আগেই স্কুলে ভর্তি হয়েছে???



তার আগে দেখে নেই স্কুলে যাওয়ার মিনিমাম রিকোয়ারমেন্টগুলা।



এক।এখন যদিও স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা হয় না এবং শুনতে পাই ইদানিং স্কুলে ভর্তি নিয়ে যথেষ্ট দুর্নীতি হচ্ছে, তবে সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমাদের সময়ে(আমি বলছি ১৯৯৩-৯৪ সালের কথা) স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা হত এবং মিনিমাম লেখাপড়া না করলে যেমনঃ অ-আ, ক-খ,A-Z, ১-১০০ ইত্যাদি আগে থেকেই না শিখলে কারো পক্ষে ভাল কোন স্কুলে সুযোগ পাওয়া সম্ভব ছিল না(এটা চট্টগ্রাম শহরের বাস্তবতা এবং আমার মনে হয় উন্নত শহরগুলোর চিত্রও একই ছিল।) অর্থাৎ একটা ছেলে ঘর থেকেই মিনিমাম পড়ালেখা শিখে ভর্তি যুদ্ধে নামতে বাধ্য হচ্ছে।নাহলে ভবিষ্যত ঢেকে যাচ্ছে অন্ধকারে।



আমারতো মনে হয় না দুই আড়াই বছর বয়সে কারো ব্রেন পড়ালেখা করার মত ডেভেলপ করে।অনেকেরতো মুখের কথাই তখনো পরিষ্কার হয় না।আর স্কুলে গিয়ে পড়ালেখা করা তো দূরের কথা।আর তাছাড়া মা-বাবাকে ছেড়ে কয়েক ঘন্টা স্কুলে থাকার মত ম্যাচিউরিটিও তাদের আসে না।দুই বছর বয়সে স্কুলে যাওয়াটা কোনভাবেই বাস্তবসম্মত নয়।



তাহলে এই ছেলেপেলেগুলা কিভাবে দুই আড়াই বছরে স্কুলে গেল?



সহজ কথায় অবশ্যই এখানে বয়স চুরির একটা ব্যাপার আছে। আর এর প্রধান কারণ মূলত আর্থিক। সব বাবা-মাই ভাবে যেহেতু ছেলেকে একদিন অবসরে যেতে হবে তাই বয়স কমিয়ে দিলে ছেলে বেশিদিন চাকরী করতে পারবে। আর যারা সরকারী চাকরী করতে চান তাদের ক্ষেত্রে আছে বিসিএসের চিন্তা।বয়স কম হলে বেশিবার বিসিএস দেয়া যাবে।সরকারী চাকরীর সুযোগ বাড়বে।আর এটা কে না জানে এদেশে একবার সরকারী হলে মৃত্যু ছাড়া আর কোনভাবেই চাকরী যাওয়া সম্ভব নয়।সারাজীবনের আর্থিক নিরাপত্তা।



এই বয়স কমানোটা কাজে লাগে বিয়ের ক্ষেত্রেও।ছেলে অল্প বয়সে প্রতিষ্ঠিত-এটা প্রমান করা গেলে বিয়ের বাজারে ছেলের দাম বেড়ে যায় বহুগুন।ছেলের দোষগুন যা-ই থাক।



আর মেয়েদের বয়স কমানো নিয়ে যে কত গল্প প্রচলিত সেটাতো আমরা সবাই জানি।এখনে খালি ছোট্ট একটা গল্প বলব।এক মহিলা অ্যাকসিডেন্ট করেছেন।মারাত্মকভাবে আহত।মহিলা যন্ত্রনায় কাতরাচ্ছেন। হাসপাতালে তাকে পৌছে দেয়ার জন্য কোন যানবাহন পাওয়া যাচ্ছে না।ট্রাফিক সার্জন সাহায্যের জন্য ফোন করেছেন হেডকোয়ার্টারে।ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, মহিলার বয়স আনুমানিক পয়ত্রিশ এবং তিনি মারাত্মকভাবে আহত।শত যন্ত্রনার মাঝে মহিলা কোনরকমে বলে উঠলেন , আমার বয়স পঁচিশ!!!!!!!!!!!!!!!



আরেকটা ঘটনা মনে পড়ল।২০০৪ সালের কথা। ভাইয়ারা সে বছর এসএসসি পরীক্ষা দেবেন। হঠাৎ পুরো কলেজিয়েট স্কুল তোলপাড়। কেন? কারণ উপরের দিকের এক ছাত্রের রেজিস্ট্রেশন কার্ড আসে নাই।ঘটনা কি? ছেলেতো টেস্ট পরীক্ষায় ফেল করে নাই।আসল ঘটনা ছিল ছেলের বয়স এতই কমানো হয়েছিল যে দেখা গেল ২০০৪ সালের মার্চে(যখন এসএসসি শুরু হবে) তখনও ছেলের বয়স ১৪ বছর ২ মাস হয় নাই (সরকারীভাবে এসএসসি পরীক্ষা দেয়ার সর্বনিম্ন বয়স ১৪ বছর ২ মাস)।



উন্নত বিশ্বে হাসপাতালগুলোতে শিশু জন্মের সাথে সাথেই তার জন্মনিবন্ধন করা হয়।ফলে বয়স চুরির কোন সুযোগ নেই।কারণ এর সাথে দেশের নাগরিকত্ব এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জড়িত।আমার মনে হয় আমাদের দেশের হাসপাতালগুলোতেও এই ব্যবস্থা করা উচিত।



যে কারনে এই নোট লেখা তাই-ই বলা হল না। সার্টিফিকেটে বয়স কমিয়ে এর সুবিধা সবাই নেবে- আমিও এর ব্যতিক্রম নই। আমার শুধু খারাপ লাগে যখন দেখি ফেসবুকেও এরা বয়স কমিয়ে শিশু সাজতে চায়।ফেসবুকে কমিয়ে লাভটা কি???



যারা বয়স কমিয়ে দুধের শিশু সাজতে চায় তাদের সকলকে গদাম।

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: বয়স কমানো মুর্দাবাদ। X( X( X(

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:৪৬

আমি তুমি আমরা বলেছেন: মুর্দাবাদ মুর্দাবাদ X(( X(( X(( X((

২| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:২৮

কমরেড কামরুল বলেছেন: আমার বিবাহের বয়স হইছে... আব্বা আমার বিয়া দাও... উয়া...উয়া... :(( :(( :(( ;) ;) ;)

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:০৬

আমি তুমি আমরা বলেছেন: আংকেলের নাম্বারটা দ্যান। আংকেলের সাথে কথা বলে আজকেই ব্যাবস্থ করতেসি;) ;) ;)

৩| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:২৯

আসফার বলেছেন: হাহাহাহাহা এতদিন এ কেউ আমার মনের মত পোস্ট দিল!!

আমার বোন আমার চেয়ে ৪বছর এর বড় এবং ওর বান্ধবি আমার চেয়ে এক বছর এর বড় ।। হাস্যকর বেপার!!!

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:১৪

আমি তুমি আমরা বলেছেন: আসলেই। আমার খারাপ লাগে যখন কেঊ বয়স কমানোর ব্যাপারটা স্বীকার করতে চায় না।

৪| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৩

পথ প্রান্তর বলেছেন: যত বয়স কমায় তত মনে হয় তাদের নিজেকে ইয়ং লাগে।

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:২২

আমি তুমি আমরা বলেছেন: মনে হয় তাই।

৫| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: AMAR MEJO VAI ER GIRLFRIEND TAR CHAITE 2 BOCHOR ER BORO CERTIFICATE ER BOYOSH ONUJAYI ... ;D

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:৩১

আমি তুমি আমরা বলেছেন: হে হে হে

৬| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:২১

মন ভাল না বলেছেন: আমি আসলে তোর ক্ষোভের পিছনের কারনটা ধরতে পারছি...বয়স অত্যাধিক কমানোর ফলে তোর বিয়ার বয়স হইবার পরেও সার্টিফিকেট মতে তোর বিয়ার বয়স হয় নাই...আগামী দুই এক বছরেও হইবার সম্ভাবনা নাই...ওইদিকে ভাবীজানের বিয়া ঠিকঠাক...
সমবেদনা বন্ধু...... :P :P B-)

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: হে হে হে ... ... আমার প্রোপিকটা দেখ। তাহলেই বুঝবি আমি এখনো ছুডু বাবু। B-) B-) B-)

৭| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:২৮

আকাশগঙ্গা বলেছেন: আমার সার্টিফিকেটে রিয়াল বয়সের চেয়ে ছয়মাস বেশি দেয়া।স্যারেরা রেজিষ্ট্রেশনের সময় আমারে না জিগাইয়া নিজেরা দিয়ে দিছে।

আমি একবারে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলাম।সংগত কারনেই ক্লাসে আমার বয়স সবচেয়ে কম।কিন্তু সার্টিফিকেট অনুসারে আমার বয়স ক্লাসে সবচেয়ে বেশি
:( :( :( :(

তবে আমি চিন্তা করি।সবার আগে আমিই বিয়া করতে পারব। =p~ =p~ =p~ :-<

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: তবে আমি চিন্তা করি।সবার আগে আমিই বিয়া করতে পারব।

;) ;) ;) ;)

২৪ শে মার্চ, ২০১১ রাত ১:৪১

আমি তুমি আমরা বলেছেন: ভাই একটা জিনিস বুঝলাম না। সরাসরি কি ক্লাস থ্রীতে ভর্তি হওয়া সম্ভব???এর আগে প্রথম দ্বিতীয় শ্রেনী না পড়েই??? কেমন যেন অদ্ভুত লাগল।

৮| ২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:৪৯

রেজওয়ান তানিম বলেছেন: হা হা হা, ব্যাপক মজা লাগল, আবার একটা কথা চিন্তা করে কষ্ট লাগল । মানুষের সমস্যা কি ?? ফেসবুকে বয়স কমায় কেন ?? এমনিতে কমায় নানান কারণে ঠিক আছে (আমি এই দলের বাইরে না) কিন্তু নিজেরে শিশু দেখাবার মানে কি ?? আরে ভাই খালেদার যদি চারপাচটা জন্মদিন থাকতে পারে আমাদের দুইটা থাকলে সমস্যা কই ???

২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:০৬

আমি তুমি আমরা বলেছেন: আরে ভাই খালেদার যদি চারপাচটা জন্মদিন থাকতে পারে আমাদের দুইটা থাকলে সমস্যা কই ??

=p~ =p~ =p~ =p~

৯| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:১১

শায়েরী বলেছেন: Hassokor

২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:১৬

আমি তুমি আমরা বলেছেন: কোনটা হাস্যকর??? মানুষের বয়স কমানো নাকি আমার পোস্ট??

১০| ২৪ শে মার্চ, ২০১১ রাত ২:৪৮

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: আকাশগঙ্গা ভাইজানের কথা বুঝলাম না।
আমি একবারে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলাম। B:-)

ভাইজান মনে হয় ছোটকাল থেকেই এক্সট্রিম লেভেলের ট্যালেন্ট ছিল। :-B

২৪ শে মার্চ, ২০১১ সকাল ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: আমিও কনফিউজড হয়ে গেলাম।

১১| ২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৪৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অহনতো আমারও বয়চ কমাল লাগপ ;) ;) ;)

২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৪:০৯

আমি তুমি আমরা বলেছেন: কমায়া ফেলেন ;) ;) ;)

২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১১

আমি তুমি আমরা বলেছেন: এই কয়দিন মনে হয় ব্লগে ছিলেন না??? আপনারে দেখি নাই ক্যান???

১২| ২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:০০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: :(( :(( :(( :((

২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:১৫

আমি তুমি আমরা বলেছেন: কান্দেন ক্যান? কাহিনী কি?

১৩| ২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:৩২

মো, আশিক বলেছেন: I've read your post on my mobile but I can't comment on it for unknown problem.Now I'm going to give you a lot of +++++++++ :)

২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:৪০

আমি তুমি আমরা বলেছেন: থ্যাঙ্কু ভেরী ভেরী মাচ

১৪| ২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৫

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: এটা একটা সামাজিক ব্যাধি, এই জালিয়াতি আমাদের সমাজে ব্যপকভাবে একসেপটেড. শিক্ষা জীবনের শুরুটা যাদের মিথ্যাচার দিয়ে শুরু তাদের শিক্ষার ভবিষ্যত প্রতারক, জালিয়াত ও দূর্নীতিবাজ হওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না. এই জন্যই আমরা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হই.

২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৩

আমি তুমি আমরা বলেছেন: এই জালিয়াতি আমাদের সমাজে ব্যপকভাবে একসেপটেড

এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা।আমরা এটাকে কোন অপরাধ বলেই গন্য করি না।

১৫| ২৫ শে মার্চ, ২০১১ রাত ১০:৪২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৫ শে মার্চ, ২০১১ রাত ১১:১৭

আমি তুমি আমরা বলেছেন: আবার হাসেন ক্যা? তখন হুদাই কাদলেন। কাহিনী কি?

১৬| ২৬ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৫১

কাঙাল মামা বলেছেন: যারা প্রফেশনাল, তারা ফেসবুকেও কমায়। ধরেন আপনার বসকে আপনি এড করলেন, তখন? সুতরাং, মিথ্যা যখন বলছেন, একবারে জোড়েসোরেই বলুন। ফেসবুকে রেজিস্টার্ড বয়স দেয়ার মাঝে কোনো দোষ দেখিনা।

২৬ শে মার্চ, ২০১১ দুপুর ২:২৭

আমি তুমি আমরা বলেছেন: ভাই আমরা সবাই বয়স কমাই আর এটা আমরা সবাই জানি। সুতরাং যদি ফেসবুকে প্রকৃত জন্মতারিখ দেয়া থাকে আর আমি আমার বসকে এড করি তাহলেও তেমন কোন সমস্যা হওয়ার কথা না।কারন ব্যাপারটা আমিও জানি এবং তিনিও জানেন।

১৭| ২৮ শে মার্চ, ২০১১ রাত ১০:০১

জিসান শা ইকরাম বলেছেন:
আমি বয়স কমাইনা :)

হাসপাতালে এটা করলে লাভ হবেনা খুব একটা। সব শিশু হাসপাতালে জন্ম নেয় না। দরকার সচেতনতা।

২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৬

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম। মানুষ ভবিষ্যত নিয়ে অতি সচেতন বলেই বয়স কমিয়ে দেয় ;) ;) ;)

১৮| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪২

নূর-ই-হাফসা বলেছেন: কিন্তু এটা রীতি হয়ে গেছে । স্কুল গুলোতেও বয়স তো কমাতেই হয় । আর নিজের কাছে খারাপ লাগে ।আর কে বা চায় ক্লাসে সবার বয়স কম হোক আর নিজেরটা বেশি থাকুক । কেউ তো বুঝবে না যে আপনে সার্টিফিকেটে আসল বয়স দিয়েছেন । ধরে নিবে এটাই বুঝি আপনার কমানো বয়স ।(যদিও এখনো সার্টিফিকেট অনুসারে আমার বয়স ১৮ হয়নি তারপরও কমেন্ট করার জন্য দু:খিত ।)

২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

আমি তুমি আমরা বলেছেন: যদিও এখনো সার্টিফিকেট অনুসারে আমার বয়স ১৮ হয়নি তারপরও কমেন্ট করার জন্য দু:খিত

কুনু প্রব্লেম নাইক্কা।

১৯| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৬

ছোটমির্জা বলেছেন:
জোশ একটা আইডিয়া নিয়ে লেখা।
আমার বড় ভাই আমার চেয়ে ২ বছরের ছোট :-P :-P

২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

আমি তুমি আমরা বলেছেন: আমার বড় ভাই আমার চেয়ে ২ বছরের ছোট

=p~ =p~ =p~

২০| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৭

ছোটমির্জা বলেছেন: অ্যাজ পের দ্য সার্টিফিকেট

২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৪

আমি তুমি আমরা বলেছেন: বুঝতে পারছি।

২১| ৩০ শে মার্চ, ২০১১ বিকাল ৫:২৪

জয় রাজ খান বলেছেন: আমি অবশ্য ৬ বছর বয়সে ক্লাস ওয়ানে ভর্তি হইছিলাম!! ৬বছর থেকে নাকি স্কুলে ভর্তি হওয়া যায়!!! /:) /:) যেটা আমার জন্য মোটামুটি কাল হয়ে দাঁড়াইছে কেন আর জিগাইয়েন না......

তবে এটা ঠিক যে সবাইর সার্টিফিকেটে বয়স কমায়াই থাকে :|

ফেসবুকে কেন কমায় তা বুঝলাম না!!! :#>

৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:০৭

আমি তুমি আমরা বলেছেন: ফেসবুকে কেন কমায় তা বুঝলাম না!!!

আমিও বুঝি নাই।

২২| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:২৬

জিসান শা ইকরাম বলেছেন: লেখকের বয়ষ কি কমিয়ে দেয়া হয়েছিল ? :)

০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৮

আমি তুমি আমরা বলেছেন: জ্বি হ্যা।আমার সার্টিফিকেট বয়স ১১মাস কমানো।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বাবু তুনা আতো কেমুন? :-B :-B

০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৫

আমি তুমি আমরা বলেছেন: আতি কুনুরকম।

আপনার খবর কি? ইদানীং ব্লগে দেখি না কেন???

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৫

আধাঁরি অপ্সরা বলেছেন:

আমার বয়স সার্টিফিকেটে এক কমানো! আমি চাইনাই!
আম্মা হাউমাউ করে এটা করাইছে! /:) /:)

আমার আবার মুরুব্বি সাজতে বেশি ভালো লাগে!! /:) /:) /:)

ফেবুতে বয়স কেন কমায় বুঝেন নাই!! B:-) B:-) B:-)
ঐটা মনে করেন কলি কলি!!! :| :|




পোস্ট মচৎকার হৈছে!!! /:)

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:৩১

আমি তুমি আমরা বলেছেন: আমার আবার মুরুব্বি সাজতে বেশি ভালো লাগে!!

বালু বালু বেশ বালু।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৬

অচেনা রাজ্যের রাজা বলেছেন: আমার বয়স কত দেওন যায় হেইটা কন?? ১৮ দিমু না ২০ দিমু ??? (বেফুক চিন্তার ইমো)

০৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫০

আমি তুমি আমরা বলেছেন: আপনার কথার কি জবাব দেয়া যায় ভাবতেছি{ব্যাপক ভাবাভাবির ইমো}

২৬| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬

চশমখোর বলেছেন: কেন যে মানুষ বয়স কমায় বুঝি না।

০৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫২

আমি তুমি আমরা বলেছেন: আমিও ব্যাপক ভাইবা কোন কূলকিনারা করতে পারলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.