নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

ধোঁয়ার রাজ্যে পৃথিবী "লাভ"ময়

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১





আসুন প্রথমেই দেখে নেই আজকের প্রথম আলোর একটি খবরঃ



শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন।

সভায় ২০১৪ সালে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক ও পরিচালকদের প্রতিবেদন এবং শেয়ারধারীদের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারধারীদের জন্য মোট ৫৫০ শতাংশ বা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০০ শতাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারধারীদের মোট ৬২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সভায় আরও জানানো হয়,
২০১৪ সালে কোম্পানি বেসরকারি খাতের সর্বোচ্চ করদাতা ছিল। ওই বছর এককভাবে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে বিভিন্ন ধরনের কর বাবদ ৯ হাজার ৯৩২ কোটি টাকা দিয়েছে।



ভয়াবহ খবর। একটি সিগারেট বিক্রেতা কোম্পানি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একক সর্বোচ্চ করদাতা, বিভিন্ন খাতে সরকারকে তারা বছরে প্রায় দশ হাজার কোটি টাকা কর দিচ্ছে!!!



আমি ভেবেই পাইনা যে কোম্পানি বছরে এতগুলো টাকা কর দেয়, তারা বছরে কত কোটি টাকার সিগারেট বিক্রি করে আর তা থেকে বছরে তাদের কত কোটি টাকা লাভ হয়। লাভের কথা বলতে গেলে লক্ষ্য করুন ২০১৩ সালে তারা তাদের শেয়ারধারীদের লাভ দিয়েছে ৬২০ শতাংশ আর ২০১৪ সালে ৫৫০ শতাংশ। লাভে লাভে পুরাই লাল হয়ে গেল কোম্পানিটা।



এটাতো গেল শুধু একটা কোম্পানির কথা। এর সাথে যদি আমরা অন্যান্য সিগারেট বিক্রেতা কোম্পানির নাম যোগ করি আর তার সাথে যোগ হয় এদেশের বিড়ির ভোক্তারা-তাহলে সত্যিই একটি ভয়াল চিত্র আমাদের সামনে উপস্থিত হয়। কি বিশাল এদেশের ধূমপানের বাজার!







প্রতিটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। টিভিতে বা সিনেমায় যেকোন ধূমপানের দৃশ্যেও স্ক্রীনে একই কথা ভেসে ওঠে। স্কুলে থাকতে আমরা রচনা মুখস্থ করতাম - ধূমপানে বিষপান। ধূমপানবিরোধী ক্যাম্পেইন-বিজ্ঞাপন নির্মানও কম হয়নি। তবুও এদেশে দিন দিন ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, বড় হচ্ছে এদেশের সিগারেটের বাজার।







শুধুমাত্র তরুনরা বা বয়স্করাই নয়- কিশোর এবং মেয়েরাও জড়িয়ে পরছে ধূমপানে। একবার করলে কিছু হয় না/আমি শুধু অভিজ্ঞতার জন্য একবার সিগারেট টানব/ বন্ধুবান্ধবদের পাল্লায় পরে একবার খেয়ে ফেলেছি- এভাবেই দিন দিন বাড়ছে ধূমপায়ীর সংখ্যা।



হাস্যকর হলেও সত্যি অনেকের ধারনা- ধূমপান না করলে স্মার্ট হওয়া যায় না। সিগারেট ঠোটে দিয়ে একটা প্রোফাইল পিকচার দিলে নাকি তাদের বেশ 'কুল' লাগে।







সমস্যা হচ্ছে আমাদের নাটক-সিনেমায় আর সাহিত্যে নায়কদের ধূমপায়ী হিসেবে উপস্থাপন করার একটা প্রবনতা আছে। শার্লক হোমস উত্তেজনার জন্য ধূমপান আর মাদক নিতেন- পাইপতো শার্লক হোমসের ট্রেডমার্ক। ফেলুদা নিয়মিত ধূমপান করেন, অসুস্থ বোমকেশ একটা সিগারেটের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করে, সিগারেট না খেলে অর্জুনের মাথা পরিস্কার হয় না, এমনকি আমাদের হিমু আর মিসির আলীও ধূমপায়ী। আর জনসমক্ষে আমাদের মন্ত্রীরাও ধূমপানে পিছপা হন না।



স্বাভাবিকভাবেই তাই 'সিগারেট না খেলে কুল হওয়া যায় না'-এমন ধরনা অনেকেরই মাথায় গেথে যায়।







আসুন নতুন বছরের প্রথম দিনে আমরা শপথ নেই ধোঁয়ার প্রতি এই ভালবাসা ত্যাগ করব-কেবল শারীরিক ক্ষতি থেকে বাঁচার জন্যই নয়, সাথে আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য, পরিবেশটাকে পরিচ্ছন্ন আর দূষণমুক্ত রাখার জন্য।



সবশেষে আমার দেখা ধূমপানবিরোধী সেরা বিজ্ঞাপনঃ



মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট এবং শেয়ার।

অামি জীবনে কোন দিন ধূমপান করিনি এবং করবোও না। :)

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। নিতান্ত গর্দভ না হলে কারো পক্ষে জেনে শুনে বিষপান করা সম্ভব না।

আমরা আধুনিক, আমরা ধূমপান নিবারণ করি :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পোস্ট । একজনের ধুমপানে শুধু সে নিজে ক্ষতিগ্রস্থ হয় না আশেপাশের আরো আট দশজনেরও ক্ষতি সাধণ করে ।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আমি তুমি আমরা বলেছেন: একজনের ধুমপানে শুধু সে নিজে ক্ষতিগ্রস্থ হয় না আশেপাশের আরো আট দশজনেরও ক্ষতি সাধণ করে ।

সহমত। দূর্ভাগ্যজনকভাবে হলেও সত্য কোন ধূমপায়ী সেটা বুঝতে পারে না :(

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার সচেতনতামূলক পোস্ট। +

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

আরণ্যক রাখাল বলেছেন: দেখি বাদ দিতে পারি কি না

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

আমি তুমি আমরা বলেছেন: চেষ্টা করুন :)

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহ হা, সিগারেটপ্রেমীরা মানবপ্রেমীও বটে, তাই তারা নিজেদের নেশার ভাগ ছড়িয়ে দিতে চান আশেপাশের মানুষের কাছে!

আমার কথা হল- সিগারেৎ খাবে ভাল কথা, ঘর আটকে খাও গিয়ে। বিষ ছড়াও কেন?

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আমি তুমি আমরা বলেছেন: সিগারেৎ খাবে ভাল কথা, ঘর আটকে খাও গিয়ে। বিষ ছড়াও কেন?

এটাই আসল কথা। নিজের ক্ষতি করবেন, সেটা নিজের ব্যাপার। অন্যের ক্ষতি করবে কেন?

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৫

ওয়ালী আশরাফ বলেছেন: বাংলাদেশের জনসংখ্যা কমানোর ব্যতিক্রমী সিস্টেম। সবগুলা সিগারেট+বিড়ি কোম্পানী নিষিদ্ধ করা হোক। এরা পেট্রোল বোমারুদের চেয়ে কয়েক হাজারগুণ ভয়ংকর। কত মানুষ যে মাইরা ফালাইছে।

সর্বশেষে ধুমপায়ীদের অগ্রিম মৃত্যুর ব্যবস্থা হিসেবে ফাঁসির আইন করা হোক। ফাঁসির আইন হলে মানুষকে আর ধুকে ধুকে মরতে হবে না।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আমি তুমি আমরা বলেছেন: ধুমপায়ীদের অগ্রিম মৃত্যুর ব্যবস্থা হিসেবে ফাঁসির আইন করা হোক। ফাঁসির আইন হলে মানুষকে আর ধুকে ধুকে মরতে হবে না।

:-& :-& :-&

৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪

তপ্ত সীসা বলেছেন: ব্যাপক ব্যাপার

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আমি তুমি আমরা বলেছেন: সেটাই।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: বিয়ের বায়োডাটায় লেখা হোক পাত্র অধুমপায়ী একটি বিশেষ ক্রাইটেরিয়া।:)

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আমি তুমি আমরা বলেছেন: ভাল আইডিয়া :)

৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩

জেন রসি বলেছেন: ভালো পোষ্ট। ++

কিন্তু আমি এখানে নাই :P

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আমি তুমি আমরা বলেছেন: :)

১০| ০২ রা মে, ২০১৫ ভোর ৪:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধুমপানে বিষপান ।

১২ ই মে, ২০১৫ রাত ১১:০০

আমি তুমি আমরা বলেছেন: ধুমপানে বিষপান ।-এই সামান্য সত্যটাই যদি লোকে বুঝত :(

১১| ১২ ই মে, ২০১৫ রাত ১০:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জনগুরুত্ববহন করা চমৎকার একটি পোস্ট। +++
সুমন কর বলেছেন: অামি জীবনে কোন দিন ধূমপান করিনি এবং করবোও না। দারুন... বন্ধুর জন্য +++

১২ ই মে, ২০১৫ রাত ১১:০৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ বোকা মানুষ বলতে চায়।

নিজে ধূমপানে বিরত থাকি
অপরকে ধূমপানে বিরত রাখি ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.