নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-২

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

১.
হেসে বললাম, বাবা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি।
বাবা জড়িয়ে ধরে বললেন, বাহ, এবার তাহলে বিসিএস দিয়ে এডমিনে ঢুকে যা।

গল্পঃ প্রকৌশলবিদ্যা
২৪.১০.২০১৭


২.
জিজ্ঞেস করলাম, আজ এত দেরী হল যে বাবা?
-আর বলিস না, কয়েকদিন থেকে শরীরটা ভাল লাগছে না।তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম।
-কি বলল ডাক্তার? আমি উদ্বিগ্ন হয়ে জানতে চাইলাম।
-ওই ডাক্তাররা যা করে আরকি।কোন দরকার নেই, তবুও একগাদা টেস্ট দিল। পাঁচ মিনিট দেখে ভিজিটও রাখল এক হাজার টাকা। সব টাকা খাওয়ার ধান্ধা। অমানুষ এক একটা।
-টেস্ট করিয়েছ?
-টেস্ট করানোর কি আছে? এক পাতা প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসলাম। সব ঠিক হয়ে যাবে।
আমি উঠে পড়তে যাচ্ছিলাম, হঠাৎ বাবা জানতে চাইল, তোর কোচিং এর কি অবস্থা?
-এইতো, চলছে।
-ক্লাস করিস ঠিকমত? পরীক্ষা-টরীক্ষা দিস?
-হ্যা, রেগুলার।
-দেখিস মা, ডাক্তার কিন্তু তোকে হতেই হবে।নাহলে পাড়ায় মুখ দেখাতে পারব না।

গল্পঃ আমি ও একদল সম্মানিত অমানুষ
২৫.১০.২০১৭


৩.
-কি এটা?
-আমার রেজিগনেশন।
-মানে?
-মানে আমি চাকরীটা ছেড়ে দিচ্ছি।
-কি বল এসব? তোমাকে নিয়ে আমার কত প্ল্যান ছিল।আর কটা দিন অপেক্ষা করলেইতো প্রমোশন হয়ে যেত।
-আর কটা দিন করে করেইতো আট বছর চলে গেল।
-তা কোথায় জয়েন করছ?
-জিআরই আগেই দেয়া ছিল। পিএইচডিটা করেই আসি।
-পিএইচডি করবা? সেতো পাঁচ বছরের ধাক্কা।
-আর কটা দিন যদি আট বছর হয়, তাহলে পাঁচ বছর আর কয় দিন???!!!

গল্পঃ আর কটা দিন
২৫.১০.২০১৭


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ৯২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১

তারেক ফাহিম বলেছেন: ৫/৮ বছর কয়টা দিন! :-P

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

আমি তুমি আমরা বলেছেন: তিনটা গল্পই বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। কোন কোন বড় সাহেব আট বছরকে কটা দিনই মনে করেন :(

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

করুণাধারা বলেছেন: ১.
১০/১০

২.
৮/১০

৩.
৮/১০

ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ করুণাধারা :)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ৫ বছর লম্বা সময়!!!!!!
৫ বছর ধরে কবিতা লিখছি।
ড. কি আর হতে পেরেছি !!!!!!!!!!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

আমি তুমি আমরা বলেছেন: তার জন্য আগে আটবছর এক পোস্টে আপনাকে চাকরি করতে হবে ;)

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

মোস্তফা সোহেল বলেছেন: তিনটিই ভাল লেগেছে।অনেক ভাল থাকুন।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সোহেল :)

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ।খালি প্যাচানো উত্তর। ছোট না বড় মির্জা সাব। ৮ বছর চাকুরী করলে জীবন ত্যানা। B-)

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

আমি তুমি আমরা বলেছেন: যদি হতেই চান আপনি হবেন বড় মির্জা। ছোটখাট মির্জাদের পোস্টগুলা আমাদের জন্য ছেড়ে দেন ;)

৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: তা আবার বলতে হয় নাকি??
প্রোফাইল তো দিয়েছেন ১ বছরের শিশু।
আমার ইদানিং মনে থাকে না কিছু!!!!!! #:-S !:#P

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

আমি তুমি আমরা বলেছেন: প্রোফাইল তো দিয়েছেন ১ বছরের শিশু।

=p~ =p~ =p~

৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

বর্ষন হোমস বলেছেন:
তিনটাই সমসাময়িক পরিস্থিতির উপড় ভিত্তিতে তৈরি করেছেন।অসাধারণ হয়েছে!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বর্ষন :)

৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: পি এইচ ডি করাটাই ভালো হবে! :)

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। এক পোস্টে আট বছর বসে থাকাটা কোন কাজের কথা না।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


কোনটাই গল্প নয়, কিছুই নয়; এগুলোকে ইংরেজীতে ছোটখাট 'সিনারিও' বলা সম্ভব; এগুলো পড়ে একজন গল্পের পাঠক কিছুই পাবেন না।

যাক, আপনার বন্ধু-বান্ধব আছেন, সেটা সৌভাগ্যের ব্যাপার।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আমি তুমি আমরা বলেছেন: " The last man on Earth sat alone in a room. There was a knock on the door..."

এটা কি আপনার কাছে গল্পের মর্যাদা পাবে? নাকি এটাও শুধুই একটা সিনারিও?

১০| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

জেন রসি বলেছেন: পরমাণু গল্পে পারমানবিক বিস্ফোরন।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২

আমি তুমি আমরা বলেছেন: সেই বিস্ফোরণে এখন উড়ে যাচ্ছি :P

১১| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:




প্রথম দুইটা বেশ ভাল লেগেছে । শেষেরটা রম্যভাব আছে । তবে ভাল লেগেছে, আমাদের দেশীয় কোম্পানীর উর্ধতনদের হাল হকিকত ।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ লিখেছেন।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই :)

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ২ নাম্বার অসাধারণ লিখছেন। যদিও সংলাপ আমার ভালো লাগে না। তারপরও আপনি যা বুঝাতে চাইছেন, খুবই সার্থক প্রকাশ।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

আমি তুমি আমরা বলেছেন: বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত ঘরের চিত্র এটা। মন্তব্যের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

ক্লে ডল বলেছেন: অভিভাবকদের নির্বুদ্ধিতা ও উচ্চাকাঙ্ক্ষা, শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয়, কর্মক্ষেত্রে অনিয়ম, সবই সমাজের গলার ফাস!!! আমরা আটকে গেছি!!

খুব ভাল লিখেছেন।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

আমি তুমি আমরা বলেছেন: আমরা আটকে গেছি!!

:( :(

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো হয়েছে পরমাণু গল্প

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার :)

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: জীবনের বস্তব কথাগুলোই তুলে ধরেছেন। ধন্যবাদ

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭

আমি তুমি আমরা বলেছেন: স্বাগতম প্রামানিক ভাই :)

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

পার্থ তালুকদার বলেছেন: প্রতিটা গল্পই ভালো লাগলো।
আরো ভালো লিখে যান।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৯

আমি তুমি আমরা বলেছেন: ন্তব্যের জন্য ধন্যবাদ পার্থ তালুকদার :)

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: সময়ের সাথে চাহিদারও পরিবর্তন।। আমার কিন্তু তাই মনে হচ্ছে।। যদিও গল্পগুচ্ছ হলেও বাস্তবতার আলোকেই লেখা মনে হলো।। অবশ্য আমার ভুলও হতে পারে।।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২

আমি তুমি আমরা বলেছেন: সময়ের সাথে চাহিদার পরিবর্তন হয়েছে বলে আমার আসলে মনে হয় না। সন্তানকে মেডিকেলে পড়ানোর জন্য বা বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চাওয়ার যে আকাঙ্ক্ষা বাবা-মায়েদের মধ্যে দশ বছর আগে ছিল, আজও তেমনি আছে। অনেক ক্ষেত্রে হয়ত বেড়েছে, কমেনি। অন্তত আমার চোখে পড়েনি।

মন্তব্যের জন্য ধন্যবাদ সচেতনহ্যাপী :)

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: " The last man on Earth sat alone in a room. There was a knock on the door...
এটা কি আপনার কাছে গল্পের মর্যাদা পাবে? নাকি এটাও শুধুই একটা সিনারিও?"

-এটাও একটা ম্যাঁও প্যাঁও

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আপনার মত একজন মহান সাহিত্যবোদ্ধার সাথে এক প্ল্যাটফর্মে ব্লগিং করতে পেরে আমি ধন্য।

খাড়ায়া রেসপেক্ট

২০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: তিনটাই ভালো লেগেছে।
দুই নাম্বারটা বেশি ভালো লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

আমি তুমি আমরা বলেছেন: দুই নম্বরটার প্রতি পজেটিভ রিভিউ বেশি পাচ্ছি। সবার মনে হচ্ছে কমন পড়েছে :P

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু :)

২১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: অধিকাংশ মানুষই আজ বিদেশে তাই ছুটছে । চরম সত্যি কথা।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

আমি তুমি আমরা বলেছেন: দেশে ক্যারিয়ার না থাকলে বিদেশ ছোটা ছাড়া উপায় নেই :(

২২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

কালীদাস বলেছেন: আপনি সম্ভবত একজন ইন্জিনিয়ার, বা ইন্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমার নিজেরও ড্রিম ছিল ইন্জিনিয়ার হওয়া, বুয়েটে পছন্দের সাবজেক্ট না পাওয়ায় ইন্জিনিয়ারিংএই আর পড়িনি। এখনও মনে আছে যখন প্রেপ নিচ্ছিলাম তখন এক মুরুব্বী কিসিমের গাছভুদাই একদিন প্রশ্ন করেছিল আমার গোল কি? বলেছিলাম সাবজেক্টের নাম। দেখলাম খুশি না। ত্যানা পেচায় বেহুদা। শেষে বললাম আপনার সাজেশন কি? গর্ধব তখন লেজ নেড়ে বলল;

"তুমি ন্যাশনালে ইংলিশে অনার্স কর। এরপর বিসিএস দিয়ে ম্যাজিস্টেট হতে পারবে।"

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

আমি তুমি আমরা বলেছেন: "তুমি ন্যাশনালে ইংলিশে অনার্স কর। এরপর বিসিএস দিয়ে ম্যাজিস্টেট হতে পারবে।"

=p~ =p~ =p~ =p~

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৮

নীহার দত্ত বলেছেন:

বিসিএস খুব ভোগাচ্ছে। এই সোনার ডিম না পেলে জীবন বৃথা এমনটাই ভাবা হচ্ছে আজকাল।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

আমি তুমি আমরা বলেছেন: এই সোনার ডিম না পেলে জীবন বৃথা এমনটাই ভাবা হচ্ছে আজকাল।

এটাইতো ট্র্যাজেডি :(

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৬

এম এ কাশেম বলেছেন: সকলে গল্প বুঝে না, কবিতা বুঝে না, কেউ কেউ বুঝে,
যে বুঝে না তার কাছে এসব ম্যাও প্যাও ছাড়া কিছুই না।

গল্প হয়েছে গল্পের মত।

শুভেচ্ছা।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮

আমি তুমি আমরা বলেছেন: এদের ম্যাও প্যাও আমি গুনি না।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ এম এ কাশেম :)

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:২২

মলাসইলমুইনা বলেছেন: ফেরদৌসা রুহীকে কপি করলাম: "তিনটাই ভালো লেগেছে। দুই নাম্বারটা বেশি ভালো লেগেছে।" দুই নাম্বারের বাবা আমার বাবার মতো বলে |

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

আমি তুমি আমরা বলেছেন: দেখা যাচ্ছে আপনারও কমন পড়েছে দুই নম্বরটি।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

আমি তুমি আমরা বলেছেন: স্বাগতম নকিব :)

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নীলপরি :)

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

সোহানী বলেছেন: বাবা জড়িয়ে ধরে বললেন, বাহ, এবার তাহলে বিসিএস দিয়ে এডমিনে ঢুকে যা।

হাহাহাহা সব বাবাই দেখি একই রকম....

খুবই ভালো লাগলো অনু গল্প... ভবিষ্যতে যাতে মিস না করি তাই অনুসরনে গেলাম।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫

আমি তুমি আমরা বলেছেন: আসলে সব বাবাই কম বেশি একই রকম। সন্তানের জন্য সবাই-ই নিরাপদ নিশ্চিত ভবিষ্যত চান।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ সব অনুগল্প। :)

মজার ছলে সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

অনেকদিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন?

৩০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

অনিক_আহমেদ বলেছেন: জটিল লাগল। তিনটা গল্পই দুই বার করে পড়লাম। :)

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অনিক :)

৩১| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,



এগুলো তো হলো "আমি তুমি আমরা"র নিত্যদিনের গল্প । একটু এরকম ওরকম আর কি !
ভালো লাগলো ।

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

আমি তুমি আমরা বলেছেন: "আমি তুমি আমরা"র গল্পঅইতো বলতে চেয়েছি। অনেকের দেখি কমন পড়ে যাচ্ছে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই :)

৩২| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

গল্পের মজাটা কম না। কমেন্টে সেটা আরো বেড়ে গেল!!

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যে মজাটা আসলেই বেড়েছে। কেউ কেউ ব্লগে আসেই আমাদের বিনোদন দিতে ;)

৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ!

এত অল্পে এত বিশাল প্রকাশ! জাষ্ট মুগ্ধ :)

+++

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভৃগুদা। আছেন কেমন?

৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভৃগুদা। আছেন কেমন?

শুকরিয়া ভায়া! আছি ভাল। আপনি ভাল তো?

অনেক গুলো পোষ্ট মিস হইছিল- একসাথে পুষায়া নিলাম ;) হা হা হা

শুভকামনা সবসময়। ভাল থাকুন।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

আমি তুমি আমরা বলেছেন: আপনিও ভাল থাকুন। ব্লগ মাতিয়ে রাখুন।ধন্যবাদ।

৩৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

অশ্রুকারিগর বলেছেন: খুব ভালো লেগেছে। দুয়েক লাইনের গল্পের ভিতরে হাজারো লাইনের না বলা গল্প।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২২

নূর-ই-হাফসা বলেছেন: আবার কোন পিশাচ কাহিনী লিখুন । আগের গুলো ভালো ছিল ।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: দুটো গল্প শুরু করেছিলাম, নানান কারণে লেখা এগুচ্ছে না। যেহেতু বলছেন, দ্রুত শেষ করে নতুন পিশাচ কাহিনী পোস্ট করার চেষ্টা করব।

শুভকামনা।

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩১

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগলো তিনটাই।+++

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা :)

৩৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ মজায় মজায় ম্যাসেজ দিয়েছেন ।
ভালোলাগা !

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আপু :)

৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৪

চানাচুর বলেছেন: প্রথমটা আর শেষেরটা খুবই আনন্দের। মাঝখানেরটা কেমন যেন :#)

আমার আব্বুর জন্য আমার বিদেশ যাওয়া হল না। আমাকে এটা অনেক পীড়া দেয়। পছন্দসই ক্যারিয়ার গড়তে না পারলে গভীর সাগরে হাবুডুবু খাওয়া লাগে। :(

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: আসলে যে সাবজেক্ট পড়তে ভাল লাগে, সেখানে ক্যারিয়ার গড়লেও সাফল্যের কোন নিশ্চয়তা নেই।আবার আর্থিক সাফল্য থাকলেও নিজের পছন্দ না হওয়ায় অন্য ফিল্ডে ক্যারিয়ার গড়েও শান্তি পাওয়া যায় না।

এ এক আজব ধাঁধাঁ :(

৪০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি ভাই, আমি আরো আগের কথা বলতে চেয়েছি।। ৭০ দশকের মানুষ আমি।। তাই ভাবনাগুলিও, এখনকার তুলনায় প্রাচীন!! তখন গ্রাজুয়েশনকেই মাপকাঠি ধরা হতো!!
বিঃদ্রঃ এটাও খুজে নিয়েছি!!

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

আমি তুমি আমরা বলেছেন: বুঝতে পারলাম।

নোটিফিকেশনে প্রতিমন্তব্য কেন আসছে না-জানা নেই আমার। আমাকেও অনেক পোস্টে গিয়ে নিজের মন্তব্যের উত্তর খুঁজে নিতে হচ্ছে :(

৪১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

রাতুল_শাহ বলেছেন: ভালো পররাষ্ট্রের কথা বলেন নাই।

যাইহোক দেশের বাইরে যাচ্ছেন নাকি?

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

আমি তুমি আমরা বলেছেন: নারে ভাই, আপাতত দেশ ছাড়ার কোন পরিকল্পনা বা ইচ্ছা আমার নেই :)

৪২| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: "তুমি ন্যাশনালে ইংলিশে অনার্স কর। এরপর বিসিএস দিয়ে ম্যাজিস্টেট হতে পারবে।" =p~ =p~

হাসতে হাসতে শেষ। কালিদাস ভাই আপনি পারেনও। তবে আপনার পোস্ট গুলো খুব মিস করি। আমি ব্লগে জয়েন করার আগেই আপনি পুস্টান বন্ধ করে দিসেন। আবার কষ্ট করে একটা পোষ্ট দিয়েন এই অধমদের জন্য।




২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২২

আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের এই অংশ পড়ে আমিও অনেকক্ষণ হেসেছি।

ব্লগার কালীদাস সর্বশেষ পোস্ট দিয়েছিলেন কয়েক বছর আগে।উনার গান বিষয়ক পোস্টের বেশ ফ্যান আছেন ব্লগে।

৪৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্যস্ততা এবং আলস্য ব্লগে উপস্থিতির হার কমিয়ে দিয়েছে।

তবে নিয়মিত ব্লগে আসি, পোস্ট পড়ি কমেন্ট করা হয়না।

আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।@ আমি তুমি আমরা

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ, বেশ ভাল আছি।

আমার অবস্থাও আপনার মতই।ব্যস্ততা আর অলসতার জন্য ব্লগে উপস্থিতি অনেক কমে গেছে। তাও মাঝেসাঝে পোস্ট দেই। উপস্থিতি জানান দেয়া বলতে পারেন।

শুভকামনা সবসময়।

৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

অজানিতা বলেছেন: ভালো লাগলো সবগুলোই.. তবে প্রথমটা বেশি ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অজানিতা। এবার বিসিএস দিয়েছেন তো? ;) :P

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

অজানিতা বলেছেন: হা হা হা! নামেমাত্র।
আপনি বুঝি এইজন্য ব্লগে আসেননি এতদিন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

আমি তুমি আমরা বলেছেন: আসলে অফিসের নানা ঝামেলায় অনেকদিন ব্লগে আসা হয়নি। সামনে আরও কিছুদিন ব্লগে অনিয়মিত থাকব।

ভাল থাকুন।শুভকামনা :)

৪৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

মোতাব্বির কাগু বলেছেন: আমার মনের কথা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কাগু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.