নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-৩

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

শিকারী রাইফেলটা হাতে তুলে নিলেন। ট্রিগারে চাপ দিতে যাবেন, হঠাত বাঘটা বলে উঠল, ওয়েইট।
শিকারী অবাক হয়ে গেলেন। বাঘটা কি তাহলে মরার আগে ফাইনাল স্পিচ দিতে চায়?
-কি চাস? শিকারী গম্ভীর কন্ঠে জানতে চান।
-তোমার কাছে বন্দুক আছে। একটা নিরস্ত্র প্রানীকে বন্দুক দিয়ে মেরে বাহাদুর হতে চাও??
-তো কি চাস?
-সাহস থাকেতো খালি হাতে আমার সাথে লড়াই কর। বিজয়ী হয়ে এরপর নিজেকে বীর বলে দাবি কর।
-আমার ধারাল দাত বা নখ কোনটাই নেই। তোর মত জোরে ছুটতেও পারি না। তাহলে খালি হাতে জিতব কি করে?
-তার মানে প্রকৃতিই তোমাকে শিকার হওয়ার জন্য তৈরী করেছে, শিকার করার জন্য নয়। তাহলে কে তোমাকে অস্ত্র হাতে শিকারীর ওই মাচায় বসার অধিকার দিয়েছে?
-আমার অস্তিত্ব রক্ষার তাগিদ।

গল্প: অস্তিত্ব
০৮.১১.১৭



অবশেষে বাঘটা ধরে ফেলল হরিণটাকে।
-সেই কখন থেকে ছুটিয়ে বেড়াচ্ছিস।এইবার তোকে পেয়েছি।এখনি তোর ঘাড় মটকাব।
-প্লিজ আমাকে ছেড়ে দাও।আমি মরতে চাই না।
-তোকে ছেড়ে দিলে খাব কি?
-যদি আমাকে ছেড়ে দাও তবে কথা দিচ্ছি প্রতিদিন আমার একটা করে জাতভাইকে ধোঁকা দিয়ে তোমার গুহায় নিয়ে আসব।খাবারের কোন অভাব হবে না তোমার।
-যে নিজের জাতভাইদের সাথে বেঈমানি করবে তাকে আমি ভিনজাত বিশ্বাস করি কি করে? বলেই হরিণের ঘাড় মটকে দিল বাঘটা।

গল্প: বিশ্বাস
০৮.১১.১৭



বাঘটা ঘুমিয়ে ছিল। হঠাত চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা তরুণ হরিণ।
-তোর সাহসের তারিফ করতে হয়।হরিণ হয়ে নিজ থেকেই বাঘের ডেরায় ঢুকেছিস!! শিকার হওয়ার খুব শখ বুঝি?
-আজ শিকার হবে, তবে আমার না, তোর। চেয়ে দেখ।
গুহা মুখে অস্ত্র হাতে শিকারীর ছায়া দেখতে পায় বাঘ।
-শিকারীকে পথ দেখিয়ে নিয়ে এসেছিস বুঝি?
-হ্যা, তুই আমার বাবাকে মেরেছিলি। আজ হিসাব পুরো করার পালা।
হঠাত করেই হো হো করে গুহা কাপিয়ে হাসতে শুরু করে বাঘ।
-হাসছিস কেন? অবাক হয়ে জানতে চায় হরিণ।
-সেটাই যদি বুঝতি, তাহলে আর ঘাস খাওয়া হরিণ থাকতি না, বনের রাজা বাঘ হয়ে যেতি।
হরিণ অবাক হয়ে চেয়ে থাকে। ইতিমধ্যেই গুহায় শিকারী ঢুকে পড়েছে। তার ট্রিগারের এক চাপেই থেমে যায় বাঘের আত্মা কাঁপানো হাসি।
প্রতিশোধের নেশায় মত্ত হরিণ আনন্দে নেচে ওঠে। তখনও সে বুঝতে পারেনি শিকারীর রাইফেলটা তার দিকেই তাক করা। যখন বুঝতে পারে, তখন বড্ড দেরী হয়ে গেছে।
-কিন্তু... কিন্তু... আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছি।
-তা এনেছিস। তবে ভুলে গিয়েছিলি শিকারী শুধু বাঘ না, হরিণও শিকার করে।

গল্প: জিঘাংসা
০৮.১১.১৭



চোখ খুলে অবাক হয়ে যান মতিন মাস্টার। বুঝতে পারেন না ভয়ে মারা যাবেন, নাকি তার আগেই ঘাড়টা মটকে যাবে।তার সামনে একটা বাঘ বসে আছে।
-ভয় পাবেন না মাস্টার সাহেব। আমি আপনাকে শিকার করতে আসিনি।
-তবে... কি জন্য এসেছ?
-আমি এসেছি একটা আবদার নিয়ে।আমি লেখাপড়া শিখতে চাই।
-বাঘ হয়ে পড়ালেখা!!! কিন্তু কেন?
-আমরা যদি লিখতে না শিখি, তাহলে জিম করবেটরা যে চিরকাল "নায়ক" থেকে যাবে।

গল্প: নায়ক
০৮.১১.১৭




===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: অন্তর্নিহিত ভাবগুলো বেশ তীক্ষ্ন ছিল

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ফয়সাল :)

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

যূথচ্যুত বলেছেন: শেষেরটা মজার। =p~

সেকেন্ড টা ঈশপ না কোথায় যেন আগে পরেছিলাম।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

আমি তুমি আমরা বলেছেন: শেষের গল্পটা আপনার মজার লেগেছে জেনে ভাল লাগল।

দ্বিতীয় গল্পটা আপনি অন্য কোথাও পড়েননি ব্রাদার। গল্পটা আমি আজ সকালেই লিখেছি, সুতরাং আপনার আগে কোথাও পড়ার সুযোগ নেই। কাছাকাছি থিমের অন্য কোন গল্প পড়ে থাকতে পারেন, তবে এই গল্পটি নয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল 'আপনি' :)

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বেঈমানীর শাস্তি বেঈমানীতেই হয়।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক বলেছেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ রাজকন্যা :)

৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

Biniamin Piash বলেছেন: সস্তা বিনোদনের যুগে আপনার এই ভিন্নধর্মী গল্পগুলো ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল

মন্তব্যের জন্য ধন্যবাদ পিয়াস :)

৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ মুগ্ধ মুগ্ধ :)

দারুন সব অনু

+++++++++++++

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভৃগুদা।ভাল আছেন আশা করি :)

৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,




এবার বাঘ পর্ব !
মতিন মাস্টারের কাছে বাঘ শেষতক লেখাপড়া শিখেই ফেললো । শিখলে তো আর হবেনা , লিখতেও তো জানতে হবে ! নিজের শৌর্যবীর্যের কথা জানাতে হবে বিশ্ববাসীকে । বাঘ তার দন্ত বিকশিত করে আর হুঙ্কার ছেড়ে একেবারে "আমি তুমি আমরা" র টেবিলে । অস্তিত্ব রক্ষার তাগিদে "আমি তুমি আমরা" বাঘকে নিয়ে চার চারখানা বিজয়গাঁথা লিখেই ফেললো ।
আর................ ?
"আমি তুমি আমরা" জানটা ফিরে পেলো।
আমরা ব্লগবাসি এখন তার লেখাই পড়ছি ................. :(

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

আমি তুমি আমরা বলেছেন: আমি সবসময়ইই বলি সামুর সেরা কয়েকজন মন্তব্যকারীর মধ্যে আপনি অন্যতম। পোস্টে মনোযোগী পাঠ আর চমতকার ভাষায় নিজের অনুভূতি প্রকাশে আপনার জুড়ি মেলা ভার। আজ আবার তার প্রমাণ পেলাম।

শুভেচ্ছা। সাথে অসাধারণ এই মন্তব্যটির জন্য ধন্যবাদ :)

৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: এক কথায় সবগুলাই চমৎকার। ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই :)

৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: সব গুলোই ভালো লেগেছে ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

১০| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: বাঘটার মত পড়ালেখা করে শুধুই পড়েই গেলাম।। পারলাম না ঢুকতে লেখকের অন্তরে।।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

আমি তুমি আমরা বলেছেন: তাহলে লেখক হিসেবে সেটা আমারই ব্যর্থতা :(

১১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ ভালই লাগল পরমানু গল্প গুলি।
প্রতিটিতেই একটি করে গভীর অর্থ ধরে ।

শুভেচ্ছা রইল ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো আপনার ভাল জেনেছে আমারও ভাল লাগল।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১২| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

সোহানী বলেছেন: ওরে বাপরে এতাে দেখি বাঘময় কাহিনী.............

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

আমি তুমি আমরা বলেছেন: বাঘময় কাহিনীর জন্যইতো এই বাঘা মন্তব্যটি পেলাম :P

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গল্পগুলো বেশ ইন্টারেস্টিং। অর্থবোধক ও।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অয়ন :)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৭

চানাচুর বলেছেন: মজা লেগেছে :#)

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ চানাচুর :)

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: আপনার উত্তর নোটিফিকেশনে আসে নাই।। নিজ দায়িত্বেই খুজে নিলাম =p~ ।। আসলে লেখক লিখেন নিজের মত করে আর পাঠক ভাবে তার মত করে।। তাই একজনের "অপূর্নতা" নিয়ে ভাববেন না, প্লিজ।।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

আমি তুমি আমরা বলেছেন: আপনার সাথে একমত।লেখক লিখবেন নিজের মত করে আর পাঠক বুঝে নেবেন নিজের মত করে।
লেখকের লেখা আর পাঠকের বুঝে নেয়া যত কাছাকাছি হবে-লেখক ততটাই সফল বলে মনে করি।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

রাতুল_শাহ বলেছেন: পরমাণু শিরোনামটা বেশ আকর্ষনীয়।

হঠাত বাঘটা বলে উঠলো, ওয়েইট। এই লাইনটাতে প্রথমে অবাক হলাম, তারপর হাসলাম।

বাঘের নীতি ভালো লাগলো। জ্ঞানী বাঘ।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

আমি তুমি আমরা বলেছেন: বাঘের নীতি ভালই। শিকারী শিকার করবে, অন্যেরা শিকারে পরিণত হবে।

সার্ভাইভাল অফ দ্যা ফিটেস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.