নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
সামুতে লেখা পড়ছি দশ বছরের বেশি সময় ধরে। বিভিন্ন সময় অনেক গল্প অনেক বেশি ভাল লেগেছে, তাই তারায় চেপে নিয়ে গিয়েছিলাম আমার ব্লগ সিন্দুকে।প্রিয় পোস্টে সংখ্যা পাচশ ছাড়িয়েছে অনেক আগেই। তাই বিষয়ভিত্তিক প্রিয় পোস্ট দেয়ার কথা ভেবেছিলাম অনেক আগেই। সেই লক্ষ্য পূরনেই প্রথম উদ্যোগ ছিলঃ সামুতে আমার পড়া সেরা সব গল্পের সংকলন। ।
পোস্টটা দিয়েছিলাম প্রায় বছর চারেক আগে।তখন ইচ্ছা করেই এই পোস্টে কোন ভৌতিক গল্প যোগ করিনি। ইচ্ছা ছিল ভৌতিক গল্প নিয়ে আলাদা পোস্ট দেব। নানান ব্যস্ততা আর আমার নিজের অলসতা- এই পোস্টটা দিতে অনেক দেরী হয়ে গেল।
ইংরেজী সাহিত্য বলি আর হলিউডের নাটক-সিনেমার কথাই বলি- হরর বা সুপারন্যাচারাল বেশ জনপ্রিয় জনরা। দুঃখজনক হলেও আমাদের সাহিত্য আর মিডিয়া-দুই জায়গাতেই এই ক্যাটাগরীটা বেশ অবহেলিত। ব্লগও এর ব্যতিক্রম নয়। তাই সামুতে কালে কালে অনেক জনপ্রিয় গল্পকারের আবির্ভাব হলেও ভৌতিক গল্পের লেখক তেমন আসেননি।
ভৌতিক গল্পের লেখক কম। স্বাভাবিকভাবেই গল্পের সংখ্যাও কম। তবে চরম দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে সামুর এই স্বল্প সংখ্যক গল্প নিয়ে সংকলন পোস্ট করেছেন মাত্র একজন। ব্লগার রেজোয়ানা। ২০১১ সালে তিনি পোস্ট করেছিলেনঃ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন।
এই পোস্টের পর আরো ছয় বছর পেরিয়ে গেছে। সামুতে আরো কিছু নতুন ভূতের গল্প এসেছে। সেই গল্পগুলোকে এক পোস্টে আনার চেষ্টা এখন পর্যন্ত কেউ করেনি। আজকে আমি করলাম।সাথে দুটো গুরুত্বপূর্ণ বিষয়।
১. ব্লগার রেজোয়ানার পোস্টে উল্লেখিত অধিকাংশ গল্পের লিংকই এই পোস্টে পাবেন। ব্লগার রেজোয়ানা এখন আর ব্লগে স্ক্রিয় না থাকায় এবং তিনি আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে না থাকায় তার কাছ থেকে অনুমতি নেয়া সম্ভব হয়নি। সেজন্য তার কাছে দুঃখ প্রকাশ করছি।
২. দাবি করছি না ব্লগে প্রকাশিত প্রতিটি ভৌতিক গল্পই আমি পড়েছি। তাই পোস্টে উল্লেখিত গল্পের বাইরে আরো গল্প থাকলে লিংক দিয়ে যেতে পারেন। পোস্টে যোগ করে দেব।
তাহলে শুরু করা যাক।
যেহেতু এটা আমার সবচেয়ে পছন্দের ভৌতিক গল্পগুলোর সংকলন আর একজন লেখকের কাছে তার নিজের লেখার চেয়ে প্রিয় আর কি হতে পারে? সুতরাং পোস্টে সবার আগে আসবে ব্লগার আমি তুমি আমরা'র লেখা পিশাচ কাহিনীগুলো
১। খোলা দরজা
২। শয়তানের পাল্লায়
৩। রক্তখেকো ডাইনী
৪। কন্ঠ
৫। অতিথি
৬। একটি ফটোগ্রাফ
৭। আমাদের নতুন পুরানো ঘর
৮। রাতের আঁধারে
আমার কথা বাদ দেই।সামুতে ভূতের গল্পের লিস্ট করলে সবার আগে আসবে ব্লগার ভূতের আড্ডা 'র কথা। নাম শুনেই বুঝতে পারছেন তার ব্লগে প্রচুর ভূতের গল্প পাওয়া যাবে। তার লেখা কিছু ভৌতিক গল্পঃ
১। ভয়
২।কোব্বালা
৩।চক্র
৪।মিসির আলি
ভূতের গল্পের লিস্ট হবে আর তাতে ইমন জুবায়ের ভাইয়ের নাম থাকবে না- তা কোনভাবেই হতে পারে না।অনেকগুলো ভূতের গল্প লিখছেন তিনি। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য গল্পঃ
১।অশরীরী
২।সে
৩।প্রতিশোধ
৪।তাহলে কে এসেছিল
৫।মোহনার দ্বিতীয় জীবন
৬।ওরা
৭।গর্জনিয়ার উড়ন্ত লামা ও অলৌকিক নীলশঙ্খ
৮।মধ্যরাতের অতিথি
৯।ছায়া
১০।ধূপ
১১।বুনো শিয়ালের টিলা
১২।আমি শাহাজাদা
১৩।গোলাপ ফুলের ঘ্রান
১৪।আফসানা
১৫।শিরিন
১৬।সতরই জুলাই
ভূতের গল্পের ক্ষেত্রে আরেকটি বিখ্যাত নাম ইউনুস খান। নিজের ভূত বিষয়ক সবগুলো পোস্ট একসাথে করে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। খুঁজতে গিয়ে ওই পোস্টের বাইরে তার আরো একটি ভৌতিক গল্প পেলাম।
১।সবাইকে রইলো ভূত মেলায় নেমন্ত্রণ
২।ভূত খেকো মজিদ আর আমার অন্তহীন এগিয়ে যাওয়া
ভূতের আড্ডা আর ইমন জুবায়েরের গল্পে এসেছে ভূত-প্রেত এমনকি জ্বিনও। তবে এসবের বাইরে গিয়ে ভ্যাম্পায়ার-ড্রাকুলা-হ্যালোইন ইত্যাদি নিয়ে যিনি লিখেছেন তিনি ব্লগার টিনটিন।তার লেখাগুলো পড়লে মনে হয় যেন কোন পশ্চিমা লেখকের গল্প পড়ছি। এককালে রহস্য পত্রিকায় লিখতেন বলে শুনেছি। তার লেখা বেশ কিছু উল্লেখযোগ্য গল্পঃ
১।হ্যালোইনের রাত (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী)
২।আস্তিক - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
৩।মধ্যরাতে কঙ্কালের সাথে। (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ রম্য-হরর গল্প)
৪।কালো যাদু - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
৫।মাঝরাতে, ভুতের অবিশ্বাসের চক্করে
৫।রানী তোমানের মূর্তি (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ ফ্যান্টাসি-হরর গল্প)
৬।আমার জীবনে প্রায়ই ঘটে, এমন কিছু ঘটনা। অনেকেই যেগুলোকে আধি-ভৌতিক ঘটনা হিসেবে ধরে নেয়।
বিদেশী পটভূমি থেকে দেশের পটভূমিতে ফিরে আসি। এবার যে ব্লগারের কথা বলব তার নাম নষ্টকবি। নামে হতে পারেন নষ্ট, পেশায় হতে পারেন আর্কিটেক্ট, তবে ভৌতিক গল্প তিনি লেখেন চমতকার।যতদূর মনে বইমেলায় তার নিশিমিয়া নামে ভৌতিক গল্পের সংকলনও বের হয়েছিল।তাহলে দেখে নিন তার লেখা সব ভৌতিক গল্পঃ
১।পুঁথি
২।শেষ রাতের ট্রেন
৩।পরিবর্তন
৪।সিংহাসন
৫।লাশের অভিনেতা
৬।লাশ
৭।আজরাইল
৮।প্রতিশোধ
৯।পৌনপুনিক
১০।ফোঁড়া
এছাড়াও ব্লগার মিলটন তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে একটি স্মৃতিকথা টাইপ সিরিজ লিখেছেন। মোট তিনটি পর্ব আমি খুঁজে পেয়েছি।
তো ঘুরে আসা যাক সেখান থেকে।
১।আমার অমীমাংসিত রহস্যগুলো -১
২।আমার অমীমাংসিত রহস্যগুলো -২
৩।আমার অমীমাংসিত রহস্যগুলো -৩
তো এবার আসা যাক ব্লগার আপুদের ব্যাপারে। ভৌতিক গল্পের কথা বললেই সামুতে সবার আগে যে আপুর নাম আসবে তিনি ব্লগার ত্রিনিত্রি। কোন এক বইমেলায় ভৌতিকতা নামে তার একটি বই বেরিয়েছিল। বইটা কিনেছিলাম, গল্পগুলো ভাল লেগেছিল। ভেবেছিলাম একটা রিভিউ লিখব, শেষ পর্যন্ত অলসতার জন্য আর লেখা হয়নি।তার উল্লেখযোগ্য ভৌতিক গল্পসমূহঃ
১।অভিশপ্ত আয়না
২।রাজকান্দির আতংক
৩।রুম নাম্বার ২১৩
৪।একটি আধিভৌতিক গল্প
৫।আতংক
আতংক গল্পটা যতটা ভৌতিক, তারচেয়ে অনেক বেশি সাইকোলজিকাল থ্রিলার। তারপরও গল্পটা লিস্টে রাখলাম বেশ ভাল লেগেছিল বলে।
ব্লগার আপুদের কথা যেহেতু আসলই, তাহলে আর ব্লগার রোদেশী-ই বা বাদ যাবেন কেন? আসুন তাহলে এক নজরে দেখে নেই তার লেখা ভৌতিক গল্পসমূহঃ
১।প্রতিশোধ (ভৌতিক গল্প)
২।ভয় (অনুলিখিত হরর কাহিনি)
৩।যুক্তিহীন সত্য ঘটনা-২
৪।কটকার খাল (ভৌতিক গল্প)
৫।আমার বন্ধু রিয়ান
৬।সূর্যালোক (ভৌতিক কাহিনি)
৭।জানাযা (ভৌতিক গল্প)
এবার আসি ব্লগার নীল বেদনার কথায়। খুব বেশিদিন ব্লগে ছিলেন না। উনার সাথে তেমন কোন ইন্টারেকশান হয়েছে বলেও মনে পড়ছে না। তার ব্লগে যে কয়টা হরর গল্প খুঁজে পেলামঃ
১।আমার জীবনে ভৌতিক অভিজ্ঞতা।
২।চিলেকোঠার ছাদ (ভৌতিক গল্প)
৩।লাল চোখ (ভৌতিক গল্প)
৪।ভাড়া বাড়ী (ভৌতিক গল্প)
নীলবেদনার পর এবার আমরা চলে যাব ব্লগার নিথর শিহাব শ্রাবণের ব্লগে। ভালবাসার গল্প পেজের বদৌলতে তিনি এমনিতেই পরিচিত, তবে সামহোয়্যার ইন ব্লগেও তার একটি নিক আছে। তার লেখা উল্লেখযোগ্য গল্পঃ
১।চতুরঙ্গ
২।আধিয়ার
৩।অমীমাংসিত
এতক্ষণ যাদের কথা বললাম তারা কেউই আর একটিভ ব্লগিং করেন না (আমি ছাড়া)। এখনো যারা ব্লগে একটিভ আছেন তাদের মধ্যে ভৌতিক গল্প লেখায় সবচেয়ে এগিয়ে রাখব ব্লগার অপু তানভীরকে। শাবকী দেবী গল্প পড়েই বুঝেছিলাম আগামীতেও তার কাছ থেকে ভাল কিছু ভৌতিক গল্প পাওয়া যেতে পারে। বর্তমানে রাফায়েল নামক একটি চরিত্র নিয়ে তিনি তার ভূতের গল্পগুলো লিখছেন। তার লেখা উল্লেখযোগ্য ভূতের গল্পসমূহঃ
১।শাবকী দেবী
২।ডাইনি নিনা
৩।জুংগা
৪।দ্য গার্ল উইথ দ্য ব্লু ঈগল
৫।অভিশপ্ত চোখ
৬।মিরিনার প্রেম
৭।নরকের মেয়ে
৮।অশুভ ডিল
৯।ইশানা
১০।নেকড়ের ডাক
একটিভ ব্লগারদের মধ্যে ভৌতিক গল্প লিখে যাছহেন এরকম আরেকজন হলেন ব্লগার প্রামানিক। সহব্লগাররা তাকে মূলত ছন্দের জাদুকর হিসেবে চিনলেও তার লেখা ভূতের গল্পগুলোও চমৎকার। তার লেখা ভৌতিক গল্পসমূহঃ
১।কালো কুকুর
২।বড়ই গাছের ভুত
এছাড়াও বহু ব্লগার আছেন যারা অন্তত একটি করে ভূতের গল্প লিখেছেন। সেইসব গল্প আর গল্পগুলোর লেখকদের নাম নিচে উল্লেখ করে দিলামঃ
নিয়তি-দ্যা আহমেদ মামুন
হরর গল্পঃ যাত্রী-মন থেকে বলি
ভৌতিক গল্প : ভয়-শহিদুল ইসলাম
ভৌতিক গল্পঃ জলদীঘির দেও-সন্ধ্যা প্রদীপ
ভূতের গল্প-মঞ্জুর চৌধুরী
মায়া নেকড়ে (হরর গল্প)-তিমুর
ভয়াল রাত (হরর গল্প)-অতৃপ্ত অনুভূতি !
একটা ভুতের গল্প-মন ভাল না
ভূতের কবলে (১৮ - গল্প)-সিজানুর রহমান
হঠাৎ মৃত্যু; অতঃপর মৃতজীবন-ইমরান নিলয়
একলা যাপন (হরর গল্প)-শ্লোগান০০৭
কিম্ভুত সেই ভূত (ছোটো গল্প)-স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা
এইটা একটা ভুতের গল্প হতে পারতো!!-আকাশচুরি
মরণের ওপারে - ১-রমিত
আঁধার বিলাস-লিপিকার
থ্রিলার/ অতিপ্রাকৃত গল্পঃ পুনরুত্থান-পুলহ
একটি ভয়ঙ্কর ভুতের গল্প!-ফারহুম
রুমনের ভুতের গল্প !!!-শ।মসীর
ভুতের গল্প-মুক্ত মানব
পিশাচ গল্প, কিছু সত্যি, কিছু কল্পনা-জুন
সবশেষে ভূত নিয়ে ব্লগার ম্যাভেরিকের একটি গবেষণামূলক প্রবন্ধঃ বাংলার ভূত-পেত্নী
হার্ট শক্ত করুন, বেশি করে ভৌতিক গল্প লিখুন-পড়ুন-শেয়ার করুন।
হ্যাপি ভৌতিকতা।
ধন্যবাদ।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
আমি তুমি আমরা বলেছেন: ঠিক আছে। তবে আপনি নিজে গল্পের লিংকগুলো দিয়ে গেলে আমার খুঁজে পেতে সুবিধা হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: খুব ভালো কাজ করেছেন।
চমৎকার।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাজীব
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
নূর-ই-হাফসা বলেছেন: প্রিয় তে নিলাম । এমনটাই তো চাচ্ছিলাম যেখানে অনেক ভৌতিক গল্প থাকবে ।
অনেক অনেক ধন্যবাদ । খুব দরকার ছিল ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। পোস্টটা তৈরী করার সময় আপনার কথা মাথায় ছিল
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
অপু তানভীর বলেছেন: আপনার সংকলন পোস্ট মিস করি !
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
আমি তুমি আমরা বলেছেন: আইলসামী লাগে।
তাছাড়া বহুত কথা শুনতে হয়। হিটসিকার, ক্রিয়েটিভিটি নাই ইত্যাদি ইত্যাদি।ভাল্লাগে না।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রিয়তে নিলাম, যদিও আমার হার্ট দূর্বল। ছোটবেলায় আহাত পর্যন্ত দেখতে পারতাম না।
আর, পূরানা মান্দির দেখে তো কয়েক রাত একলা ঘুমাতে পারিনি!!!
হিটম্যানদের হিট দেখে আমার ফিট হয়ে যাবার অবস্থা! এলাহি কারবার!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট প্রিয়তে নিলেন জেনে সম্মানিতবোধ করছি।
আহাত দেখে ঘুমাতে পারতেন না??!! ওদের ভূত দেখলে সত্যি বলি, ভয়ের বদলে হাসি আসত।
হিটম্যানদের হিট নিয়ে যখন প্রথম কাজ করছিলাম, যাস্ট বেকুব হয়ে গিয়েছিলাম। এখনতো তাদের অনেকেই মিলিওনার।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি যে তালিকা দিলেন, পড়তে পড়তে না বুড়ো হয়ে যাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
আমি তুমি আমরা বলেছেন: তাহলে এখনই শুরু করে দিন। "বুড়ো" বয়সে নাতি-নাতনীদের এখান থেকেই গল্প শোনাবেন
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
ভুয়া মফিজ বলেছেন: চমৎকার কাজ করেছেন। ভৌতিক গল্প আমার খুবই প্রিয়। ডাইরেক্ট প্রিয়তে। ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
আমি তুমি আমরা বলেছেন: 'ভুয়া' নয়, আপনাকে একটি সলিড ধন্যবাদ দিলাম
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সাংবাদিক জুলহাস বলেছেন: মানুষ ভুত-পেত্নীকে জীবন থেকে সরানোর জন্য কত কি করে। আর আপনি তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছেন! ভুত-পেত্নীর প্রতি আপনার দরদ দেখে খুব ভাল লাগলো। আপনি কি ভুতের বংশধর? আমি আবার ভুত-পেত্নীকে খুব ভয় পাই, তাই ছোট বেলা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে সন্ধ্যা হওয়ার দুইঘন্টা আগেই বাড়ীতে ফিরে আসতাম। এখন অবশ্য ভুত-পেত্নীতে বিশ্বাস নেই। সারারাত বাহিরে ঘুরাঘুরি করলেও মনে কোন প্রকার ভয় বিরাজ করেনা। যাই হউক অনেক পরিশ্রম করে পোস্টটি সংকলন করেছেন, যারা ভুত-পেত্নীতে খুশি তাদের পক্ষথেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ জুলহাস সাব
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
শরীফুর রায়হান বলেছেন: প্রিয়তে রাখলাম সময় করে পড়ে নিব, এত সুন্দর প্রচেষ্টার জন্য ধন্যবাদ
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
জুন বলেছেন: 2017 এর অগাষ্টে লেখা আমার পিশাচ কাহীনিটা আপনার তালিকায় না পেয়ে বড়ই কষ্ট পাইলাম আমি তুমি আমরা
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
আমি তুমি আমরা বলেছেন: গল্পের লিংক পোস্টে যোগ করা হয়েছে।
গল্প ভাল হয়েছে। বুড়িকে নিয়ে আরো পর্ব আশা করছি।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আমার কথা মাথায় রেখেছেন বলে ধন্যবাদ । আপনি তো পিশাচ গল্প লেখা বন্ধ করে দিয়েছেন ।
এই টা খুব ভালো হয়েছে আমার জন্য । আবারো ধন্যবাদ ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০
আমি তুমি আমরা বলেছেন: পিশাচ গল্প লেখা বন্ধ করিনি। আসলে নানান কারণে লেখা হচ্ছে না। আশা করি, অচিরেই আবার শুরু করতে পারব
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
চানাচুর বলেছেন: খুবই সুন্দর পোস্ট। আপনার লেখা ভৌতিক কাহিনীগুলো পড়তে হবে। আমি একটা ভোতিক গল্প লিখতে গিয়েছিলাম, কিছুদূর লেখার পরই নিজের লেখা পড়ে নিজেরই হাসি এসে পড়েছে
পোস্টে যেই ছবিটা যোগ করেছেন খুব ভয়ংকর সেটা
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
আমি তুমি আমরা বলেছেন: গল্পটা কি শেষ পর্যন্ত পোস্ট করেছিলেন? করে থাকলে লিংক দিন, পোস্টে যোগ করে দেই। আর এখন পর্যন্ত পোস্ট না করলে অনুরোধ করব পোস্ট করার জন্য।
ছবিটা আমার ভালই লাগে।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
কাতিআশা বলেছেন: ভূত আর ভৌতিকতা আমার পছন্দের জিনিশ..ভালো লাগল এই পোস্ট পেয়ে..
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লাগল জেনে আমারও ভাল লাগল
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
আবু তালেব শেখ বলেছেন: ভুত এফএম এ জয়েন করছেন না কেন?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ভুতের গল্প বলার জন্য ব্লগই আমার পছন্দসই প্ল্যাটফর্ম।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২
চানাচুর বলেছেন: না পোস্ট করিনি। চেষ্টা করবো। দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের মত ভৌতিক গল্প লিখতে পারি
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮
আমি তুমি আমরা বলেছেন: আশা করছি গল্পটা পোস্ট করবেন।
ভিত্র এবং বাহিরের কি পরের পর্ব আসবে?
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
চানাচুর বলেছেন: জ্বি আসবে। অনেকে আমাকে বলেছে। এমনকি আমার বোনও ওটা পড়েছে এবং পরের পর্ব দিতে বলেছে। এতবার বলছেন যখন সবাই লজ্জা শরমের মাথা খেয়ে পোস্ট করবো
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
আমি তুমি আমরা বলেছেন: ওককে। অপেক্ষায় থাকলাম।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: বাপ রে এত্ত এত্ত ভুতের গল্প !!!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
আমি তুমি আমরা বলেছেন: জ্বি। খুঁজলে আরো পাওয়া যাবে বলে মনে হয়।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
একটি বালুকণা বলেছেন: মুগ্ধ হয়ে ভাবছি -এত কিছু কীভাবে করলেন?
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
আমি তুমি আমরা বলেছেন: সংকলন পোস্টের পেছনে ভাল সময় ব্যয় হয়। ব্লগারদের ভাল লাগলেই এই কষ্ট সার্থক হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
তানভীর ফারহান বলেছেন: ভালো লাগলো। প্রিয়তে নিলাম স্যার !!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ তানভীর
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রিয় তালিকায় রাখলাম
সময় করে পড়ে নিবো।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ব্লগার
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯
বাকরখানি বলেছেন: বিনুদুন। এই সংকলন সংকলন খেলা এখনও চলে সামুতে।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
আমি তুমি আমরা বলেছেন: শুধু চলেই না, আপনার মত লোকজন পোস্ট না পড়ে সেখানে মুখস্থ কমেন্টও দিয়ে যায়।
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
ঘুমন্ত আমি বলেছেন: তিনিত্রি,ইমন জুবায়ের আর টিনটিনের ব্লগ গুলো বেশী প্রিয় আমার কাছে। সংরক্ষনে রাখার মত পোষ্ট।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
আমি তুমি আমরা বলেছেন: ত্রিনিত্রি, ইমন জুবায়ের আর টিনটিনের গল্পগুলো আসলেই চমৎকার। ত্রিনিত্রি'র বর্ননাভঙ্গী ভাল, বিদেশের পটভূমিতে চমতকাত লেখেন টিনটিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক দিন কোন সংকলন পেলাম ব্লগে।
সংকলন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
ধন্যবাদ জানাই আপনাকে কাজটি সুন্দরভাবে করার জন্য। এমনিতে আপনার সংকলনগুলো সেরা হয়।
প্রিয়তে নিলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
আমি তুমি আমরা বলেছেন: সংকলন করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। পোস্ট প্রিয়তে নেয়ায় সম্মানিতবোধ করছি।
অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে। কেমন আছেন?
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭
নূর-ই-হাফসা বলেছেন: নষ্ট কবির শেষ রাতের ট্রেন । খুব ভালো ছিল ।
ইমন জুবায়েরের প্রতিশোধ ভালো লেগেছে ।
আজ ৪ টা পড়লাম ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
আমি তুমি আমরা বলেছেন: শেষ রাতের ট্রেন গল্পটা সত্যিই চমৎকার। প্রতিশোধের কাহিনী ভুলে গেছি। আবার পড়ে দেখতে হবে।
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪
নূর-ই-হাফসা বলেছেন: মিলটন ভাইয়ের অমিমাংসিত ৩ টাও ভালো ছিল ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
আমি তুমি আমরা বলেছেন: চালিয়ে যান। সব মিলিয়ে প্রায় শখানেক গল্প আছে।
২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: ইনশাআল্লাহ সব পড়বো ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
আমি তুমি আমরা বলেছেন: গ্রেট।ভূতের আড্ডা আর ত্রিনিত্রি'র গল্পগুলা আমার বেশ পছন্দ।
২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক আছে পড়বো । অনেক অনেক ধন্যবাদ ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
আমি তুমি আমরা বলেছেন: স্বাগতম
২৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: শুভ নববর্ষ । অনেক ভালো কাটুক এই বছর । শুভকামনা রইলো ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
আমি তুমি আমরা বলেছেন: শুভকামনা আপনার জন্যও
২৯| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬
শের শায়রী বলেছেন: আগে প্রিয়তে পরে অন্য কথা
শুভ কামনা।।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই
৩০| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫১
১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
আমি তুমি আমরা বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ জিয়া ভাই। গল্পটি পড়া হয়নি। পড়ার পর পোস্টে যোগ করার ইচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
জিয়া চৌধুরী বলেছেন: আমিও সম্প্রতি কয়েকটা ভৌতিক গল্প লিখেছি।
আপনার লিংকগুলো ঘুরে দেখবো।