নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
"তুই কি তাহলে আমার প্রস্তাবে রাজি?" জানতে চাইলেন রাজা।
"কিসের প্রস্তাব?" অবজ্ঞা ভরে পাল্টা প্রশ্ন করে লোকটি।
"প্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সামনে বলবি, তুই ভুল করেছিস। যে জমিতে তুই চাষ করেছিস তার মালিক আমি। আমাকে তুই খাজনা হিসেবে অর্ধেক ফসল দিবি"
"অর্ধেক না, পুরো ফসলই দিয়ে দেব। তবে একটা শর্ত আছে।"
"কি শর্ত?" লোভে চকচক করে ওঠে রাজার চোখ।
"তোমার সৈন্যদের হাতে খুন হওয়া আমার স্ত্রী-পুত্রকে ফিরিয়ে দাও"
"আমার কথা না মানলে বউ-ছেলের মত তুইও বেঘোরে মারা পারবি।" আক্রোশে চিতকার করে ওঠেন রাজা।
"আমি না হয় মরে গেলাম।কিন্তু প্রাসাদের বাইরে দাড়িয়ে এই উন্মত্ত লোকগুলোর হাত থেকে তোমায় বাঁচাবে কে?"
গল্পঃ জাগরণ
০৫.০৩.২০১৮
"আমার স্বামীর কোন 'ক্লাস' নেই। লোকটা এত বড় কোম্পানীতে চাকরি করে, এত টাকা কামাই করে, অথচ এখনো চলার পথে রিকশাওয়ালা আর সিএনজি ড্রাইভারদের সাথে খুচরা আলাপ করে।"
লিখেই এন্টার চাপল মেয়েটি।
পাচ মিনিট পরঃ
মেয়েটির প্রিয় বান্ধবী মন্তব্য করেছেঃ আসলেই দুলাইভাই একটা ফালতু, কোন ক্লাস নেই।
হঠাত মেয়েটির মেজাজ খারাপ হয়ে গেল। তার স্বামীকে 'ফালতু' বলে, বলে কিনা তার কোন ক্লাস নেই!!! এতবড় সাহস?
মেয়েটি প্রতিমন্তব্যঃ আমার স্বামী ফালতু মানে? কি বলতে চাস তুই?
বান্ধবীর দ্বিতীয় মন্তব্যঃ বাহ, তোর মত মানসিকতার মেয়েকে যে বিয়ে করেছে, সে ফালতু না হয়ে উপায় আছে???!!!
গল্পঃ ক্লাস
০৫.০৩.২০১৮
বললাম, "দয়া করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন, নাহলে উনি আর বাঁচবেন না।"
ডাক্তার চিন্তিত মুখে বললেন, "রোগীর অবস্থা আসলেই সিরিয়াস, এখনই অপারেশন না করলে বাঁচানো কঠিন হয়ে যাবে। এক কাজ করুন। এই ফর্মটা পূরণ করে আনুন।"
"চিকিতসা চলাকালে রোগীর মৃত্যু বা অন্যকোন ক্ষতির জন্য হাসপাতাল বা চিকিতসক দায়ী থাকবেন না।"
বাধ্য হয়েই স্বাক্ষর করলাম।
"এবার এক কাজ করুন। কাউন্টারে পুরো টাকাটা জমা করে দিন।"
"কিন্তু ডাক্তার সাহেব, আমার কাছেতো এই মুহূর্তে এত টাকা নেই।"
"কোন সমস্যা নেই। আমাদের হাসপাতালের বাইরে এদেশের সব ব্যাংকের এটিএম বুথ আছে। ওখান থেকে তুলে নিন।"
"কিন্তু এত টাকাতো একসাথে তোলা যাবে না।লিমিট ক্রস করে যাবে।"
"তাহলে ক্রেডিট কার্ড দিয়ে পে করুন। জলদি করুন। অপারেশন থিয়েটারে একটা মাত্র বেড খালি আছে।"
অল্প কিছুক্ষণ পর।
"ডাক্তার সাহেব, আমি পুরো টাকা জমা করে দিয়েছি। এই যে রিসিট। অপারেশন শুরু করুন।"
ডাক্তার সাহেব করুণ মুখে বললেন, "ভাই দুঃখিত। এই মুহূর্তে আমরা আপনার মায়ের অপারেশন করতে পারছি না।"
"কিন্তু কেন?" আমি চিতকার করে উঠলাম। "আমিতো আপনাদের সব রিকোয়ারমেন্ট পূরণ করেছি।"
"আপনি সব শর্তই পূরণ করেছেন-মানছি। কিন্তু আপনার পরেই একজন রোগী এসে উপস্থিত হয়েছেন-তার এমন একটা জিনিস আছে যার দরুণ আপনার মা-কে ডেথবেডে রেখে আমরা এই রোগীর পাতলা পায়খানার চিকিতসা করতে বাধ্য করতে বাধ্য হচ্ছি।"
"তার এমন কি আছে যা একজন মায়ের জীবন-একজন সন্তানের ভালবাসার চেয়ে শক্তিশালী? "
"কোটা।"
গল্পঃ প্রহসন
০৫.০৩.২০১৮
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
আশাকরি ভাল আছেন
৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ উপস্থাপন। ভালো লেগেছে।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৫
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, সেই নৈতিকতার মধ্যে মহত্ব কোথায়?
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০
আমি তুমি আমরা বলেছেন: কোন গল্প প্রসংগে এই মন্তব্য করলেন?
৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: 2 নম্বর ব্যাপার টা কিছু মেয়েদের মধ্যে খুব দেখা যায় । ঐসব ক্ষেত্রে কোন মন্তব্য করা বিপদজনক ।
৩ নম্বর আসলেই সেদিন আর বেশি দূরে নয় ।
ভালো লাগলো । পরমাণু গল্প
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৩
আমি তুমি আমরা বলেছেন: ২নং গল্পের ঘটনা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। দরিদ্র লোকজনের সাথে কথাবার্তা বলাকে অনেকেই নিজের সামাজিক সম্মানের জন্য হানিকর মনে করে। ব্যাপারটা দুঃখজনক।
তৃতীয় গল্পের ঘটনা মনে হয় না বেশি দূরে আছে।
গল্প ভাল লেগেছে জেনে খুশি হলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৯
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: খুব সুন্দর উপস্থাপনা
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ব্লগার
৭| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১:১১
সোহানী বলেছেন: প্রতিটি উপস্থাপনাই অসাধারন!!!+++++++++
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৮| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১:১২
সোহানী বলেছেন: প্রতিটি উপস্থাপনাই অসাধারন!!!+++++++++
৯| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: শেষেরটি দারুন!!!
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫
আমি তুমি আমরা বলেছেন: শেষের গল্পটা লিখতে গিয়ে আমি নিজেও বেশ আনন্দ পেয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১০| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষেরটা ভাল হয়েছে।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ মাইদুল সরকার
১১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার সবগুলো গল্পতেই শিক্ষনীয় ব্যাপার থাকে.। আজকের গল্পগুলোতেও বর্তমান সমাজের বাস্তব কিছু চিত্র ফুটে উঠেছে।
তাই আমি সবসময় আপনার গল্পের অপেক্ষায় থাকি........।
শুভকামনা রইল ভাই। ভাল থাকুন নিরন্তর।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০০
আমি তুমি আমরা বলেছেন: আসলে পরমাণু গল্পের অধিকাংশই লেখা বিবিধ ক্ষোভ থেকে। চেষ্টা ক্ষুদ্র এক বা একাধিক দৃশ্যের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরতে। আপনি আমার এই গল্পগুলোর অপেক্ষায় থাকেন-জেনেই সম্মানিতবোধ করছি।
আপনার জন্যও শুভকামনা।
১২| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
করুণাধারা বলেছেন: বরাবরের মতই- দারুন হয়েছে।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ করুণাধারা।
আশা করি ভাল আছেন।
১৩| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০১
পার্থ তালুকদার বলেছেন: তিনটাই ভাল। তবে প্রহসন বেষ্ট !
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০২
আমি তুমি আমরা বলেছেন: আমি নিজেও প্রহসন লিখে অসম্ভব আনন্দ পেয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১৪| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,
সবক'টিই ভালো তবে ২য়'টি বলার ষ্টাইলটা সুন্দর ।
বুঝলুম, প্রহসন করে হলেও ক্লাস মেনটেইন করতে হবে যাতে নিজের জাগরণ ঘটে ।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:১১
আমি তুমি আমরা বলেছেন: প্রহসন করে হলেও ক্লাস মেনটেইন করতে হবে যাতে নিজের জাগরণ ঘটে ।
শুধু একটা কথাই বলবঃ অসাধারণ।
১৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ২য়টা, সেই ক্লাস!
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র
১৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৪
আমি মাধবীলতা বলেছেন: প্রতিটা গল্পের শেষেই এক মুহূর্তের জন্য থমকে যাচ্ছিলাম ।
ভালো লাগলো খুব ।
শুভকামনা সতত।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাধবীলতা
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
বর্ষন হোমস বলেছেন:
গল্প গুলো ভাল লেগেছে।বিশেষ করে ৩য় গল্পটি সমসাময়িক বিষয়ের উপড় ছিল।কোটা যে মানুষের জন্য অভিশাপ হয়ে দাড়াচ্ছে তাই প্রকাশ পাচ্ছে।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮
আমি তুমি আমরা বলেছেন: কোটা আসলেই একটা অভিশাপ। যারা এই অভিশাপ থেকে মুক্তির জন্য আন্দোলন করেছিল- দেখা যাক তাদের ভাগ্যে কি আছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: সবগুলো গল্পই মোবাইলে লেখা এবং মোবাইল থেকে পোস্ট করা। তাই বেশ কিছু বানান ভুল আছে। খন্ড-ত কোনভাবেই লিখতে পারছি না। তাই কিছু শব্দে 'ত' ব্যবহৃত হয়েছে।
ধন্যবাদ।