নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট

১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮



এককালে সামুর সর্বোচ্চ পঠিত পোস্ট, সর্বোচ্চ কমেন্টার, সেরা সব হিটম্যান ইত্যাদি নিয়ে নিয়মিত পরিসংখ্যানমূলক পোস্ট দিতাম, তাও ২০১১-২০১২ সালের কথা। কিছুদিন নিয়মিত পোস্টগুলো আপডেট করেছি, তারপর একসময় আলসেমি আর নানাবিধ কারণে পোস্টগুলো আর আপডেট করা হয়নি। যেহেতু সামু কর্তৃপক্ষ কখনো এসব নিয়ে কোন পোস্ট দেয়নি (অন্তত আমার জানামতে), তাই বাংলা ব্লগ নিয়ে তেমন কোন পরিসংখ্যানভিত্তিক কাজ চোখে পড়েনি।

আজকের এই পোস্টটা কোন পরিসংখ্যানমূলক পোস্ট নয়। যেসময়ের কথা বলছি, তখন সামুতে প্রচুর ব্লগার ছিলেন। প্রতিদিন রাতের বেলা, মোটামুটি নয়টার পর ৩০০+ ব্লগারকে অনলাইনে দেখা যেত, বৃহস্পতি কিংবা শুক্রবার রাতে সেই সংখ্যা ছাড়িয়ে যেত ৪০০। লাস্ট এক-দুই বছরের মধ্যে যারা সামুতে রেজিস্ট্রেশন করেছেন তাদের কাছে হয়ত ব্যাপারটা রূপকথার মতই মনে হবে, তবে আমার কথার পুরোতাই সত্যি, একটুও বাড়িয়ে বলছি না।

যেহেতু প্রচুর একটিভ ব্লগার আর পাঠক ছিলেন সেসময়, তাই ব্লগিংটা হত বেশ প্রাণবন্ত। একদল ব্লগার ছিলেন অসম্ভব প্রতিভাবান, যাদের কিবোর্ড দিয়ে বেরিয়ে আসত চমৎকার সব গল্প, কবিতা আর সুচিন্তিত প্রবন্ধ, তেমনি একই সাথে ছিলেন একদল বিকৃত রুচির মানুষ। সেই সাথে ব্লগে ছিলেন আর একদল মানুষ, যাদের অসাধারণ হিউমারাস পোস্ট আর কমেন্টে জমে উঠত সব পোস্ট। সেই সময়ে আবালীয় পোস্ট কিংবা মন্তব্য করে কেউ পার পেয়েছে-এই উদাহরণ পাওয়া যাবে বলে মনে হয় না।

তো আসুন দেখে নেই সেই সময়ে ট্রল করতে ব্যবহৃত বিখ্যাত সব কমেন্টসমূহ।


১. ঠিকাছে, মাইনাস।
আমার মনে হয় ট্রল করার জন্য ব্লগের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ডায়লগ ব্লগার চিকন মিয়ার “ঠিকাছে মাইনাস”। এই ডায়লগের চেয়ে জনপ্রিয় আর কোন ডায়লগ ব্লগে আছে বলে আমার মনে হয় নাই। যদিও এখন আর মাইনাস দেয়া যায় না , তারপরেও এই কমেন্টের আবেদন এতটুকু কমেছে বলে আমার মনে হয় না।মনে গোপন আশা আছে কোনদিন হয়ত মাইনাস ফিরে আসবে, আবার চিকন মিয়া মাইনাচ আওয়ার্ড দেয়া হবে আর মঞ্চে উঠে চিকন মিয়া পুরস্কার দিতে গিয়ে বলবেন “ঠিকাচে মাইনাচ” ;)
এছাড়া মাইনাস দিতে গিয়ে আরেকটি বিখ্যাত ডায়লগঃ বাল্পুস্টে মাইনাস।
এই ডায়লগেরই আরেকটি পরিবর্ধিত রূপঃ "গদাম"/"গদাম সহকারে মাইনাস"


২. ভুদাই, ক্ষেতের কাম শ্যাষ?
চিকন মিয়ার কালজয়ী ডায়লগের পরের অবস্থানেই থাকবে মনে হয় “ভুদাই, ক্ষেতের কাম শ্যাষ?”। এই ডায়লগ মূলত ব্যবহৃত হত পোস্টদাতাকে বোঝানোর জন্য তার পোস্টটা অত্যন্ত হাস্যকর কিংবা ছাগলামিতে পরিপূর্ণ। ভাল পোস্টে কোন আবাল এসে ছাগলামী করলেও তাকে শায়েস্তা করার জন্য এই ডায়লগ ব্যবহৃত হত।
আমার ধারণা এই ডায়লগ প্রথম ব্যবহার করেন ব্লগার মুরুব্বী, স্যার জাকারিয়ার MY DEAR পোস্টে।


৩. ঠেলা
ব্লগার নাফিস ইফতেখারের কমেন্ট "ঠেলা"(ব্লগার কাঊসার রুশোর সৌজন্যে জানতে পারি এই ডায়লগের ব্যাপারে।ঠেলা'র ইতিহাস খুঁজে বের করতে সাহায্য করেছিলেন ব্লগার অণুজীব। তাদের দুজনকেই ধন্যবাদ।)। ঠেলার ইতিহাস জানতে ক্লিকান এখানে


৪.পরে আসেন। আম্রা এখন অন্য কাজে বিযি আছি
চতুর্থ স্থানে রাখা যেতে পারে "পরে আসেন। আম্রা এখন অন্য কাজে বিযি আছি।" এই কমেন্টটি ব্লগার অ্যামাটার সাজেস্ট করেছেন। মুলত আপনাকে/আপনার মতামত গোণার টাইম-বোঝানোর জন্যই এই ডায়লগ ব্যবহৃত হত।
এই ডায়লগের আবিষ্কর্তা কে কিংবা কোন প্রেক্ষাপটে প্রথম ব্যবহৃত হয়েছিল-জানতে পারিনি।সহব্লগাদের কারও জানা থাকলে জানিয়ে জাবেন আশা করি। পোস্টে যোগ করে দেব ইন শা আল্লাহ।


৫.ধ্রুপদী পোস্ট
এই পোস্টটি সর্বপ্রথম করেছিলেন ব্লগার মানুষ, স্যার জাকারিয়ার "কম্পিউটার" বিষয়ক পোস্টে। ব্লগে নতুন রেজিস্ট্রেশন করার পর সব ব্লগ লিজেন্ড বা তাদের লিজেন্ডারী পোস্ট সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই স্যার জাকারিয়ার কম্পিউটার পোস্ট পড়ে আসতে হবে।
অনেক কষ্ট করেও পোস্টটি ব্লগে আর খুঁজে পেলাম না। তবে একটা স্ক্রীনশট দিয়ে দিলাম সেই পোস্টের।




৬.বিয়াফক জ্ঞানী পুষ্ট।
এই ডায়লগের একটা সমস্যা হচ্ছে, শুধু ট্রল করার জন্যই নয়, মাঝে মাঝে সহব্লগারগণ কমপ্লিমেন্ট দিতে গিয়েও এটা ব্যবহার করেছেন, যেকারণে শীর্ষ পাঁচে জায়গা হল না এর।
এই ডায়লগের ইতিহাস কিংবা আবিষ্কর্তা সম্পর্কে কিছুই জানি না।


৭.ব্লগে ল্যাদাইতে আইছেন?।
এটাও সামু ব্লগের অন্যতম বিখ্যাত ডায়লগ। এটি ব্যবহৃত হত মূলত ছাগু ব্লগার আর তার দোসরদের ট্রল করার জন্য। এছাড়া কোন ব্লগার কোন একটি পোস্টে বিশেষ উদ্দেশ্য নিয়ে ত্যানা পেঁচানো শুরু করলে তার জন্য ডায়লগ ছিলঃ "অন্য কোথাও গিয়ে ল্যাদান" / "ল্যাদানোর আর জায়গা পান না?"
বিখ্যাত এই ডায়লগটির কথা আমার মনেই ছিল না। মনে করিয়ে দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ ব্লগার "একাল-সেকাল"কে। (২নং কমেন্ট দ্রষ্টব্য)।


তো এটা গেল সামুতে ট্রল করার জন্য ব্যবহৃত বিখ্যাত সন ডায়লগ। মাঝে মাঝে কোন কোন ব্লগার কিছু পোস্টে এমন সব মন্তব্য করেছেন, যা রীতিমত ক্লাসিকে পরিণত হয়েছে আর পরবর্তীতে অন্য ব্লগাররা সেই সব কমেন্ট আবার ব্যবহার করেছেন ভিন্ন ভিন্ন পোস্টে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, তবে উদ্দদেশ্য একইঃ ট্রলিং

তো এবার দেখা যাক তেমনই কিছু ডায়লগঃ


১.হাইপোথাইরয়েডের ঐন্যতমো কারণ আয়োডিন ডেফিসিয়েন্সি-- এইডা জানেন্তো?
আগে বচ্ছোর পাঁচেক চাইর্ব্যালা মুল্লা সল্ট খান; লগে কম্প্ল্যান খান-- টলার, স্ট্রঙ্গার, শার্পার হন; তার্পর কপচায়েন, ভাইডি...
খালিপ্যাটে কোঁতাকুঁতি কৈরা কোষ্ঠগরিমা জাহির না কোর্লে চলেনা, ভ্রাতঃ?

কপিরাইটঃ কানাবাবা


২. "পোস্টের লেখককে প্রথমেই ধন্যবাদ জানাই তার এই অসম্ভব সুন্দর বাল্পুস্টের জন্য। তার অনুপম কীবোর্ডর সুনিপুণ লেখনি আমাদের মনে করিয়ে দেয় দস্তয়েভস্কি, আনতেন চেখভের কথা। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি তার বলিষ্ঠ লেখনিকে। উপরন্তু লেখক যে শুধুমাত্র সমসাময়িক সমস্যাটি নিয়ে আলোচনাই করেছেন তা নয়, একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। আমি সমস্যার গভীরতা অনুভব করতে পেরে অবিলম্বে পোস্টটি ইস্টিকি করার জোর দাবী জানাই।"

এই মন্তব্যেরই আরেকটি ভার্শনঃ পড়ে চোখে পানি এসে পড়লো। রবীন্দ্রনাথের পর এরকম লেখা আপনিই এই প্রথম লিখলেন। পোস্টটি স্টিকি করার দাবি জানাই।( কার্টেসীঃ ব্লগার সোনাবীজ অথবা ধূলোবালিছাই, ১০ নং কমেন্ট দ্রষ্টব্য)

কপিরাইটঃ জানা নেই।


৩. আপ্নার উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চল্ব। আরো কিছু বাণী টাণী দিয়েন মাঝেমইধ্যে মাইনাস টাইনাস যা লাগে আমরা চান্দা তুইলা দিয়া দিমুনে।

কপিরাইটঃ হাসান মাহবুব।


=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ

পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট

মন্তব্য ৭৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিভিন্ন কারণে আগের তুলনায় সামু এখন অনেকটাই নিষ্প্রভ। তাই আগের মতো ব্লগিং এখন আশা করা যায় না।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

আমি তুমি আমরা বলেছেন: সহমত। শাহবাগ আন্দোলনের সময় ব্লগার মাত্রই নাস্তিক- এরকম ভুল ধারনার প্রচার আর সর্বশেষ মোস্তফা জব্বারের কল্যাণে প্রায় আট মাসের বেশি সময় ধরে নিষিদ্ধ থাকা-এই দুটো ঘটনায় সামু সবচেয়ে বেশি ব্লগার হারিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে ব্লগ কর্তৃপক্ষের ভুল কিংবা বিতর্কিত ব্লগারকে প্রমোট করার কারণেও অনেক প্রতিভাবান ব্লগার অভিমান আর ক্ষোভ থেকে সামু ছেড়ে গেছেন।সে কারণেই আর আগের মত ব্লগিং আশা করা যায় না।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৬

একাল-সেকাল বলেছেন:
"ব্লগে লেদাইতে আইছেন ?" খউব মনে ফড়ে । :)

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮

আমি তুমি আমরা বলেছেন: অসাধারণ কাজ করেছেন। এই বিখায়ত ডায়লগটার কথা আমার মনেই ছিল না। এক্ষুণি যোগ করে দিচ্ছি পোস্টে।

৩| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮

শের শায়রী বলেছেন: পু্রানো সেই সব সোনা ঝরা দিন গুলো মনে করিয়ে দিলেন। এক একটা পোষ্টে যে সব কমেন্ট আসত সেই সব কমেন্ট দিয়েও সেই সময়ের পাঠকদের মেধা বোজা যেত। কি অসাধারন সব দিন ছিল। আশা রাখি এখনকার নিয়মিতরা সমৃদ্ধ হয়ে পুরানো দিন গুলোকে ফিরিয়ে আনবে। পোষ্ট প্রিয়তে।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

আমি তুমি আমরা বলেছেন: প্রথমেই আপনাকে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই পোস্ট প্রিয়তে নেয়ার জন্য। সম্মানিতবোধ করছি।

আপনার সাথে একমত। আগে বিভিন্ন পোস্টে যেসব মন্তব্য আসত, তার থেকেও বোঝা যেত কত মেধাবী লোকজন সামুতে ব্লগিং করতেন, তাদের পড়াশোনা আর চিন্তাভাবনার গভীরতা।

আমিও আশা করি এখন যারা ব্লগিং করছেন তারা আগামীতে সমৃদ্ধ হয়ে ব্লগিং-এর সেই পুরনো গৌরবোজ্জ্বল দিন ফিরিয়ে আনবেন। সাথে ব্লগ কর্তৃপক্ষকেও আরো যত্নবান হতে হবে সুস্থ ব্লগিং ও ব্লগারদের প্রমোট করার জন্য।

চমৎকার একটি মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় শের শায়েরী।
শুভকামনা। ভাল থাকুন। :)

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চমটকার একটা লেখার জন্য ধন্যবাদ ভাই ।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

শুভাকামনা। ভাল থাকুন। :)

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় ঘড়ি যদি উল্টো ঘোরানো যেত ;)

যায় দিন ভাল -বলে শাস্ত্রে একটা কথা আছে। জীবন চলার পথে মাঝে মাঝে এটাকে খুবই সত্যি বলে মনে হয়।
সামুতেও যেমন এটা পরম সত্যি।

আহা মাইনাস বাটন! আহা চিকন ভায়া!!!
স্মৃতি কাতর করে দিলেন ভায়া

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২

আমি তুমি আমরা বলেছেন: যায় দিন ভাল, আসে দিন খারাপ -জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমাওর কাছেও কথাটা সত্য বলে মনে হয়। সুতরাং সামুর ক্ষেত্রেও কথাটা সত্য হবে-এতে অবাক হওয়ার কি আছে?

আমারও মাঝে মাঝে মনে হয়ঃ সময় ঘড়িকে যদি উলটানো যেত।
আহা মাইনাস বাটন! আহা, চিকন ভায়া ...!!! :(

৬| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ.... মাইমাচ. .. সোজা প্রিয়তে... বিয়াফক বিনুদিত হলুম. ... ধইন্যা.... :P


একটু মজা করলাম। সুন্দর পোস্টটা কিন্তু আসলেই প্রিয়তে ;)

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০০

আমি তুমি আমরা বলেছেন: খিকজ/হা হা প গে/ হা হা লু খু প গে/হা হা লু খু উ প গে
মাইনাচ/ঠিকাছে মাইনাচ/গদাম/গদাম সহকারে মাইনাচ/বাল্পুস্টে মাইনাচ
প্রিয়তে/সোজা প্রিয়তে/প্লাস সহকারে প্রিয়তে/প্লাস এবং প্রিয়তে
বিনুদুন/বিয়াফক বিনুদুন/ওরে বিনুদুন
ধইন্যা/ধইন্যাপাতা/ধন্যাপাতা লন
প্লাস/পিলাচ/পুত্তুম পিলাচ

এবং আরো অনেক বিখ্যাত ডায়লগ...।

মনে পড়ে।খুব মনে পড়ে।

ভাল থাকুন আর্কিওপটেরিক্স। শুভকামনা :)

৭| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,




স্মৃতির জঠর থেকে তুলে আনা
ব্লগের প্রান ভোমরা,
এসব নিয়েই তো ছিলুম আমি তুমি আমরা............

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

আমি তুমি আমরা বলেছেন:


সেসব দিনতো, চলেই গিয়েছে কবে
আহা, তেমন দিন কি আর দেখা হবে? :(

৮| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬

জাহিদ হাসান বলেছেন: হা হা লু খু গে

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

আমি তুমি আমরা বলেছেন: ধইন্যাপাতা লন।

৯| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আর্কাইভ।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব।

১০| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার 'সর্বোচ্চ' শীর্ষক পোস্টগুলো এবং কৌতুক সিরিজ খুব ইঞ্জয় করেছি।

আরেকটা ভালো জিনিস তুলে এনেছেন। 'জটিল হইছে'। জটিলস। খেয়াল কইরা । লল। লুল । হাহাপগে। খিকযযয :)

পড়ে চোখে পানি এসে পড়লো। রবীন্দ্রনাথের পর এরকম লেখা আপনিই এই প্রথম লিখলেন। পোস্টটি স্টিকি করার দাবি জানাই এ ধরণের বেশ কিছু সম্ভাব্য কমেন্ট নিয়ে একটা পোস্ট ছিল। পরবর্তীতে মূল পোস্টটি আর খুঁজে পাই নি।

রাজ সোহানের ছিল- পুত্তুম পিলাচ, যা অনেকেই লেখা শুরু করেছিলেন।

ডক্টর আইজুদ্দিন, দুর্যোধন, জাতির নানা, চিকন মিয়া সহ আরো অনেক ব্লগার ছিলেন, যারা এ ধরনের কমেন্টের অরিজিনেটর।

এ পোস্টটাও যথারীতি জটিল হইছে। পোস্টে পিলাস


১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আমি মূলত ট্রল করার জন্য ব্যবহৃত ডায়লগ আর কমেন্টের দিকে ফোকাস করতে চেয়েছি। এজন্যই 'জটিল হইছে'। জটিলস। খেয়াল কইরা । লল। লুল । হাহাপগে। খিকযযয ডায়লগগুলো এখানে আসেনি। একই কারণে রাজসোহানের পুত্তুম পিলাচও আসেনি।

ডক্টর আইজুদ্দিন, দুর্যোধন, জাতির নানা, চিকন মিয়া সহ আরো অনেক ব্লগার ছিলেন, যারা এ ধরনের কমেন্টের অরিজিনেটর।

এখানেই আমার হতাশা। একমাত্র চিকন মিয়াঠিকাছে, মাইনাচ ছাড়া বাকি ডায়লগগুলোর প্রকৃত আবিষ্কর্তা কে-তা নিশ্চিত হয়ে জানা যায় না।

মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। :)

১১| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইতিহাস পড়তে পড়তে হাহাপগে। :P

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০০

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, কিছু ডায়লগ সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাকি সবাই হাসতে হাসতে পড়ে যাবে। :)

১২| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা ব্লগিং ছাড়েন না; যাদের কথা বলছেন, তারা কোথায় গেলো? সময়ের সাথে পোষ্টের মান উপরে গেছে, নাকি নীচের দিকে গেছে?

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

আমি তুমি আমরা বলেছেন: ব্লগারেরা ব্লগিং ছাড়েন না; যাদের কথা বলছেন, তারা কোথায় গেলো?

পুরানো ব্লগারদের অনেকেই হয়ত এখনো মাঝেমাঝে ব্লগে উঁকি দিয়ে যান, তবে অধিকাংশ সময়ই সেটা অফলাইনে। নতুন কোন পোস্ট দিতে কিংবা কোন পোস্টে মন্তব্য করতে তাদের বেশিরভাগকেই এখন আর দেখা যায় না। ব্লগিং বলতে যদি শুধু একটা ব্লগ নিকের মালিক হওয়াকে বোঝেন, সেক্ষেত্রে হয়ত তারা এখনো ব্লগার, তবে একটিভ ব্লগিং-এ তারা আর নেই।

সময়ের সাথে পোষ্টের মান উপরে গেছে, নাকি নীচের দিকে গেছে?

কোন জেনারেলাইজড কমেন্ট করা সম্ভব নয়। যেহেতু এখন একটিভ ব্লগারের সংখ্যা কম, তাই পোস্টের সংখ্যাও কম, সুতরাং মানসম্মত পোস্টের সংখ্যাও কম। আবার এটাও সত্যি ব্লগে এখন ব্যক্তি আক্রমণ কিংবা সিন্ডিকেট ব্লগিংও কম-যা অবশ্যই বর্তমান সময়ের একটা পজেটিভ দিক।

১৩| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: চাঁদগাজী ভাইয়ের পোস্টের জন্যে 'চা চাই'! :)

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮

আমি তুমি আমরা বলেছেন: রাইতের ১২টা ১২মিনিটে চা খাইলে ঘুমাইবেন কখন? ;)

১৪| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



সামুতে এখনো ২০০ জনের বেশী একটিভ ব্লগার আছেন, যাঁরা ৫ বছরের বেশী ব্লগিং করেছেন; এঁরা কি আশানুরোপ ব্লগিং করছেন?

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

আমি তুমি আমরা বলেছেন: একটিভ ব্লগার ব্লগার বলতে কি বুঝিয়েছেন? যিনি মাসে অন্তত ১ টা পোস্ট দেন? যিনি মাসে অন্তত ১০০ কমেন্ট করেন? আপনার কাছে একটিভ ব্লগারের স্ট্যান্ডার্ড কি?

পোস্টের প্রথম দিকে বলেছি সামুতে একসময় নিয়মিতই ৩০০ ব্লগার অনলাইনে থাকত, বৃহস্পতিবার বা শুক্রবার রাতে সেটা ৪০০ ছাড়িয়ে যেত। এখনে অনলাইনে থাকা বলতে একটা নির্দিষ্ট সময়ে ব্লগে লগড ইন অবস্থায় থাকা ব্লগারদের বুঝিয়েছি, এখনো প্রথম পাতায় গেলে সেই মুহূর্তে অনলাইনে থাকা ব্লগারদের সংখ্যা দেখায়। যেমন এই মুহূর্তে অনলাইনে আছে ৩২ জন ব্লগার। আপনি কি অনলাইন থাকা ব্লগার ব্লতে একটিভ ব্লগার বুঝিয়েছেন?

১৫| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৭

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ পরিশ্রমী পোষ্ট ।
লিংকগুলি খুবই সহায়ক হবে পুরাতন পোষ্টগুলি দেখার জন্য।

প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭

আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্যটির জন্য। :)

১৬| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫০

জোবাইর বলেছেন: ইদানিং ব্লগে আসি অনিয়মিতভাবে, তাও আবার অনেকটা ঢুলুঢুলু চোখে ঘুমাতে যাওয়ার আগে। আরামের বিছানা ত্যাগ করে রাত জেগে পড়ার মতো আগের দিনের সেই পোস্ট এখন খুব একটা আসে না। আপনার এই পোস্ট দেখে চোখগুলো বড় হয়ে গেল, চোখের তন্দ্র-নিদ্রা ভাব আর এখন নেই :)। আসলে ব্লগের সেই সোনালী দিনগুলোর স্মৃতি আজীবন মনে থাকবে।

পরিশ্রমী পোস্ট! অনেক অনেক ধন্যবাদ। সামুর স্বর্ণালী দিনগুলোর স্মৃতিচারিত উল্লেখযোগ্য লেখাগুলোর লিঙ্কটি খুবই কাজে আসবে। অবসরে সেই লিঙ্কগুলোর সূত্র ধরে আবার ফিরে যাব সামুর ফেলে আসা দিনগুলোতে। তাই পোস্টটি প্রিয়তে রাখলাম।
ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২০

আমি তুমি আমরা বলেছেন: আমিও চাই আপনারা মাঝেমাঝে ঘুরে আসুন ফেলে আসা সময়ের সেইসব পোস্টে, কারণ আমি নিজেই মাঝে মাঝে ঘুরে আসি।

পোস্ট প্রিয়তে নিয়েছেন জেনে সম্মানিতবোধ করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় জুবায়ের। :)

১৭| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: আমার ধারণা সামু কর্তৃপক্ষ যুগোপযোগী পদক্ষেপ নিতে পারেনি বলে সামুর ভিজিটর বা ব্লগার আগের তুলনায় কমেছে। বর্তমান যুগটা ফেসবুকের যুগ বলা চলে। খুব কম মানুষই শিক্ষনীয় সাইটে ভিজিট করে। কিন্তু ফেসবুকে কোন সাইটের প্রচারণা কিন্তু ঠিকই অনেক ভালভাবে করা যায়। এই যেমন প্রতিদিনের ভালো ভালো পোস্টগুলো সামুর অফিশিয়াল পেইজে শেয়ার করলে অনেককেই এসে পড়ত। অনেকে র ভালো লাগলে তারা রেজি; করে লেখাও হয়তো শুরু করত।। ক্যাটাগরি অনুসারে ব্লগকে আলাদা করা এবং নিয়মিত আপডেট করতে পারত। আমি দুই তিনটা বইয়ের রিভিউ দিয়েছি একটি book review তে স্থান পায়নি। বুক রিভিউ অপশনটিও ছিল না এতদিন। আমি দুই একটি পোস্টে এই বিষয়ে সমালোচনা করি। আমার ধারণা সেই মন্তব্য কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং তারা এই ক্যাটাগরিটা চালু করেছে। এটা অনেক আগেই করা উচিৎ ছিল।।


ফেসবুক পেজকে ভেরিফাই করে ব্লু বেজ এড করলে, লিংক শেয়ার করলে তা প্রচুর ভিউ হত। কেননা ব্লু বেজযুক্ত পেজকেকে সবাই আলাদাভাবে মূল্যায়ন করে।

যাহোক, ব্লগ সাইটটি আগের চেয়েও প্রাণবন্ত হয়ে উঠবে সেই প্রত্যাশা রাখি। সামু কর্তৃপক্ষ ভালো ভালো পদক্ষেপ নিয়ে স্বর্নযুগ ফিরিয়ে আনবে এই বিশ্বাস নিয়ে আজকের মত বিদায়। শুভ রাত্রি।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৩

আমি তুমি আমরা বলেছেন: আমার ধারণা সামু কর্তৃপক্ষ যুগোপযোগী পদক্ষেপ নিতে পারেনি বলে সামুর ভিজিটর বা ব্লগার আগের তুলনায় কমেছে।

ফেসবুকে সামুর কোন অফিশিয়াল পেজ নেই, ভেরিফায়েড হয়াতো পরের কথা। রোর বাংলা'র ফেসবুক পেজ থেকে তাদের ভাল ভাল পোস্টগুলো রেগুলার শেয়ার করা হয়, আমার হোম পেইজে নিয়মিতই তাদের বিজ্ঞাপন দেখা যায়। ফেসবুক থেকে তাদের বিশাল হিট জেনারেট হয়, অস্বীকার করার কোন সুযোগ নেই। সামু যদি ফেসবুকে তার প্রচার এবং প্রসারের ব্যাপারে আরো যত্নবান হয়, সেক্ষত্রে সামুর লেখকরা যেমন উতসাহিত হবে, তেমনি সামুও পটেশিয়াল পাঠক এবং লেখক পাবে।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ক্যাটাগরি অনুসারে ব্লগকে আলাদা করা এবং নিয়মিত আপডেট করতে পারত। আমি দুই তিনটা বইয়ের রিভিউ দিয়েছি একটি book review তে স্থান পায়নি। বুক রিভিউ অপশনটিও ছিল না এতদিন।

এককালে সামুতে বিভাগ বলে একটা অপশন ছিল, তবে সেটা ইউনিভার্সাল ছিল না। একজন ব্লগার নিজের ইচ্ছামত তার ব্লগে বিভাগ তৈরী করতে পারতেন এবং নিজের পোস্টগুলো সে হিসেবে ক্যাটাগরাইজ করে রাখতে পারতেন। একজন ব্লগারের ব্লগে প্রবেশ করার পর তার ব্লগের নীচে আমার বিভাগ অপশনে ক্লিক করে একটি নির্দিষ্ট বিভাগে ওই ব্লগার কি কি পোস্ট রেখেছেন তা দেখে নেয়া যেত।



ব্লগের প্রথম পাতায় এখন বিষয়ভিত্তিক ব্লগে অংশে মাত্র পাওয়া যায় অল্প কয়েকটা অপশন। এর মধ্যে বিশ্বকাপ ফুটবল২০১৪, বিশ্বকাপ ক্রিকেট ২০১৫, হাইতি ভূমিকম্প ইত্যাদি ক্যাটাগরীর আবেদন এখন ফুরিয়েছে বলেই মনে করি। মজার বিষয় হচ্ছে, ২০১৪ এর পর ২০১৮ সালে আরেকটা ফুটবল বিশ্বকাপ হয়ে গেছে, ২০১৫ সালের পর ২০১৯ সালে হয়েছে আরেকটি ক্রিকেট বিশ্বকাপ। এই সাম্প্রতিক বিশ্বকাপগুলো নিয়ে কিন্তু ব্লগে কোন নতুন ক্যাটাগরীতৈরী হয়নি।

চতুরমাত্রিক ব্লগে দেখেছি একটা নতুন পোস্ট প্রকাশের ক্ষেত্রে সেটাকে প্রিডিফাইন্ড কোন এক বা একাধিক ক্যাটাগরীতে এবং তার আন্ডারে সাব ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত করা যায়, ফলে প্রথম পাতায় সার্চবারে গিয়ে বিষয়ভিত্তিক সার্চ করলে নতুন পোস্টসহ এসে পড়ে। সামুতে এই বিষয়ভিত্তিক ব্লগে পোস্ট কিভাবে অন্তর্ভুক্ত হয়? ট্যাগ/কি-ওয়ার্ড দিয়ে?আমার জানা নেই।

বিষয়ভিত্তিক পোস্ট অপশনটা রেগুলার আপডেট হয় বলেও মনে হয় না। গল্প অংশে ঢুকলে সর্বশেষ পোস্ট দেখা যাচ্ছে ব্লগার নীল আকাশের পোস্ট জন্মই আজন্ম পাপ, সময়ঃ ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৪ , এবং তার আগের পোস্টটি ব্লগার আলমগীর জনির পোস্ট চারুলতা, তুমি ফিরে যাও, সময়ঃ ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১ । ১৩ই ডিসেম্বর রাত থেকে ১২ ই জানুয়ারী সকাল পর্যন্ত একমাস কি আর কোন ব্লগার গল্প লেখেন নি?

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: বর্তমানে সামুকে ব্লগার খরা কাটিয়ে উঠতে হলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সামুর মোবাইল সাইটের উন্নয়ন এবং একই সাথে সামুর যে অ্যাপ আছে তার উথাল পাথাল পরিবর্তন। স্মার্টফোনের এই যুগে সামুর এই মান্ধাতার আমলের মোবাইল সাইট আর গুড ফর নাথিং অ্যাপ দিয়ে ভাল কিছু আশা করা যাবে না।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২২

আমি তুমি আমরা বলেছেন: সামু ব্লগে আমার ফেস করা নানা টেকনিক্যাল সমস্যা আর সামুর উন্নয়নে আমার চিন্তাভাবনা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এককালে। দেখতে পারেন।

১৮| ১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪৮

বাহাউদ্দিন আবির বলেছেন: মজা পেলাম,লিঙ্কগুলো কাজে দেবে পুরাতন লিখাগুলো পড়তে। অনেক সময় নিয়ে করেছেন।ধন্যবাদ আপনাকে

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: পোস্টটি পড়া এবং মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

১৯| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ট্রল করা, ট্রুল ইত্যাদি করা হলো ফানি, কিংবা হিউমারাস হয়ে কিছুকে শক্তভাবে বলা ইত্যাদি। আপনারা যেটাকে 'সোনালী যুগ' বলেন, সেই সময় ব্লগিং'এ জোরালো কি কি বিষয় ছিলো? কি কি বিষয় নিয়ে ব্লগারেরা বেশী মেতে থাকতেন?

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

আমি তুমি আমরা বলেছেন: আমি যে সময়ের কথা বলছি (২০১০ থেকে ২০১২ বা তারও আগে), তখনকার ব্লগের অন্যতম বিশেষ দিক ছিল ভার্সেটাইলিটি। ভার্সেটাইল ছিলেন ব্লগাররা, ভার্সেটাইল ছিল তাদের লেখা এবং লেখার বিষয়বস্তু। সেসময় ব্লগাররা যেমন রাজনীতি সচেতন ছিলেন, তেমনি ছিল তাদের সাহিত্য অনুরাগ। বিজ্ঞান এবং ধর্ম নিয়ে চমৎকার সব পোস্ট দেখেছি তখন।তার বাইরেও স্মৃতিকথা, ভ্রমণ ব্লগ, বাংলা বানানরীতি, বিসিএস-জিআরই-জিম্যাট-আইইএলটিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষা ইত্যাদি বিষয় নিয়েও নিয়মিত পোস্ট আসতে দেখেছি।

পোস্টের শেষে দেয়া লিংকগুলোর মধ্যে ৯ নম্বর পর্বটি ঘুরে আসুন। একটা ধারণা পাবেন।

২০| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

Sujon Mahmud বলেছেন: ভাল লাকচে

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুজন :)

২১| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আহারে। সেই দিন গুলা।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: আহারে।

২২| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

পদ্মপুকুর বলেছেন: 'গ্যালারিতে বইলাম'

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪

আমি তুমি আমরা বলেছেন: পপকর্ন লাগব নি? ;)

২৩| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

নতুন নকিব বলেছেন:



স্মৃতিতে ভর করে পেছনে ফিরে গেলাম আপনার সুলিখিত পোস্ট পাঠে।

শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় নতুন নকিব।

২৪| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

অন্তরন্তর বলেছেন: আপনার পোস্টের কল্যাণে আগের স্মৃতি মনে পরল। শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অন্তরন্তর :)

২৫| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: যায় দিন ভালো, আসে দিন খারাপ......এটা সবাই বলে। তবে, কথাটা আপেক্ষিক। আরো অনেক বছর পরে এখনকার ব্লগাররাও এটাই বলবে। যাই হোক, আপনার পোষ্ট পড়ে মজা পেয়েছি। :)

এখন অবশ্য সামুতে অনেকেই স্ব-ঘোষিত সেলেব্রিটি। এনাদের কিছু কমেন্টও যোগ করে দ্যান না ক্যান!!! ;)

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

আমি তুমি আমরা বলেছেন: যায় দিন ভালো, আসে দিন খারাপ......এটা সবাই বলে। তবে, কথাটা আপেক্ষিক। আরো অনেক বছর পরে এখনকার ব্লগাররাও এটাই বলবে।

আপনার পর্যবেক্ষণ সঠিক। ২০০৯ এর শেষ দিকে যখন ব্লগ পড়তে শুরু করেছি, তখন সিনিয়র ব্লগারদের আক্ষেপ করতে দেখতাম ব্লগ পচে গেছে বলে। ২০০৬-২০০৭-২০০৮ ই নাকি ভাল ছিল!!!

২৬| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

করুণাধারা বলেছেন: লিংক ধরে দুটো পোস্ট পড়লাম; চমৎকার, দুটোই! এই পোস্ট বুকমার্কড।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: দুটো পড়েছেন জেনে খুশি হলাম। বাকিগুলো ঘুরে আসুন, হতাশ হবেন না আশা করি। :)

২৭| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

শিখা রহমান বলেছেন: পোস্টটা খুব ভালো লাগলো।
যখন ব্লগিং শুরু করেছি তখন এই সব মজার মন্তব্য পাইনি বা দেখিনি।

পোস্টে লাইক আর একরাশ ভালোলাগা রেখে গেলাম।
শুভকামনা সতত প্রিয় ব্লগার।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১০

আমি তুমি আমরা বলেছেন: আপনার চমৎকার এই মন্তব্যটি আমাকে অনুপ্রানিত করল। ধন্যবাদ :)

২৮| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

হাবিব ইমরান বলেছেন:

যায় দিন ভালো, আসে দিন খারাপ। এরই প্রভাব হয়তো।
যাহোক, চমৎকার পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১১

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হাবিব ইমরান।

২৯| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ব্লগে দেখছি না, সোনালী যুগে ফিরে গেলেন নাকি?

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: জ্বি, ফেরত আসছি সোনালী যুগ থেকে। এবার বলেন যা বলতে চান।

৩০| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

রাতুল_শাহ বলেছেন: ২০১১-১২ সময়টা আসলেই অন্যরকম ছিলো। মাথাতে কিছু না থাকলেও, কিছু একটা পয়দা হতো।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫০

আমি তুমি আমরা বলেছেন: আহারে, সেই সময় :(

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আছেন কেমন?

৩১| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৩

আমি সাজিদ বলেছেন: ঐ সময়টায় ইন্টার দিয়েছি মাত্র। এডমিশন টেস্ট দিবো দিবো এমন একটা অবস্থা। মনে পড়ে গেলো। কেমন আছেন ?

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮

আমি তুমি আমরা বলেছেন: আমি তখন বিশ্ববিদ্যালয় জীবনের মাঝামঝি। ক্লাসে যাই, রুমে ফিরি, সামুতে বসি, ঘুমাই, জেগে উঠে ক্লাসে যাই, রুমে ফিরি, সামুতে ঢুকি এবং এভাবেই চলেছে একটা লম্বা সময়। আমারও মাঝে মাঝে মনে পড়ে।

আলহামদুলিল্লাহ, বেশ ভাল আছি আমি। আপনার কি খবর?

৩২| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এখনও চলে-মাথার উপর দিয়ে গেল, বাল-ছাল পোস্ট, ম্যাও প্যাও পোস্ট, সেইরকম.........।

ধন্যবাদ। আগের ইতিহাস তুলে ধারায় সামুর পুরনো যুগ যেন ফিরে আসল আপনার লেখায়।++++

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

আমি তুমি আমরা বলেছেন: ম্যাও প্যাও একজনই করে এই ব্লগে। তবে মাথার উপ্রে দিয়া গেল কিংবা বালছাল পুস্ট-এখনো চলে ব্লগে।

দেরীতে জবাব দেয়ায় আশা করি কিছু মনে করেন নি। ভাল থাকুন। শুভকামনা।

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৪

আকতার আর হোসাইন বলেছেন: বাহ।।। খুব সুন্দর প্রতি উত্তর। আমি পুরোপুরি সহমত আপনার সাথে।

ফেবুতে ২৬ হাজার লাইকের একটা সামুর পেইজ আছে। কিন্তু সেইটা যে অফিশিয়ালই মনে হচ্ছে আমার কাছে। কারণ ওখানে নক করর পরই আমি প্রথম পাতায় জায়গা পাই।

যাহোক, বর্তমানে রোর বাংলা খুবই জনপ্রিয় একটা সাইট। লেখাগুলো খুবই মানসম্মত। আমাদের ব্লগও কি কোন অংশে কম যায়?

সমস্যা হলো, আমাদের ব্লগের কর্তৃপক্ষ এর হতচেতন থাকা। কেননা কোন পদক্ষেপই নিচ্ছে না। প্রসার করছেই না। কিছু সাহিত্যপ্রেমী মানুষের ত্যাগ ও গুণে এখনো ব্লগে প্রাণ আছে। অনেকেই আছে যারা এই ব্লগের খবর এখনো জানে না। জানলে ওরাও এখানে প্রচুর শ্রম দিত।।।

প্রচার করতেই হবে। কথায় আছে, প্রচারের প্রসার।

এপের পরিবর্তন মাস্ট লাগবেই লাগবে। আপনার টেকনিক্যাল পোস্টের লিংক যুক্ত করে দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি। পরে পড়ব।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: সমস্যা হলো, আমাদের ব্লগের কর্তৃপক্ষ এর হতচেতন থাকা। কেননা কোন পদক্ষেপই নিচ্ছে না। প্রসার করছেই না। কিছু সাহিত্যপ্রেমী মানুষের ত্যাগ ও গুণে এখনো ব্লগে প্রাণ আছে। অনেকেই আছে যারা এই ব্লগের খবর এখনো জানে না। জানলে ওরাও এখানে প্রচুর শ্রম দিত।

আমার কথাটাও সেখানেই। সামুর বয়স এখন পনের বছর, অতীত-বর্তমান মিলিয়ে সামুতে প্রচুর ভাল লেখক এসেছেন, তাদের প্রচুর ভাল লেখাও এই ব্লগে আছে। সমস্যা হচ্ছে আমরা যারা বিভিন্ন সূত্র ধরে সামুতে চলে এসেছি, তারা কিছু লেখা দেখেছি, পড়েছি, কিন্তু অনেক ভাল লেখাই প্রচারের অভাবে পাঠক পায়নি। প্রচার-প্রসারের জন্য ফেসবুক খুবই শক্তিশালী একটা মাধ্যম, সামু কর্তৃপক্ষ সেটার সঠিক ব্যবহার করতে পারেনি বলেই আমার মনে হয়েছে।

এপের পরিবর্তন মাস্ট লাগবেই লাগবে।

সামু তার এপের কোন পরিবর্তন করবে কিনা জানি না। কোন লক্ষণতো চোখে পড়ে না।

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৬

আমি সাজিদ বলেছেন: ভালো আছি :)

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: জেনে খুশি হলাম। সহব্লগাররা ভাল থাকুক-এটাই চাওয়া।

৩৫| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩০

ক্ষুদ্র খাদেম বলেছেন: অনেক দিন পরে এই করোনার সময়ে এসে আবার নিয়মিত ব্লগে আসা হচ্ছে। আপনাকে আমি অনুসরণ করি অনেকদিন। সেই থেকেই এই পোস্টে আসা :D

পোস্ট সরাসরি প্রিয়তে আর পুরনো লিঙ্কগুলোর জন্যে অসংখ্য ধন্যবাদ :D

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকুন :)

৩৬| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৭

রাতুল_শাহ বলেছেন: ৬ আর ৭ নং কমেন্ট বেশি দেখেছি। বিয়াফক জ্ঞানী পোস্ট!

১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৬

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, সেসময় পচানোর জন্য ৬ আর ৭ নং কমেন্ট প্রচুর ব্যবহৃত হত।

৩৭| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৬

রানার ব্লগ বলেছেন: ব্লগে লেদাইতে আইছেন ?

সেইরাম পছন্দ হইছে !!

০২ রা মে, ২০২৪ বিকাল ৪:০০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.