নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পঃ আবেগ-বিবেক এবং গতিবেগ

০২ রা মার্চ, ২০২০ রাত ১২:০৩



-মা, আমি ওকে ভালবাসি। ওকেই আমি বিয়ে করব।মেয়েটা স্পষ্ট ভাষায় জবাব দেয়।
-পাগল হয়ে গেছ? তোমার মত আইবিএ থেকে পাশ করা একটা মেয়ে বিয়ে করবে ওই প্রাইভেট থেকে পাশ করা ছেলেকে?
-কিন্তু আমি ওকে ভালবাসি।
-ওর সাথে তোমার স্ট্যাটাস যায় না।

পাঁচ বছর পর।
-বুঝলেন ভাবি, মেয়েটা মাত্র প্রমোশন পেয়েছে। ও এখন কোম্পানীতে ইয়াঙ্গেস্ট ব্র্যান্ড ম্যানেজার।
-তাতো বুঝলাম, কিন্তু ভাবী ক্যারিয়ারইতো মেয়েদের জীবনে সব না। ওর বিয়ে শাদীর কিছু হল?
প্রশ্ন শুনে মায়ের মুখ বন্ধ হয়ে যায়।
-ভাবী, আমার কাছে একটা ছেলে আছে।বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তাতে কি, ছেলের ক্যারিয়ার ভাল। তাছাড়া আপনার মেয়ের বয়সওতো একটু বেশী।

আরও এক বছর পর।
-কিরে, এত রাত হল যে? মা উদ্বিগ্ন হয়ে জানতে চান।
-আর বল না মা। আজকে প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট ছিল, খুব প্রেশার গেছে। সাবমিশন শেষে গ্রুপ মেম্বাররা মিলে একসাথে ডিনার করতে গিয়েছিলাম।
-দেখ মা, রোজ রোজ এত রাত করে বাসায় আসিস, অবিবাহিত মেয়ে তুই, লোকে নানা কথা বলে।
-তো?
-আমি বলি কি, তোর খালা একটা ছেলের কথা বলেছিল। একদিন দেখে আয়।
-না।
-তোর নিজের কোন পছন্দ আছে?
-না।
-ওই যে, একটা ছেলের সাথে কথা বলতি, ওর কি অবস্থা? ওদের বাসার ঠিকানাটা দে, তোর আব্বা গিয়ে কথা বলে আসুক।
মেয়েটা কোন জবাব দেয় না, মুখের ওপর দড়াম করে দরজা বন্ধ করে দেয়।
মা দরজার পাশে দাঁড়িয়ে থাকেন, ভেতর থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসে।
মেয়েকে সান্ত্বনা দেয়ার জন্য মুখ খোলেন তিনি, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। ক্যারিয়ার, স্ট্যাটাস আর আবেগের মাঝখানে ঝুলে থাকা পর্দা তার কন্ঠ চেপে ধরে।

গল্পঃ আবেগ, বিবেক ও গতিবেগের গল্প
২৪.০১.২০২০




আমার লেখা আরেকটি গল্পঃ
ছোটগল্পঃ ইঁদুরদৌড়


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২



মন্তব্য ৪১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২০ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: শুধু এটুকুই বলতে পারি, " বর্তমান সমাজের' গতিবেগের কাছে, আবেগ/ বিবেক সব ব্যাক ডেটেট

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:১৮

আমি তুমি আমরা বলেছেন: সেটাইতো সমস্যা। গতিবেগের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই, তাই বলে কি আবেগ আর বিবেকের কোন মূল্য থাকবে না?

মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি ভাল আছেন।

২| ০২ রা মার্চ, ২০২০ রাত ২:৪৫

শের শায়রী বলেছেন: দারুন। ভালোলাগা।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:১৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৩| ০২ রা মার্চ, ২০২০ ভোর ৪:২৪

মলাসইলমুইনা বলেছেন: আমার, আপনার আর আমাদের সবার এই ব্যস্ত আর আধুনিক দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া, এই দুটোর দূরত্ব, টানাপোড়েন আর এর থেকে জীবনে জমা যাবতীয় অপ্রাপ্তি সব কিছু মিলে মিশে যেন না পাবার কষ্টের একটা পারমাণবিক বিফোরণ ঘটেছে আপনার গল্পে । তাতেই গল্পের বক্তব্য, চালচিত্র পরিষ্কার হয়ে গেছে সব বলা না বলা কথার ধুলোবালি উড়িয়ে । সরল,সুন্দর সহজিয়া গল্পে ভালো লাগা ।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৪

আমি তুমি আমরা বলেছেন: অসাধারণ এই মন্তব্যটির জন্য আপনাকে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই। সত্যিকার অর্থেই আমাদের জীবনে পাওয়ার পরিমাণ যত বাড়ছে, তারচেয়ে অনেক দ্রুতগতিতে বাড়ছে চাওয়ার পরিমাণ। ফলে অধিকাংশের পক্ষেই প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় করা সম্ভব হচ্ছে না।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ একবার সুখী হওয়ার মূলমন্ত্র বলতে গিয়ে বলেছিলেনঃ থামতে জানতে হবে, 'না' বলা শিখতে হবে। এই গতিময় জীবনে এই সত্যকে অনুভব করতে পারাটা আমদের সবার জন্য খুব দরকার।

৪| ০২ রা মার্চ, ২০২০ ভোর ৬:৫৪

সোহানী বলেছেন: চমৎকার......

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৫| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: বাস্তব লিখেছেন।
বাস্তব এইরকমই।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৬

আমি তুমি আমরা বলেছেন: এই গল্পটাও বাস্তবের কোন চরিত্রকে নিয়েই।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৬| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫৮

নীল আকাশ বলেছেন: জীবনের সব চাওয়া আর পাওয়া কখনই এক হয় না।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৭

আমি তুমি আমরা বলেছেন: তবুও আমরা চাওয়ার পিছনে ছুটে চলি পাওয়ার আশায় :(

অনেকদিন ব্লগে ছিলাম না। আশা করি ভালই আছেন।

৭| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৮

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার এই মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ পরমাণু গল্প!

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সম্রাট :)

৯| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০০

করুণাধারা বলেছেন: পরমাণু গল্পে অনেক অনেক কথাই বলেছেন। আমাদের চাহিদা বাড়ছে, তার গতির সাথে পাল্লা দিতে গিয়ে আবেগ, বিবেক সব হারিয়ে যাচ্ছে...

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৩২

আমি তুমি আমরা বলেছেন: এটাই আসল সমস্যা। আমাদের চাওয়ার যেমন কোন সীমা নেই, তেমনি প্রতিটি চাওয়াকে পাওয়ার রূপান্তরের কোন বাধ্যবাধকতাও নেই। এই সহজ সত্যটা আমরা অধিকাংশই বুঝি, শুধু স্বীকার করে মেনে নেই না বলেই যত সমস্যার উৎপত্তি।

চমৎকার এই মন্তব্যটির জন্য ধন্যবাদ।

আপনার 'নতুন জীবন' পড়া শুরু করেছি। শেষ করে প্রতিক্রিয়া জানানোর আশা রাখি।

১০| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ২:২৫

পদ্মপুকুর বলেছেন: যদিও আপনার গল্পে মেয়ের ভালোবাসায় মায়ের অমতের ফলে বর্তমানের (কু)পরিণতি দেখাতে চেয়েছেন, কিন্তু নাথিং টু হাইড প্রজন্ম ক্যারিয়ার আর স্ট্যাটাসের পেছনে চলতে চলতে একসময় আবেগ-বিবেক বা আবেগ সম্পর্কিত গতিবেগ অনেকখানিই হারিয়ে ফেলে। অবশ্য দৃষ্টিপাতে যাযাবর বহু আগেই বলে গিয়েছিলেন- বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ, কেঁড়ে নিয়েছে আবেগ...

আপনার নাম দেখেই পোস্টে ঢুকলাম। ভালো থাকবেন, শুভ ব্লগিং।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: আমি ঠিক ভালবাসার মূল্যায়ন না করার পরিণতি দেখাতে চাইনি, আমি আসলে বোঝাতে চেয়েছি সময়ের কাজ সময়ে না করলে অনেক কিছুই হারাতে হয়। ভুল সময়ে ভুল জিনিসকে প্রায়োরিটাইজ করলে তার ফলাফলটাও ভুল হয়-এই কথাটাই আমি বলতে চেয়েছি।

তবে আপনার সাথেও আমি একমত। এখনকার প্রজন্মও তাদের ক্যারিয়ারের গতিবেগ ধরে রাখতে গিয়ে অনেক সময়ই আবেগ আর বিবেক সংক্রান্ত গতিবেগ হারিয়ে ফেলে। কোনটাই তুচ্ছ করার মত নয়, ব্যালেন্স করতে না পারলেই বিপত্তিটা বাধে।

মন্তব্যে ভাললাগা রইল। আশা করি ভাল আছেন। :)

১১| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫

অজ্ঞ বালক বলেছেন: ব্রিলিয়ান্ট স্টোরিটেলিং

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অজ্ঞ বালক।

অঃ টঃ আপনার মহাভারত সিরিজের আর কোন নতুন পর্ব কি আসবে না?

১২| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কারো কারো ক্ষেত্রে এমনটা হয়।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৪০

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক বলেছেন। জীবনে ভালবাসা, ক্যারিয়ার আর আনুষঙ্গিক বিষয়ের মধ্যে ব্যালেন্স করতে না পারলেই বিপত্তিটা ঘটে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি ভাল আছেন।

১৩| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছুডুকালরে মাই এইম ইন লাইফ রচনার কথা মনে পড়ে গেল!

জীবনের লক্ষ্য উদ্দেশ্যইতো জীবনকে চালিত করে।
একজন পূর্ন মানুষ হবার চেয়ে বস্তুগত মূল্যায়ন যখন পূর্নতার স্থান দখল করে নিল স্বপ্নে
এমন অনুগল্পরা গিজগিজ করছে -নগরের অলিতে গলিতে.. দরাম করে দরজা বন্ধ হচ্ছে ক্ষনে ক্ষনে...


গল্পে ++++

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৪২

আমি তুমি আমরা বলেছেন: একজন পূর্ন মানুষ হবার চেয়ে বস্তুগত মূল্যায়ন যখন পূর্নতার স্থান দখল করে নিল স্বপ্নে
এমন অনুগল্পরা গিজগিজ করছে -নগরের অলিতে গলিতে.. দরাম করে দরজা বন্ধ হচ্ছে ক্ষনে ক্ষনে...

অসাধারণ দুটো লাইন। ভাল লেগেছে, সত্যিই ভাল লেগেছে ...

১৪| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:১২

ভুয়া মফিজ বলেছেন: এ'সবই rat race এর কু'প্রভাব। আজকাল শুধু ছেলেমেয়েরা না, তাদের বাবা-মায়েরাও এতে জড়িয়ে পরে। সময়ের কাজ সময়ে না করলে কি হয় তা দারুনভাবেই তুলে ধরেছেন। তবে গল্পটা প্রমাণ সাইজের হলে বেশী ভালো লাগতো।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৫১

আমি তুমি আমরা বলেছেন: আসলেই এসব ইঁদুর দৌড়ের কুপ্রভাব। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়ঃ পরীক্ষায় প্রথম হতে হবে। পরীক্ষায় দ্বিতীয় হলে কি সমস্যা, সেটা কিভাবে ভবিষ্যতের জীবন-জীবিকাকে প্রভাবিত করবে তা আজও আমি বুঝতে পারলাম না। স্কুলের পরীক্ষায় কিংবা জীবনের দৌড়ে দ্বিতীয় হলে তাতে আমার মানুষ পরিচয়ের কোন ক্ষতি হবে না, সেকেন্ড ইন কমান্ডও জীবনে সুখী হয়-আমরা অধিকাংশই সেটা স্বীকার করি না।

জাতি হিসেবে আমরা খুব ভয়াবহ পর্যায়ের অসুখী, আমাদের সমস্ত বিলাস দুঃখকে ঘিরে-জাতি হিসেবে হিসেবে আমাদের চিন্তাধারার দীনতাকেই প্রমাণ করে। পুরো ব্যাপারটাই প্যাথেটিক।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৫৩

আমি তুমি আমরা বলেছেন: গল্পটা আর বড় করতে চাইনি মূলত একটা কারণেইঃ অলসতা। এই তিনটি দৃশ্যকেই আরেকটু বড় করেই একটা মোটামুটি সাইজের ছোটগল্প দাড় করানো যেত, কেন যেন ইচ্ছা করেনি।

১৫| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,




জীবনযুদ্ধের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় সবাইকে ছুটতে হচ্ছে, কে কার আগে যাবে এই নিয়ে কাড়াকাড়ি। বেগ বাড়াতেই হচ্ছে ধীরে ধীরে নইলে পিছিয়ে পড়ার ভয়। এসবই বাস্তবের নির্মম সাদা কালো ছবি, রংয়ের প্রলেপ নেই সে ছবিতে। বাতাসে " মেরি লাল দোপাট্টা মলমল...." করে ওড়না ওড়ানোর কোনও দেখা পাবার কথা নয় সে ছবিতে।

এসবই আমি তুমি আমরা'র জীবনের গল্প!

বক্তব্যের গতিবেগ দারুন হয়েছে।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০০

আমি তুমি আমরা বলেছেন: মূলত এই পিছিয়ে পড়ার ভয় আমাদের জীবন থেকে কত কিছু কেড়ে নিচ্ছে তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। একবার এক পরিচিত একটা শোপিস কিনেছিলেন, দাম শুনেই আরেকজন মন্তব্য করলেনঃ ভাই, দাম বেশি নিছে, ঠকছেন। কথাটা শোনার সাথে সাথেই ভদ্রলোকের মুখ অন্ধকার হয়ে গেল। অথচ এই মন্তব্যের একটু আগেও ভদ্রলোকের মুখে ছিল পছন্দের জিনিসটা হাতে পাওয়ার খুশী।

আমাদের নিজেদের জীবনে রঙের কোন ছটা নেই, নানারকম ভয়ের দোকান বসিয়ে পরবর্তী প্রজন্মের জীবনটাকেও আমরা করে দিচ্ছি সাদাকালো। হাওয়ায় উড়তে থাকা লাল রঙের ওড়না সেখানে শুধুই স্বপ্নদৃশ্য। :(

১৬| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০১

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আশা করি ভাল আছেন। :)

ভালোতো অবশ্যই আছি, এইমাত্র দেখলাম ফ্রন্ট পেইজে রাগ ইমনের একটা লেখা... যান গিয়া দেইখা আসেন। আরো একজনরে দেখলাম দশ বছর পর আসছে আইজকা... মনডা খুব ফুর্তি ফুর্তি লাগ্তাছে।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০৮

আমি তুমি আমরা বলেছেন: লাস্ট মনে হয় ২০১৪ বা কাছাকাছি কোন সময়ে উনার সর্বশেষ পোস্ট দেখেছিলাম।

অবশ্যই উনার ব্লগে জাব।জানানোর জন্য ধন্যবাদ ভাই। :)

১৭| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০১

প্রেক্ষা বলেছেন: অসাধারণ লিখনী।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রেক্ষা :)

১৮| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই ভালই আছি।। দোয়া করবেন।।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

আমি তুমি আমরা বলেছেন: এই দূর্যোগের মুহূর্তে দোয়াই আমাদের সম্বল :)

১৯| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: দারুণ গল্প :D

ভুয়া মফিজ ভাইয়ের মতো, আমিও বলতে চাই "গল্পটা প্রমাণ সাইজের হলে বেশী ভালো লাগতো" /:)

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

আমি তুমি আমরা বলেছেন: গল্পটি আপনার দারুণ লেগেছে খুশি হলাম।

হ্যা, আরো দুএকটা দৃশ্য যোগ করে কিংবা বিদ্যমান দৃশ্যগুলোকে আরেকটু দীর্ঘায়িত করে গল্পের কলেবর বাড়ানো যেত বটে, কিন্তু তাতে গল্পের আবেদন বাড়ত কিনা সে বিষয়ে আমি ঠিক নিশ্চিত নই। তার ওপর আমার নিজের অলসতাতো আছেই। এবার হয়নি, আগামীবার হবে নিশ্চয়ই।

ভাল থাকুন। শুভকামনা সবসময়। :)

২০| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৯

রাতুল_শাহ বলেছেন: এটা এখন সাধারণ চিত্র!

১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩০

আমি তুমি আমরা বলেছেন: সেটাইতো দুঃখজনক। ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে আমরা জীবনকে হারিয়ে ফেলছি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.