নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
ভেবেছিলাম, ভেসে গেছি উন্নয়নের জোয়ারে
চেয়ে দেখি, বসে আছি শুয়োরের খোয়ারে।
চাটার দল শুধু তোলে একটাই সুর
চাটগা কবেই নাকি হয়েছে সিঙ্গাপুর।
বলে তারা, ঢাকা নাকি বদলেছে আমুল
দেখে তারে প্যারিস বলে হয় শুধু ভুল।
দিনে দিনে শুয়োরের বাড়ে শুধু জবান
ইকোনমি আজ নাকি কানাডার সমান।
জিডিপি দুই অংকে যাওয়া শুধু বাকি
চেয়ে দেখি, সব ছিল শুভংকরের ফাকি।
সব খাত নেগেটিভ, রেমিটেন্স ছাড়া
করোনার আঘাতে আজ তাও পথহারা।
বগল বাজিয়ে বলেছিলে, আমরাই বেস্ট
চেয়ে দেখ করোনার হচ্ছে না টেস্ট।
পিপিই পৌছেনি ডাক্তারের কাছে
বল ভায়া, পিপিই সব তবে কোথা আছে?
আইসিইউ-ভেন্টিলেটর, তাও নেই ভায়া
তবুও কি বলবে, তো ক্যায়া হুয়া?
গরীবের পাতে আজ নেই কোন ভাত
তবু চাল চোরেরা ঘুরছে অবাধ।
এসব দেখেও কি দেখো না ব্রাদার?
কোথায় আছে বল আজ হিউম্যানিটির মাদার?
এখনো কি চলছে গাড়ি উন্নয়নের সড়কে?
দেশবাসী মরছে যখন করোনার মড়কে।
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৫
আমি তুমি আমরা বলেছেন: ডাক্তার মঈনের মৃত্যুর খবরটা দেখার পর থেকে আজ সারাদিন মন খুব খারাপ ছিল। মানুষের জীবনই যদি না বাঁচে, তবে এই রাস্তা আর ফ্লাইওভারের উন্নয়ন দিয়ে আমরা করবটা কি ?
২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: করোনার ঘাড়ে দোষ চাপিয়ে দায়মুক্তি পেয়ে যাবে।
ভবিষ্যত ভয়াবহ। করোনা বিশ্বরাজনীতি বদলে দিতে পারে।
ঠিক মত সামাল দিতে না পারলে খবর আছে।
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আমার মনে হয়না করোনার ঘাড়ে দায় চাপিয়ে এত সহজে কেউ পার পেয়ে যাবে। চীনে করোনা ধরা পড়েছে ডিসেম্বরে, আমরা প্রায় আড়াই-তিনমাস সময় পেয়েও মিড মার্চ পর্যন্ত কিছুই করিনি, অন্তত সরকারীভাবে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
কেন?
আমি-তুমি-আমরা সবাই তার কারণ জানি।
সময়ের দায় সবাইকেই চোকাতে হয়। সময় কাউকে ক্ষমা করে না।
অনেকদিন পর আপনাকে দেখলাম। আশা করি ভাল আছেন সেলিম ভাই
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১২
নেওয়াজ আলি বলেছেন:
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
আমি তুমি আমরা বলেছেন: চাউল চোরের নাম মমিনুল। এ কেমন প্রহসন?
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: সত্য লিখেছেন।
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১২
করুণাধারা বলেছেন: আজই প্রথম জানলাম, ভেন্টিলেটর একটা স্বয়ঙক্রিয় যন্ত্র, বাঙলাদেশে মাত্র দুজন মানুষ এটা অপারেট করতে জানেন!! ভেন্টিলেটর বলে এদেশের হাসপাতালের আইসিইউতে যা আছে তা অক্সিজেন সিলিন্ডারের সাথে যুক্ত করে ম্যানুয়ালী অপারেট করা হয়, ফলে এতে রোগীর কষ্টের তেমন উপসম হয় না, অর্থাৎ তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গিয়ে জান বাঁচবে না!! করোনার মড়ক উন্নয়নের সড়ক ছাপিয়ে যাবে।
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: আজই প্রথম জানলাম, ভেন্টিলেটর একটা স্বয়ঙক্রিয় যন্ত্র, বাঙলাদেশে মাত্র দুজন মানুষ এটা অপারেট করতে জানেন!!
বাহ, আঠার কোটি মানুষের জন্য দুজন অপারেটর। রেশিওটা অনেক হাই(!) মনে হচ্ছে।
করোনার মড়ক উন্নয়নের সড়ক ছাপিয়ে যাবে।
সমূহ সম্ভাবনা আছে। এদেশে করোনার আফটার ইফেক্ট কি হবে-তা একমাত্র আল্লাহপাক বলতে পারেন।
৬| ০২ রা মে, ২০২০ সকাল ৮:৪৮
জাফরুল মবীন বলেছেন: অসাধারণ প্রতিবাদী ছড়া ওহে বিদ্রোহি কবি।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৫০
আমি তুমি আমরা বলেছেন: প্রিয় মবীন ভাই, প্রায় কয়েক বছর পর আবার দেখলাম আপনাকে ব্লগে। আশা করি ভাল আছেন।
মাহে রমযানের শুভেচ্ছা।
৭| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন প্রতিবাদী কবিতা।
কিছুটা উন্নয়ন হচ্ছে বাকিটা আই ওয়াশ।
২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫০
আমি তুমি আমরা বলেছেন: ৫ ভাগ উন্নয়ন আর ৯৫ ভাগ ডাকাতি।
৮| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২
আমি সাজিদ বলেছেন: ঘোড়ার ডিমের উন্নয়ন আর তার সেন্ডুগেঞ্জির নাম স্বপক্ষের শক্তি
২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১
আমি তুমি আমরা বলেছেন:
৯| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৪
রাতুল_শাহ বলেছেন: ভাইসাব কি লিখলেন!
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২২
আমি তুমি আমরা বলেছেন: হতাশা থেকে লিখেছিলামরে ভাই। আর ভাল্লাগে না এসব অনাচার দেখতে।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২০
মনিরা সুলতানা বলেছেন: লেখা ভালো হয়েছে ;
আজকে আমার এক ফেসবুক বন্ধু প্রশ্ন করেছেন ?
ডাঃ মইনের পরিবারের কান্না অভিশাপ হয়ে ফিরে আসলে আমরা আমাদের উন্নয়ন দিয়ে তা ঠেকাতে পারবো তো?