নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পাত্র চাই

১৮ ই মার্চ, ২০২১ রাত ১:৩২



-চাচাজি, সালাম।
মেয়ের জন্য নাকি পাত্র খুজছেন?
লোক মুখে শুনতে পেলাম।

-ঠিকই শুনেছ ঘটক মিয়া।
মেয়ে আমার লায়েক হয়েছে
সানাই বাজিয়ে দেব বিয়া।

-আমার কাছে
আছে কিছু ছেলে।
ছবি-বায়ো দেব
যদি খাপে খাপে মেলে।

-লম্বাই হতে হবে
ঠিক ঠিক ছয় ফুট।
নাহয় নাতিপুতি
সব হবে লিলিপুট।

খাটো মেয়েটাকে আমার
কেন বউ বানাবে?
আরে ভাই, পায়ে হিল দিলে
দুজনকে ঠিক মানাবে।

দুধে আলতা না হলেও
ফর্সা ছেলে চাই।
মেয়েটা আমার একটু শ্যামলা
নাতিপুতি কিভাবে কালো বানাই?

ঠিক আছে ভাই,
গায়ের রংটা আমি করব একটু কন্সিডার।
যদি থাকে ছেলের
বলার মত সেরকম ক্যারিয়ার।

ডাক্তার পাত্র চাইছি আমি,
ইঞ্জিনিয়ারও চলবে।
নিদেনপক্ষে সরকারী চাকুরে
নাহয় লোকে কি বলবে?

আরে ভাই, মেয়ে আমার কলিজার টুকরা
তাই চাকরি করতে দেইনি।
হোক না ভাই ন্যাশনাল
মেয়ে কি অনার্স ডিগ্রী নেয় নি?

না, না, ভাই কি যে বলেন
নিজের ফ্ল্যাট-গাড়ি না হলে চলে?
ছেলের দুটোই থাকতেই হবে
এই রাখছি বলে।

মেয়ে কি হাটে বেচব নাকি?
বেশি মোহরানা চাই না।
লাখ পচিশেক হলেই হবে,
কমতো আর স্ট্যাটাসের সাথে যায় না।

ও হ্যা, বলতে ভুলেই গেছি
বয়স কিন্তু বেশি হওয়া চলবে না।
বেশির বেশিতে ত্রিশ
এর উপরে কথা বলবে না।

যদি এনে দিতে পার এমন জামাই
তবেই বাজবে মেয়ের বিয়ের সানাই।

-ছয় ফুট লম্বা, দুধে আলতা রং
বয়সটাও হতে হবে কম।
সাথে চাকরীটা সরকারী
আবার চাই নিজের বাড়ি-গাড়ি।
লাখ পচিশেক দেন মোহরানা
কম মোটেই চলবে না।
এই কি আপনার সামারি?
এমন ছেলে আছে বটে,
তবে চরিত্রে আছে একটু 'বীমারি'।
বেতনের বাইরেও
আছে উপরি আয়।
রাতে একটু বোতল টানে
আর ওসব পাড়ায় যায়।

-আরে, এ আর এমন কি?
বিয়ের আগে আমরাও এসব করেছি।
বিয়ের পরে, সব হয়ে যাবে ঠিক
আগেতো বিয়েটা হয়ে নিক।
গাড়ি-বাড়ি-চাকরি,
এমন ছেলে বাজারে আছে কটা?
এক্ষনি দাও ছেলে ছবি,
সাথে একটা বায়োডাটা।
জলদি করে কথা বলে,
সব ফাইনাল করে আসি।
বোঝইতো একমাত্র মেয়ে
তারে খুব ভালবাসি।

-আমি তুমি আমরা
১৮/০৩/২০২১

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৮

নজসু বলেছেন:



হায়রে দুনিয়া। চরিত্রের মূল্য এখন মূল্যহীন।
দারুণ লিখেছেন। ছন্দে ছন্দে বাস্তবতার বাস্তব চিত্র।
ভালো থাকবেন। নিরন্তর ভালো। শুভকামনা।

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। উত্তর দিতে অনেক দেরী হয়ে গেল। কিছু মনে করেননি আশা করি।

২| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৮

আমি সাজিদ বলেছেন: গোল্ড ডিগার মেয়েতে বাংলাদেশ ভরপুর। সাবধান ভায়া।

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

আমি তুমি আমরা বলেছেন: শুধু মেয়ে না, গোল্ড ডিগার হয় অনেক বাবা-মা ও।

মন্তব্যের জন্য ধন্যবাদ সাজিদ। আশা করি ভাল আছেন। :)

৩| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: জটিল । পাত্র ভয়াবহ তবু কাঙ্খিত। #:-S প্রতিষ্ঠিত পাত্রের দোষ ধরতে মানা :P

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

আমি তুমি আমরা বলেছেন: সেটাই আমাকে অবাক করে। প্রতিষ্ঠা আর সম্পত্তির মূল্য এখন চরিত্রের চাইতে অনেক বেশী।

মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই। শুভকামনা সবসময়। :)

৪| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমনই চলছে এখন। এত এত ছেলে এত এত মেয়ে কিন্তু পাত্র খুঁজলে মিলে না আবার পাত্রী খুঁজলেও মিলে না।

কবিতা মাশাআল্লাহ

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১

আমি তুমি আমরা বলেছেন: এত এত ছেলে এত এত মেয়ে কিন্তু পাত্র খুঁজলে মিলে না আবার পাত্রী খুঁজলেও মিলে না।

সেটাই অবাক কান্ড। ছেলে আছে, মেয়েও আছে, কিন্তু ছেলের মত ছেলে কিংবা মেয়ের মত মেয়ে খুঁজলেও পাওয়া যায় না :(

৫| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্য প্রকাশ। পাঠে অপার মুগ্ধতা।

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার এই মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই :)

৬| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৮

করুণাধারা বলেছেন: ভালো হয়েছে কবিতা, সমাজের ছবি এটা। অর্থ আর ক্ষমতার জোরে দুর্বৃত্তরা সব কিছু হাতের মুঠোয় নিয়ে আসে।

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

আমি তুমি আমরা বলেছেন: অর্থ আর ক্ষমতার জোরে দুর্বৃত্তরা সব কিছু হাতের মুঠোয় নিয়ে আসে।

:(

৮| ০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৪২

ফাহিমা আক্তার বলেছেন: অনেক সুন্দর লিখেছেন পুরো বাস্তবতাটাইকে ফুটিয়ে তুলেছেন। বর্তমানে টাকা থাকলে আগে ২/৩ টা বিয়ে হয়ে থাকলে ও ব্যাপার না।

টাকা যদি থাকে ভারি
মেয়ে মোর করবে বাড়ি-গাড়ি।
যদি থাকে বাড়ি-গাড়ি
মেয়ের সুখ হবে হাড়ি হাড়ি।

০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৫

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ফাহিমা আক্তার।

ভাল থাকুন।শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.