নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

এ-গা-র-ব-ছ-রঃ আমি-তুমি-আমরা নামা

১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩২



এ-গা-র-ব-ছ-র। এক দশক পেরিয়ে আরো এক বছর। এক যুগের চাইতে মাত্র এক বছর কম। এই দীর্ঘ সময় ধরে সামু ব্লগে আছি। এমন না যে নিয়মিত পোস্ট করেছি কিংবা অন্যান্য ব্লগারদের পোস্টে নিয়মিত ইন্টারেকশান হয়েছে, তবুও অনিয়মিতভাবে এই দীর্ঘ সময় ধরে সামুতে আছি-ভাবতেই অবাক লাগে। যেহেতু বর্ষপূর্তি পোস্ট, তাই প্রথমে নিজের ব্লগ পরিসংখ্যান দেখে নেই।





ব্লগ পরিসংখ্যানঃ
• পোস্ট করেছি: ২১৮টি
• মন্তব্য করেছি: ১৬১৯৩টি
• মন্তব্য পেয়েছি: ১১৭৬৭টি
• ব্লগ লিখেছি: ১১ বছর ২ দিন
• অনুসরণ করছি: ২৪৫ জন
• অনুসরণ করছে: ৪২৯ জন
ব্লগটি ৩৫৭৬৪৪ বার দেখা হয়েছে।

২০১৪ সালে নিজের চার বছর পূর্তিতে তখন পর্যন্ত নিজের লেখা ১২২টি পোস্টের সবগুলোর লিংক একসাথে করে বিষয়ভিত্তিক একটা পোস্ট লিখেছিলাম। নিজের ব্লগের সুচীপত্র বলা যেতে পারে। যেহেতু এরপর আরো দীর্ঘ সময় পেরিয়ে গেছে আর এই সাত বছরে আরো কিছু লেখা সামুতে পোস্ট করেছি, তাই সবগুলো লেখার লিংক একত্র করে গুছিয়ে পোস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম বেশ কিছুদিন ধরেই।

যেহেতু সামুতে এখন আর “আমার বিভাগ” অপশনটির অস্তিত্ব নেই, তাই ব্লগাররা নিজের ব্লগবাড়িকে এভাবে সাজিয়ে নিয়ে পাঠক বা ভিজিটরদের বেশ সুবিধা হবে বলেই আমার মনে হয়। প্রত্যেকের ব্লগারকে নিজ নিজ সূচীপত্রমূলক পোস্ট তার ব্লগে পিন করে রাখার সুবিধা দিলে ভিজিটরগণ এক পোস্ট থেকেই ব্লগার সম্পর্কে সহজে একটা ধারণা পাবেন।


তো প্রসঙ্গে ফিরি। যেহেতু বর্ষপূর্তি পোস্ট, তাই প্রথমেই দেখে নেই, আমার বিগত বছরের বর্ষপূর্তি পোস্টগুলো। এখানে উল্লেখ্য যে, বর্ষপূর্তি পোস্ট আমি দেয়া শুরু করে তৃতীয় বছর থেকে, প্রথম দুই বছর আমি কোন বর্ষপূর্তি পোস্ট দেইনি।
১.সামুতে কেটে যাওয়া তিনটি বছর এবং আমি, তুমি কিংবা অন্য কারো না বলা গল্প
২.চা-র-ব-ছ-রঃ একজন সামু গ্রাজুয়েটের গল্প
৩.পাঁ-চ-ব-ছ-র
৪.আমি তুমি আমরা ফিচারিং সামু ব্লগারসঃ অর্ধযুগের প্রেমের গল্প
৫.সা-ত-ব-ছ-রঃ সামুতে আমার বিবর্তনের গল্প
৬.গল্পঃ অসীম শূন্যতার মাঝে (৮ বছর পূর্তি পোস্ট)
৭.বর্ষপূর্তি পোস্টঃ ন-য়-ব-ছ-র
৮.দ-শ-ব-ছ-রঃ আমি-তুমি-আমরা নামাঃ পর্ব-১


সামুতে যারা এখন আমাকে চেনেন, তারা চেনেন মূলত গল্প লেখার কারণে। মানের প্রশ্ন আলাদা, তবে নিজের লেখা প্রতিটি গল্পই আমার অত্যন্ত প্রিয়। তাই পোস্ট শুরু করব নিজের লেখা ছোট এবং বড় গল্পগুলো দিয়ে।সর্বমোট গল্পের সংখ্যা ১৬টি।
১.গল্পঃ যে কারণে ভালবাসি বলা হয় না পর্ব-১ পর্ব-২ পর্ব-৩
২.গল্পঃ তোমার বসন্ত দিনে ... ...
৩.গল্পঃ ভালবাসার বৃষ্টি
৪.গল্পঃ কুয়াশায় ঢাকা গল্প যত
৫.গল্পঃ কিছু ছায়া, কিছু মায়ার গল্প
৬.গল্পঃ ইঁদুর দৌড়
৭.গল্পঃ বাঁধ ভেঙ্গে দাও
৮.গল্পঃ এইসব ভালবাসাবাসি
৯.গল্পঃ একদল ডট ডট এর টুট টুট খাওয়ার গল্প (প্রাপ্তবয়স্কদের জন্য, ১৮+)
১০.গল্পঃ হাইওয়ে
১১.গল্পঃ জঙ্গল বসন্ত
১২.গল্পঃ তামাশা
১৩.গল্পঃ অতিথি
১৪.গল্পঃ জানু, তোমার জন্য... ...
১৫.গল্পঃ আমি তুমি আমরা ফিচারিং হুমায়ূন আহমেদঃ আজ চিত্রার বিয়ে
{**এই গল্পটি লিখেছিলাম হুমায়ূন আহমেদের জন্মদিনে, ট্রিবিউট স্বরূপ। হুমায়ূন আহমেদের লেখা ১১০টি বইয়ের নাম ব্যবহার করা হয়েছিল পুরো গল্পে, সংলাপে কিংবা বর্ণনায়।}
১৬.গল্পঃ কবে হবে কাল, ফুটবে সকাল
{**এই গল্পটি দিয়ে মূলত একটি সিরিজ শুরু করেছিলাম। গানগল্প। কোন একটা গান শুনে মাথায় কিছু দৃশ্য ভেসে ওঠে, তাদেরকে একসাথে করেই একটা গল্প লিখে ফেলা। একটি গান নিয়ে এই গল্পটি লিখেছিলাম, পরবর্তীতে আরো দুটো গান নিয়ে এভাবে গল্প লিখব বলেঠিক করেছিলেম, কিন্তু অলসতার কারণে আর লেখা হয়নি।}


এরপরেই আসবে ভৌতিক বা অতিপ্রাকৃতিক গল্পের কথা। মাঝে কিছুদিন খুব ভৌতিক গল্প লেখার নেশা চেপেছিল, অধিকাংশ গল্প মূলত সেসময় লেখা। আমার ভৌতিক গল্পের মূল বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি ভূত-প্রেত বা অশরীরীরা গল্পের চরিত্রদের দেখা দেয় না। তাই গল্পগুলো পড়ে ভয় পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। ভয় পাওয়াটাতো মূখ্য উদ্দেশ্য নয়, মূখ্য উদ্দেশ্য উপভোগ করা।মোট গল্প ১২টি।
১.পিশাচ কাহিনীঃ রক্তখেকো ডাইনী পর্ব-১ পর্ব-২ পর্ব-৩
২.পিশাচ কাহিনীঃ জানোয়ারের রক্ত (১৮+)
৩.পিশাচ কাহিনীঃ অন্ধকারে বিলীন
৪.পিশাচ কাহিনীঃ হোটেল একশ তলা
৫.পিশাচ কাহিনীঃ একশ তলায় আবার
৬.পিশাচ কাহিনীঃ রাতের আঁধারে
৭.পিশাচ কাহিনীঃ কন্ঠ
৮.পিশাচ কাহিনীঃ অতিথি
৯.পিশাচ কাহিনীঃ কান্নার শব্দ
১০.পিশাচ কাহিনীঃ শয়তানের পাল্লায়
১১.পিশাচ কাহিনীঃ নির্ঘুম রাত
১২.পিশাচ কাহিনীঃ একটি ফটোগ্রাফ


১১ বছরে থ্রিলার লিখেছি সর্বমোট ৩টি।
১.থ্রিলারঃ অপহরণ
২.থ্রিলারঃ ক্যু
৩.থ্রিলারঃ বাতাসে বোমার গন্ধ


থ্রিলারের কথা যখন এলোই, তখন আর সাইকোথ্রিলার বাদ যাবে কেন? ব্লগ জীবনে লেখা সাইকো থ্রিলারের সংখ্যা তিন।
১.সাইকোথ্রিলারঃ আমার সাইকোপ্যাথ বউ
২.সাইকোথ্রিলারঃ আমি অথবা সে কিংবা অন্যকেউ
৩.সাইকোথ্রিলারঃ আমাদের নতুন পুরানো ঘর
৪.সাইকোথ্রিলারঃ একশ তলায় আবার
৫.সাইকোথ্রিলারঃ রাতের আঁধারে


অনেক ভৌতিকগল্প আর থ্রিলার পড়া হয়ে গেল। এবার তাহলে ঘুরে আসি রম্যগল্প বিভাগ থেকে। রম্য গল্পগুলো ছিল মূলত বিভিন্ন প্রচলিত কৌতুকের অ্যাম্পলিফিকেশন।
১.রম্য গল্পঃ তথ্যমন্ত্রীর ঘড়ি
২.রম্য গল্পঃ টিভি অথবা একজন নোয়াখাইল্যার গল্প
৩.রম্য গল্পঃহাসিনা-খালেদা-এরশাদের স্বর্গযাত্রা
৪.রম্যগল্পঃ জন্মদিন

পরবর্তীতে যেসব মৌলিক রম্যগল্প লেখার চেষ্টা করিঃ
১.রম্য গল্পঃ সাহারা খাতুনের ঘড়ি
২.রম্য গল্পঃ আবুল হোসেনের ঘড়ি
৩.রম্য গল্পঃ কালো বিড়ালের ঘড়ি


এবার তাহলে ঘুরে আসি পরমাণু গল্প থেকে। গত কয়েক বছরে লেখা পরমাণু {এর মধ্য কিছু কিছু গল্প আকারের কারণে কারও কারও কাছে পরমাণুর স্থলে অণু মনে হতে পারে} গল্পগুলো প্রকাশ করেছি পরমাণু গল্পসমগ্র শিরোনামে। এখন পর্যন্ত প্রকাশিত পর্বের সংখ্যা ১৪টি।
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
পরমাণু গল্পসমগ্র-১৪

এককালে এই পরমাণু গল্প নিয়ে বেশ জ্ঞানী একটি পোস্ট লিখেছিলামঃ পৃথিবীর সবচেয়ে ছোট ও সেরা গল্পঃ সাথে একটা ফাও
এছাড়া একটি পরমাণু গল্পের কত রকম সমাপ্তি সম্ভব-তা নিয়েও একটি এক্সপেরিম্যান্টাল পোস্ট দিয়েছিলাম। একটি পরমাণু গল্পের সর্বমোট ৬টি ভার্সন যোগ করেছিলাম সেখানে। সেই পরীক্ষামূলক পোস্টটি দেখতে চাইলে ক্লিকান এখানে।


আমার পরমাণু গল্প লেখার শুরুটা মূলত কাহলিল জিবরানের গল্প অনুবাদের মধ্য দিয়ে। তাহলে ঘুরে আসি কাহলিল জিবরানের ক্লাসিক গল্পের দুনিয়া থেকেঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪

এর বাইরে এক পোস্টে অনুবাদ করেছিলাম এমব্রোস বিয়ার্সের চারটি পরমাণু গল্প।
চারটি অনবদ্য ক্লাসিক অনুগল্প


কাহলিল জিবরান অনুবাদ করতে করতে চলে গিয়েছিলাম অনুবাদের দুনিয়ায়। ওই সময়ে অনুবাদ করা মার্কিন সাহিত্যের সেরা কিছু গল্পঃ
১.An Occurrence at Owl Creek Bridge- Ambrose Bierce
২.The Story of An Hour- Kate Chopin
৩.The Open Window-H.H.Munro (Saki)


এই ব্লগে সম্ভবত গল্প নিয়েই আমি পোস্ট বেশি দিয়েছি। বিভিন্ন সময়ে পড়া সেরা গল্পগুলোকে একসাথে করে দিয়েছিলাম গল্প সংকলন পোস্ট।
১.সামুতে আমার পড়া সেরা সব গল্পের সংকলন।
২.সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র।
৩.সামহোয়্যার ইন ব্লগঃ পরমাণু গল্পসমগ্র।
৪.সাম্প্রতিক সময়ে আমার পড়া অসাধারন কিছু ছোট গল্প
৫.ভালবাসার একটি অসাধারন গল্প


সংকলন পোস্টের কথা যখন এলোই, তখন দেখে নেয়া যাক সামু নিয়ে আমার সব সংকলন পোস্টগুলো। এই পোস্টগুলো তৈরী করতে এককালে সামুতে কি পরিমাণ সময় দিয়েছি, এখন ভাবতেই অবাক লাগে।
পর্ব ১- সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২- সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩- সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪- সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫- সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬- সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭- সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮- সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯- সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০- সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১- বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২- সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩- সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব ১৪- ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব ১৫- সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব ১৬- সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব ১৭- সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট

এর বাইরে সামু নিয়ে লেখা অন্যান্য পোস্টঃ
১.সামুতে আমার ও কতিপয় ব্লগারের ভুতূড়ে সমস্যা,সামুর মোবাইল সাইট ও টেকনিক্যাল টীমের কাছে আমার আবেদন
২.ব্লগ কুইজঃ দুই ও প্রায় দেড় লাখ হিট পাওয়া এই চারটি পোস্ট আর ব্লগারের নাম জানেন কি?
৩.সামু ব্লগে আর কত নির্লজ্জ আর বেহায়া দেখব??? মডুরা দয়া করে ব্যবস্থা নিন
৪.আমার পুলার কান্না থামাইতে পারতেছি না।ব্লগার ভাইরা সাহায্য চাই
৫.সামুর যেসব ব্লগার গুপকেশে চুলকানী ও তীব্র প্রসব বেদনায় আক্রান্ত তাদের বলছি
৬.সবার ব্লগ আর্কাইভ বাংলায়, খালি আমারটা হঠাৎ ইংরেজীতে কেন???
৭.অনলাইনে এক "ব্যানড" ব্লগার এবং আমার বিস্মিত হওয়ার গল্প
৮. এই পুস্টখান ব্লগার জাহাজী পুলার লাইগা।আমার সামনে মূলা ঝুলায় রাখা হইল ক্যান??? জাতি জবাব চায়।


ব্লগ জীবনের শুরুতে আমি প্রচুর কৌতুক পোস্ট করতাম। এসব জোক্সের বেশিরভাগই বিভিন্ন সাইট থেকে কপিপেস্ট করা।যদ্দূর মনে পড়ে শুধুমাত্র দুইটা পোস্ট ছিল যেখানে কৌতুকগুলো আমি আগেই কারও কাছে শুনেছিলাম, পরে নিজের ভাষায় ব্লগে লিখেছি। যাদের ১৮+ জোক্সে এলার্জি আছে, তাবা এড়িয়ে যেতে পারেন।
পর্ব ১-কিছু কমন কৌতুক
পর্ব ২- আরও কিছু কমন কৌতুক
পর্ব ৩- এবং কিছু কমন কৌতুক
পর্ব ৪- মাঝরাত্তিরে কমন কৌতুক
পর্ব ৫- আবার কিছু কমন কৌতুক
পর্ব ৬- চরম একখান কৌতুক
পর্ব ৭- ছাগু আর রাজাকারগো লাইগা কৌতুক
পর্ব ৮- আরেকখান চরম কৌতুক
পর্ব ৯- আবার কিছু চরম কৌতুক
পর্ব ১০- সেইরকম একটা কৌতুক
পর্ব ১১-মদনকাণ্ড ও শৌচকর্ম
পর্ব ১২- একজন মানুষের জীবনে যত টেনশন
পর্ব ১৩- কোপাকুপি একখান জুক্স
পর্ব ১৪- হাসিনা-খালেদা-এরশাদের স্বর্গযাত্রা
পর্ব ১৫- অবিশ্বাস্য রকমের দুর্দান্ত ও কোপাকুপি একখান জুক্স
পর্ব ১৬- সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ১৭- মধ্যরাতের মজারু


বুয়েট নিয়ে পোস্ট করা হয়েছে সর্বমোট ১৫টি।
১.বুয়েট তার কৃতি ছাত্রদের কি প্রাপ্য সম্মানটুকু দিয়েছে?
২.একজন বুয়েট ছাত্রের হতাশ হৃদয়ের কিছু কথা
৩.বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
৪.পিশাচ কাহিনীঃ পৈশাচিক প্রতিশোধ
৫.বুয়েটের Kung fu Panda
৬.ভালো থেকো বুয়েট, ভালো থেকো ভিসি! / ভালো থেকো ঘৃণা, ভালো থেকো ছিছি!
৭.সাধারন বুয়েটিয়ানদের বিজয়। আমরা প্রমান করলাম আমরা চাইলেই সব পারি
৮.একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প
৯.প্রসংগ বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
১০.আজব এক ভিসি দেখলাম মাইরি ...
১১.পেইনফুল ক্লাস
১২.যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য
১৩.ছাঁকিব খানের পর বাংলা সিনেমায় নতুন বুয়েটিয়ানের আগমন
১৪.ওরে কেউ আমারে ধর। সামু ব্লগের ইতিহাসের সর্বকালের সেরা ব্লগার(!!!) য়চিনপুর বুয়েট নিয়ে আরেকখান জ্ঞানী পোস্ট প্রসব করেছেন।আসুন তার এসব ব্যাপক জ্ঞানী পোস্ট পড়ি আর বিনুদুন নেই
১৫.এইডা কি ভিডিও দেখলাম বুয়েট স্টুডেন্ট নিয়া? হাসতে হাসতে পুরা মইরা গেলাম


ওই সময়ে আরেকটি সিরিজ শুরু করেছিলাম “অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং” শিরোনামে। ৩ টি পর্ব পোস্ট করার পর আর কন্টিনিউ করা হয়নি।
পর্ব-১.বুর্জ আরবের শীর্ষে টেনিস কোর্ট
পর্ব-২.জার্মানীতে নদীর ওপর নদী
পর্ব-৩.সাগরের বুকে খেয়ালী রাজকুমারের কৃত্রিম দ্বীপ


আর কোবতেগুলোঃ
১.সব ইগনোর
২.সত্যের জয়
৩.নাস্তিকগো লাইগা কিছু অনুকাব্য
৪.অভাগার এক দিন
৫.আমার পরাণ পাখিগুলো ঝগড়া করে
৬.ছাগু এবং নাস্তিক বলদাগো লাইগা অবশ্য পাঠ্য কবিতা
৭.যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য
৮.ভাদা আর দাদাদের গদাম দিনঃ এইটাও একটা ভাদা
৯.ভালোবাসার অনুকাব্য
১০.নুডুলস-পিয়াজ-রসুন এবং ভালবাসার গল্প
১১.আবুল হাসানের মুখোমুখি আবুল মাল ও আবুল হোসেন
১২.বুয়েটের Kung fu Panda
১৩.উন্নয়নের মহাসড়কে আমরা
১৪.পাত্র চাই


বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ
১.ফটো ব্লগঃ আমাদের ভাষা আন্দোলনের কিছু বিরল ছবি
২.নূর মোহাম্মদ শেখঃ বিস্মৃত এক বীরের গল্প
৩.ফটো ব্লগঃ মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ স্থিরচিত্র
৪.জাতীয় স্মৃতিসৌধঃ আমাদের সংগ্রাম ও বিজয়ের প্রতীক
৫.জাতীয় স্মৃতিসৌধঃ আমাদের সংগ্রাম ও বিজয়ের প্রতীক (আপডেটেড)
৬.আসুন বিজয়ের মাসে জানি আমাদের বীর ক্রিকেটারদের কথা
৭.১৯৭১, একজন শহীদ জুয়েল এবং আমাদের আজকের ক্রিকেটারগন
৮.একাত্তরে ছোট্ট শিশুরাও বুঝেছিল স্বাধীনতার মূল্য, আজ স্বাধীন বলেই কি আমরা এর মূল্য বুঝতে পারছি না?
৯.অবশেষে আসছে বাংলাদেশে তৈরী ল্যাপটপ “দোয়েল” ।আসুন জেনে নিই “দোয়েল” সম্পর্কে আর স্বদেশী পন্য কিনে ধন্য হই


সমসাময়িকঃ
১.রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি থাকলেও যেসব কারনে আমি তাদের বাংলাদেশে আশ্রয়দানের বিপক্ষে... ...
২.চোরঞ্জিত-ইলিয়াস-সোহেল তাজের সাম্প্রতিক রাজনীতি এবং চরম ত্যক্তবিরক্ত আমি তুমি আমরা
৩.আসুন শুনি বিশ্বের শীর্ষ ধনীদের গল্প
৪.হ্যাপি বার্থডে ইউটিউব ও সাথে কিছু ঐতিহাসিক ইউটিউব ভিডিও
৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ গুগল ডুডলের জন্য তরুণদের প্রচারণা
৬.৫০ কোটির কোঠা পেরোলো ফেসবুক
৭.কে মিথ্যাবাদী??? প্রথম আলো না কালের কন্ঠ?
৮.এইটা আমি কি দেখলাম? ওবায়দুল কাদের এটা কি কইল?
৯.অবশেষে আসছে বাংলাদেশে তৈরী ল্যাপটপ “দোয়েল” ।আসুন জেনে নিই “দোয়েল” সম্পর্কে আর স্বদেশী পন্য কিনে ধন্য হই
১০."ইডা আর নতুন কি ? যাগো ডারলিং নাই তারা ডারলিং ভাড়া নেয়।" কালে কালে আর কত লাম্পট্য আর নির্লজ্জতা দেখব?
১১.ভাষার মাসে ভাষা নিয়ে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে
১২.ফটোশপের এই যুগে কারে বিশ্বাস করুম?
১৩.এইডা আমি কি দেখলাম?রবীন্দ্রনাথ বাইচা থাকলে শিওর আত্মহত্যা করত


ভাবনা ও প্রতিক্রিয়াঃ
১.ধোঁয়ার রাজ্যে পৃথিবী "লাভ"ময়
২.বয়স কমিয়ে শেষ পর্যন্ত আমাদের ফায়দা কি? আমরা কেন বয়স কমাই?
৩.ক্রাশ খাওয়া এই হৃদয়ের গল্প
৪.qubeeর বাদরামি আর কত সহ্য করব??? সময় এসেছে কিউবিকে গদাম দেয়ার
৫.ভাষার মাসে ভাষা নিয়ে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে


চলচ্চিত্রঃ
আমার চলচ্চিত্র দর্শনঃ আয়নাবাজি


ব্যক্তিত্বঃ
১.আসুন একজন সত্যিকারের নায়ককে দেখি
২.ড. জামাল নজরুল ইসলামঃ আরেকজন কৃতী বাঙ্গালীর বিদায়
৩.কাজী নজরুল ইসলামের একটি মজার ঘটনা


চট্টগ্রামঃ
১.চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি
২. সবাই মিলে কি চাটগাবাসীদের মেরে ফেলবে? শু**র বাচ্চাদের ফাসি দেয়া দরকার
৩. চট্টগ্রামে আবার ফ্লাইওভার ধ্বস ও শতাধিক মানুষের মৃত্যুঃ আমাদের কি বাঁচার অধিকার নেই???


কুইজঃ
১.রাজাকার আর ছাগুগো লাইগা কুইজ
২.ফেসবুকে প্রশ্ন প্রশ্ন খেলা আর বাঙ্গালীর গনিত জ্ঞানের ঠেলা
৩.একটি দূর্দান্ত গাণিতিক সমস্যা
৪.চমৎকার তিনটি ধাধাঃ পারলে জবাব দিন
৫.চমৎকার কিছু ধাধাঃ পারলে জবাব দিন-২


ফটোগ্রাফী ও ছবিব্লগঃ
১.ফটো ব্লগঃ পূর্নিমা রাতে, ফানুস আর বাজির ঝলকানিতে
২.ছবি একটাই-অসংখ্য প্রোফাইল। আসুন দেখি লুল ফালানো ফেক প্রোফাইল
৩.দিকে দিকে উঠেছে রব, এবার হবে পাকিস্তান বধ
৪.ফটো ব্লগঃ পৈশাচিক বিনোদন-১
৫.ফটো ব্লগঃ পৈশাচিক বিনোদন-২
৬.ফটো ব্লগঃ পৈশাচিক বিনোদন-৩
৭.ফটো ব্লগঃ পৈশাচিক বিনোদন-৪


অন্যান্যঃ
১.প্রসংগ ভাদাঃ নূন্যতম দেশপ্রেম না থাকলে এই পোস্টে ঢোকার দরকার নাই
২.ভাদা আর দাদাদের গদাম দিনঃ এইটাও একটা ভাদা
৩.ঐতিহাসিক দিনে ছাগলগুলার ঐতিহাসিক বলদামী আর কত???
৪.শালার ছাগুগুলা আর মানুষ হইল না। মেজাজ পুরাই বিলা হইয়া গেল
৫.১৪ জনের ভারতকে হারিয়ে জিতল ১১ জনের বাংলাদেশ


দশবছর পূর্তিতে সামুতে আমি-তুমি-আমরা নামা শিরোনামে একটি নতুন সিরিজ শুরু করে। আজকের পোস্টটি তারই তৃতীয় পর্ব।
আমি-তুমি-আমরা নামাঃ পর্ব-১
আমি-তুমি-আমরা নামাঃ পর্ব-২
আমি-তুমি-আমরা নামাঃ পর্ব-৩

সবশেষে সামুতে লেখা আমার প্রথম পোস্টঃ প্রথম পোস্ট

সকলকে ধন্যবাদ।
হ্যাপী ব্লগিং :)



মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: দীর্ঘ ইতিহাস দেখলাম ও ভালো লাগলো।হরেক রকমের লেখা লিখেছেন,কামনা করছি আরো লিখুন,পাঠকদের সমৃদ্ধ করুন।

১৯ শে জুন, ২০২১ রাত ৮:০৭

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ কামাল১৮।

ভাল থাকুন।
শুভকামনা রইল :)

২| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:০৯

মিরোরডডল বলেছেন:


কংগ্রেচুলেশন্স !
এতো দেখছি বিশাল কন্ট্রিবিউশন !
আরও ১১ বছর এভাবে চলুক ।





১৯ শে জুন, ২০২১ রাত ৮:১৩

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ মিরোরডডল।

আশা করি ভাল আছেন। শুভকামনা রইল :)

৩| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:৪৩

আরইউ বলেছেন:


বেশ সুন্দর করে আপনার পোস্টগুলো গুছিয়েছেন।
আমি ৩৭ লাখ হিটের মো: লুৎফর এর নামটা মনেই করতে পারছিলামনা; এই পোস্টের সৌজন্যে লিংক ধরে খুঁজে পেয়েছি। আপনার পোস্টগুলো পরলে ইদানিংকালের ব্লগাররা অনেক কিছু জানতে পারবে।
অভিনন্দন। ভালো থাকুন!

১৯ শে জুন, ২০২১ রাত ৯:০১

আমি তুমি আমরা বলেছেন: আমার পোস্ট সাজানো আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশী হলাম। :)

আমি এখনও বুঝি না, সামুতে ঠিক কি ধরণের বাগের কারণে শুধুমাত্র ব্লগার মোহাম্মদ লুৎফর এর হিট ৩৭লাখ+ দেখাত। এনি আইডিয়া?

৪| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:৪৯

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন। শুভকামনা সবসময়।

১৯ শে জুন, ২০২১ রাত ৯:০৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সাজিদ। আপনার এক দশক পূর্তি পোস্টেও অভিনন্দন জানানোর আশাবাদ ন্যক্ত করে গেলাম। :)

৫| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,




আমি তুমি আমরা নামা ।
ব্লগের ঢেউ সাগরে পাড়ি দিয়ে এগারো বছর পেরুনো কম কৃতিত্বের নয়! অভিনন্দন।
সামনের বছরে "আমি তুমি আমরা নামা"র পরিধি আরো বিশাল হয়ে উঠুক। ।

১৯ শে জুন, ২০২১ রাত ৯:১৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনারও ব্লগে এক দশক পেরিয়ে গেছে, আমরা দুজন বলতে গেলে ব্লগের একই সময়ের সাক্ষী।

ভাল থাকুন প্রিয় ব্লগার। ফেসবুক আর ইউটিউবের আগ্রাসনকে জয় করে আগামীতে সামুর পরিধি আরো বিশাল হয়ে উঠুক-এই কামনাই করি। :)

৬| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:৩৩

আরইউ বলেছেন:


লেখক বলেছেন: আমার পোস্ট সাজানো আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশী হলাম। :)

আমি এখনও বুঝি না, সামুতে ঠিক কি ধরণের বাগের কারণে শুধুমাত্র ব্লগার মোহাম্মদ লুৎফর এর হিট ৩৭লাখ+ দেখাত। এনি আইডিয়া?


মো: লুৎফরের বিষয়টা আমি বুঝিনি, বাগ সম্পর্কে আমার কোন ধারণা নেই। অটো রিফ্রেশের কোনো স্ক্রিপ্ট চালাতো নাকী ভদ্রলোক তার পোস্টে!!

১৯ শে জুন, ২০২১ রাত ৯:৪৬

আমি তুমি আমরা বলেছেন: অটো রিফ্রেশার বোধহয় না। আমি প্রথম যে পোস্ট থেকে ৩৭ লাখ হিটের কথা জেনেছিলাম (পোস্ট কিংবা পোস্টদাতা-কারো নামই এ মুহূর্তে মনে নেই) সেখানে লেখক লূতফর রহমানের প্রতিটি পোস্টের হিট আলাদা আলাদা করে দেখিয়েছিলেন। সবগুলো পোস্টের সম্মিলিত হিট এক লাখের কম ছিল (স্মৃতি থেকে লিখছি-সংখ্যাটা কম-বেশি হতে পারে)। তবুও ব্লগের সম্মিলিত হিট কিভাবে ৩৭ লাখ ছাড়িয়ে গেল-তার কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা আমি পাইনি।

৭| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:৫৪

আরইউ বলেছেন:



টোটাল ভিউ কাউন্টে তো শুধু পোস্টের ভিউ কাউন্ট হয়না। তাই মোট ভিউ কাউন্ট ইন্ডিভিজুয়াল পোস্টের ভিউ কাউন্টের সমান হবেনা।

১৯ শে জুন, ২০২১ রাত ১০:০১

আমি তুমি আমরা বলেছেন: টোটাল ভিউ কাউন্টে তো শুধু পোস্টের ভিউ কাউন্ট হয়না।

তা জানি। তবে কোন ব্লগারের প্রতিটি পোস্টের ইনডিভিজুয়াল হিটের যোগফল আর ওই ব্লগের মোট হিট কাউন্ট কাছাকাছি হওয়ার কথা। হয়ত ৫%-১০% ডেভিয়েশন হতে পারে। এর চেয়ে বেশি হলে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে না। অন্তত আমার কাছে নয়।

৮| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:০৮

অদ্ভুত_আমি বলেছেন: একাদশ বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P !:#P !:#P

১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অদ্ভুত_আমি :)

৯| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:১১

আখেনাটেন বলেছেন: অভিনন্দন যুগ পার করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য। :D


আপনার আগের লেখার সাথে পরিচিত নই....তবে এখনকার পরমাণু গল্পগুলো বেশ লিখছেন........ :)

এই পথচলা আরো দীর্ঘ হোক........এই কামনা.......

১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আখনোটেন। পুরনো লেখাগুলো দেখতে পারেন, অল্প বয়সে লেখা, মাঝে মাঝে আমি নিজেও পড়তে পড়তে হাসি।

আমিও চাই এই পথচলা আরো দীর্ঘ হোক, সেই পথচলায় আপনাদেরকে সাথী হিসেবে যেন পাই।

ভাল থাকুন।শুভকামনা রইল। :)

১০| ২০ শে জুন, ২০২১ রাত ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।

২২ শে জুন, ২০২১ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১১| ২০ শে জুন, ২০২১ রাত ২:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: শুভ কামনা রইলো। আগামীতো আরো ভালো কিছু লিখে সামুর পাতা সমৃদ্ধ করবেন সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।

২২ শে জুন, ২০২১ রাত ১২:০৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার এই মন্তব্যটির জন্য আপনাকে ধন্যবাদ, ইফতেখার ভূইয়া।

ভাল থাকুন, শুভকামনা রইল। :)

১২| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

ভুয়া মফিজ বলেছেন: এ-গা-র-ব-ছ-র..........আমি তো এই পর্যন্ত যাওয়ার আগেই মমি হয়ে যাবো। সামু যদি কোন মিউজিয়াম চালু করে, আমাকে সেখানে পাবেন!! :P

যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা রইলো। সামুতে দেড়যুগ পার করার আবেদন থাকলো। :)

২২ শে জুন, ২০২১ রাত ১২:০৭

আমি তুমি আমরা বলেছেন: জানি না, দেড়যুগ পর সামু থাকবে কিনা? কিংবা আমি থাকব কিনা? যদি দুজনেই থাকি, তবে এই প্ল্যাটফর্মে আপনার সাথে দেখা হবে, ইন শা আল্লাহ। :)

১৩| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:০০

করুণাধারা বলেছেন: এগারো বছরে অনেক ধরণের পোস্ট দিয়েছেন, এমনকি আপনার লেখা গল্পগুলোর আকার- প্রকারে বৈচিত্র্য লক্ষনীয়। তবে আপনার সংকলন পোস্টগুলো অনন্য, অসাধারণ পোস্ট।

আরো অনেক বছর বর্ষ পূর্তি পোস্ট লিখে চলুন, শুভকামনা রইল।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনারও প্রায় ৫ বছর হয়ে এল। আশা করি আপনার কাছেও বর্ষপূর্তি পোস্ট পাব। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.