নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
ছবিঃ Todor Tsvetkov/Getty Images
-ইন্সপেক্টর সাহেব, আমি আমার ছেলেকে ফেরত চাই। মহিলা কেঁদে উঠলেন।
-ম্যাম, একটু শান্ত হোন। ইন্সপেক্টর মাসুম শান্ত করার চেষ্টা করলেন মিসেস আমজাদকে।
-ওরা আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর আপনি আমাকে বলছেন শান্ত হতে?
-ম্যাম, এরকম পরিস্থিতিতে উত্তেজিত হয়ে কিছু করতে গেলে বিপদ শুধু বাড়ে, কমে না। আসুন, আবার প্রথম থেকে শুরু করা যাক। কখন বুঝতে পারলেন আপনার ছেলে কিডন্যাপ হয়েছে?
-বারটার আশেপাশে। স্কুলে গিয়েছিলাম ওকে আনতে। ও ছিল না সেখানে।
-স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন নি?
-ওর ক্লাস টিচার, স্কুলের প্রিন্সিপাল-সবার সাথেই বলেছি। ও নাকি ছুটির পর অন্য সবার সাথে ক্লাস থেকে বেরিয়ে গেছে-ক্লাস টিচার এর চেয়ে বেশি কিছু জানেন না।
-আচ্ছা, গত দেড় বছর ধরেইতো সব শিক্ষা প্রতিষ্টান বন্ধ। ওদের স্কুল শুরু হয়েছে কবে থেকে?
-শনিবার থেকে। সপ্তাহে দুদিন করে ক্লাস হচ্ছে।
-শাকিরের ক্লাস কোন কোন দিন থাকে?
-শনি আর মঙ্গলবার।
-আজ মঙ্গলবার। তারমানে হয়ত শনিবার পুরো স্কুল ঘুরে প্ল্যান করে আজ এক্সিকিউট করেছে।ওর বয়স কত?
-দশ বছর। ক্লাস ফোরে পড়ে।
-ও কি নিজে নিজে আসা যাওয়া করে?
-না। সকালে ড্রাইভার দিয়ে আসে, দুপুরে আমি আনতে যাই।
-সকালে যান না কেন?
-আমার ঘুমে সমস্যা আছে। ঘুমাতে রাত হয়, তাই সকালে উঠতে পারি না।
-আপনাদের ড্রাইভার কেমন? বিশ্বস্ত?
-হ্যা, অনেকদিন ধরে আছে। আমার স্বামী যখন ছোট ছিলেন, তখন থেকেই। পঁচিশ-ত্রিশ বছর হবে প্রায়।এ কথা কেন বলছেন?
-আসলে পুলিশের চাকরি করিতো, তাই সব এঙ্গেল বিবেচনা করতে হয়। সেসব থাক, তো স্কুলে ছেলেকে না পেয়ে কি করলেন আপনি?
-ওর মোবাইলে কল করলাম।আমাদের বুয়া রিসিভ করল।
-মানে?
-সকালে তাড়াহুড়ায় ও বাসায় মোবাইল ফেলে গিয়েছিল।
-হুম। তারপর কি করলেন?
-আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। আমার ছেলেটা একটু এডভেঞ্চার প্রিয়, খুব টিনটিন পড়ে। ভাবলাম আবার একা একা বাসায় চলে আসার প্ল্যান করেছে কিনা।
-তারপর?
-বাসায় এসে ঘন্টাখানেক অপেক্ষা করলাম। আমার ছেলেটা ফিরে আসে নি। বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়লেন মিসেস আমজাদ।
-আপনার স্বামীকে দেখছি না? অফিসে?
-নাহ, ব্যবসার কাজে দুদিন আগে বাইরে গেছেন।
-উনাকে জানাননি?
-নাহ, উনি হার্টের পেশেন্ট। জানলে সহ্য করতে পারবে না।
-ওহ। তা শেষ পর্যন্ত কিভাবে শিওর হলেন যে শাকির, মানে আপনার ছেলে অপহৃত হয়েছে?
-দুইটার দিকে একটা ফোন এসেছিল। বলল, শাকির ভাল আছে। যদি ওদের কথামত চলি, তাহলে ওকে নিরাপদেই ফিরে পাব।
-ওরা? তারমানে একাধিক লোক?
-জানি না। ফোনেতো একজনই কথা বলেছে।
-কিসে ফোন করেছিল? মোবাইলে?
-নাহ, ল্যান্ডফোনে।
-কোন দাবী দাওয়া জানিয়েছে?
-নাহ, শুধু বলেছে আবার ফোন করবে।
-এটা কখনকার ঘটনা?
-বললাম না, দুইটার সময় ফোন করেছিল।
-ওহ, ঠিক খেয়াল করতে পারিনি। আপনি তারপর কি করলেন?
-আপনার সাথে যোগাযোগ করলাম। আর কি করব-বুঝতে পারছিলাম না।
-আপনি ঠিক কাজই করেছেন। এখন তিনটা বাজে। তারমানে এক ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে আর ফোন এসেছে?
মিসেস আমজাদ না-সূচক মাথা নাড়লেন। তারা মাথা নাড়ানো শেষ হওয়ার আগেই ফোনটা বেজে উঠল।
-ফোনটা রিসিভ করুন। আর স্পীকারটা অন করে রাখুন। মাসুম সাহেব বললেন।
-হ্যা…এ…এ…লো। স্পীকারটা অন করে কাঁপা কাঁপা কন্ঠে বললেন মিসেস আমজাদ।
-আমি জানি, আপনি পুলিশে খবর দিয়েছেন। কাজটা ভাল করেন নি। যাই হোক, বেশি কথা বলব না, সরাসরি পয়েন্টে আসি। আমাদের দাবী বেশি না, জাস্ট বিশ লাখ। আমি জানি, এটা আপনার জন্য কোন ব্যাপার না। টাকা রেডি রাখুন। কখন, কোথায় পৌছে দেবেন-সেটা নেক্সট কলে জানাব।
মিসেস আমজাদ কোন কথা বলার সুযোগ পেলেন না, তার আগেই কল কেটে গেল।
-এখন কি হবে? আবার কান্নায় ভেঙ্গে পড়লেন মিসেস আমজাদ।
-শান্ত হোন, মিসেস আমজাদ। কন্ঠ শুনে মনে হচ্ছে, ছেলেটার বয়স আঠার বিশ বছরের বেশি হবে না। প্রফেশনাল না সম্ভবত। নাটক সিনেমা দেখে যা শিখেছে, সেভাবেই মুখস্থ ডায়লগ ডেলিভারী দিয়ে দিয়েছে।
-কিন্তু ও তো স্পষ্ট করেই বলল, সে জানে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছি।
-দেখুন মিসেস আমজাদ, আপনারা ধনী পরিবার। আপনাদের ছেলে কিডন্যাপড হয়েছে। যেকোন পরিবার এ অবস্থায় যে কাজটা সবার আগে করবে, সেটা হচ্ছে পুলিশে খবর দেয়া। এটা কমন সেন্সের ব্যাপার। ছেলেটা জেনে বলেনি, আন্দাজে ঢিল ছুড়েছে। আর কথার টোন শুনে শিক্ষিত ঘরের ছেলে বলেই মনে হচ্ছে।
-এত শিওর হচ্ছেন কিভাবে?
-দেখুন গত এক মাসের ভেতর এই এলাকায় আরও দুটো অপহরণের ঘটনা ঘটেছে, যেগুলো আমি হ্যান্ডেল করেছি। কিডন্যাপারের প্রথমেই নিজের কথার সত্যতা প্রমাণের জন্য ভিক্টিমকে নির্যাতন করে তার চিৎকার অপরপক্ষকে শোনায়। এতে সে যে সত্যিই অপহরণ করেছে , সেটাও প্রমাণিত হয়, আবার অপরপক্ষকে মানসিকভাবে দূর্বল করে ব্যাকফুটে পাঠানো যায়।
-আপনার পয়েন্টটা কি?
-পয়েন্ট হচ্ছে বেশি সময় ধরে ফোনে কথা বললে আমাদের পক্ষে ফোন লোকেট করাটা তূলনামূলকভাবে ইজি হয়ে যায়।আগের দুটো কেসেই কিন্তু আমরা ফোন থেকে অপরাধীর লোকেশান বের করতে পেরেছিলাম। এই ছেলে সেটা করেনি। সে সরাসরি কাজের কথা বলে ফোন ডিসকানেক্ট করে দিয়েছে, সময় নষ্ট করেনি।
-তাহলেতো এই ছেলে প্রফেশনালি বিহেভ করেছে, আপনি ওকে আনপ্রফেশনাল বলছেন কি হিসেবে?
-প্রফেশনালি না, স্মার্টলি বিহেভ করেছে। সম্ভবত হলিউডি থ্রিলার বেশি বেশি দেখার ফল।
-মানে কি?
-দেখুন, এইসব কাজ রিস্কি। যদি কিডন্যাপার আগে থেকেই প্রমাণ করতে পারে আপনার কাছে তার ছেলে বন্দী আছে, তাহলে আপনি প্রতিটা পদক্ষেপ নেবেন ভয়ে ভয়ে। ভয় পেয়ে পুলিশে যোগাযোগ না করে সরাসরি টাকা দিয়ে আসার সম্ভাবনাই বেশি, কারণ আপনি অলরেডি জানেন তার কাছে আপনার ছেলে আছে এবং তাদের কথা না শুনলে ছেলের সমূহ বিপদ। এটা কিডন্যাপার সাইকোলজি।নিজের সেফটি এনশিওর করা। এক্ষেত্রে ছেলেটা সেটা করেনি। তারমানে রিস্ক মিনিমাইজেশনের ব্যাপারটা তার বা তাদের মাথায় নেই। আনপ্রফেশনাল বলেই হয়ত।
-বুঝলাম। তো এখন কি করতে বলছেন?
-আমার ধারণা, ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে কোথায়, কিভাবে টাকা নেবে-সে ব্যাপারে। হয়ত আগামী কয়েক মিনিটের মধ্যেই ওর ফোন পাবেন।
-এখন আমার করণীয় কি?
-প্রথমেই নিশ্চিত হওয়া যে, আসলেই ওদের কাছে আপনার ছেলে আছে কিনা। এবার ফোন করলেই বলবেন, আপনি শাকিরের সাথে কথা বলতে চান।
-যদি ওরা না দেয়?
-আপনি বার্গেনিং করবেন। বলুন, কথা না বলে আপনি টাকা দেবেন না।
-ওরা মানবে?
-দেখুন, যেহেতু অপরাধ করে টাকা কামাতে চাইছে, তারমানে ওরা ডেসপারেট। ওদেরকে আপনি যত পুশ করবেন, তত ওদের ভুল চাল দেয়ার সম্ভাবনা বাড়বে। ওদের ভুল চাল মানেই আমাদের সুবিধা।
-তাহলে…
মিসেস আমজাদ তার কথা শেষ করতে পারলেন না, তার আগে ল্যান্ডফোনটা বেজে উঠল।
-হ্যালো।ভয়ে ভয়ে বললেন মিসেস আমজাদ।
-বিকাল পাঁচটার মধ্যে টাকা চাই।
-কিন্তু আমার কাছে এত টাকা নেই এই মুহূর্তে। তিনটা বেজে গেছে এরইমধ্যে, এত স্বল্প সময়ে এতগুলো টাকা আমি কোথায় পাব?
-সে আপনার মাথা ব্যাথা। আমি জানি, আপনি পারবেন।
-আমার একটা শর্ত আছে।
-আপনার আবার কিসের শর্ত?
-আগে আমি আমার ছেলের সাথে কথা বলব।
-সেটা সম্ভব না।
-না কেন? তাহলে কিভাবে বুঝব তুমি সত্য বলছ?
-তাহলে আপনার ছেলেটা কোথায়? বেডরুমে ঘুমাচ্ছে? ওপাশ থেকে বিশ্রী হাসি শোনা যায়।
-কথা না বলে আমি টাকা দেব না।
-ঠিক আছে, না দেন। কাল সকালে শহরের কোন একটা নালা কিংবা ডাস্টবিন থেকে ছেলের লাশ কালেক্ট করে নেবেন তাহলে।
অপরপাশ থেকে ফোন ডিসকানেক্টেড হয়ে গেল।
-এখন কি হবে? আবার কান্নায় ভেঙ্গে পড়েন মিসেস আমজাদ।
-একটু শান্ত হোন।
-ওরা যদি সত্যিই আমার ছেলেটাকে মেরে ফেলে?
-হুম, ব্যাটাকে যতটা আনপ্রফেশনাল ভেবেছিলাম, ততটা সে নয়। শাকিরের কন্ঠ শোনায় নি, জানে ফোনকল লম্বা হয়ে গেলে আমরা ট্রেস করে ফেলব। এখন সে উলটো আমাদেরকেই চাপে ফেলে দিয়েছে।
-কিন্তু আমার ছেলের কি হবে? ওকে কি ওরা মেরে ফেলবে?
-খুন করা এত সহজ ব্যাপার না। দেখুন বাচ্চা ফেরত পেলে অনেক পরিবারই মামলা নিয়ে এগোতে চায় না। কিন্তু একবারে খুন করে ফেললে অনেক ঝামেলা। লাশ ডিসপোজ করার ঝামেলা, আবার অপহরন-হত্যা মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো। পুলিশও এদের পিছে লেগে থাকে। তাই একেবারে বাধ্য না হলে কোন অপহরণকারীই খুনের দিকে যেতে চায় না। এতে তার নিজের বিপদই বাড়বে।
-কিন্তু…
-কোন কিন্তু নয়। আমার ধারণা আবার ফোন আসবে। এবার আর বেশি কথা বাড়ানোর প্রয়োজন নেই। টাকার পরিমাণ, সময় আর ডেলিভারী লোকেশান কনফার্ম করুন।
ইন্সপেক্টর মাসুমের অনুমানকে সত্য প্রমাণ করে মিনিটখানেকের মধ্যেই আবার ফোনটা বেজে উঠল।
-যা বলব, মনযোগ দিয়ে শুনুন।বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছে, টি-টোয়েন্টি।আপনার ছেলের জীবনের দামও তাই টোয়েন্টি। যতক্ষণ বাংলাদেশের ইনিংস চলছে, তার মধ্যেই স্টেডিয়ামে এসে টাকা ডেলিভারী দিয়ে ছেলেকে নিয়ে যাবেন। আপনার ছেলে গ্যালারীতেই থাকবে। নো হাংকি পাংকি। তাহলে ছেলের উইকেট এক্কেবারে ডাউন। কোন রিভিউ নেয়ার সুযোগ পাবেন না।
কল কেটে গেল।
-এখন উপায়?
-আমাদেরকেও খেলতে হবে। টিভিটা অন করুন।
টিভিটা অন করতেই দেখা গেল, খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ ব্যাট করছে, ইতিমধ্যেই কয়েক ওভার চলে গেছে।
-শালার জীবনেও যেই দল টসে জিতে না, তারাই আজকে টসে জিতে আগে ব্যাট নিয়ে নিল। মাথায় হাত দিয়ে বসে পড়লেন ইন্সপেক্টর মাসুম।
-কি হল? ব্যাপার বুঝতে না পেরে জানতে চাইলেন মিসেস আমজাদ।
-কিডন্যাপারের কথা শোনেননি? যতক্ষণ বাংলাদেশের ইনিংস চলবে, তার মধ্যেই ওকে টাকা দিতে হবে। এখান থেকে স্টেডিয়াম কতদূর?
-বেশি দূর না।
-আপনার কাছে বিশ লাখ টাকা আছে এই মুহূর্তে?
-বাসার সেফে সাত-আট লাখ টাকা থাকার কথা। বাকিটা ব্যাংক থেকে তুলতে হবে।
-তাহলে যদি ব্যাংকে চলুন। সাড়ে তিনটা বাজে প্রায়, আর আধ ঘন্টা পরে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে।
-সেকি, পুলিশের কোন টিম যাবে না আমাদের সাথে?
-আপাতত না।
-কেন?
-দেখুন, বাংলাদেশের ইনিংসের বেশি কিন্তু বাকি নাই। তারমানে হাতে সময় বেশি নেই। আমাদের এখন ব্যাংক থেকে টাকা তুলে স্টেডিয়ামে যেতে হবে। তারপর শাকিরকে উদ্ধার আর কিডন্যাপারদের ধরার প্রশ্ন। আমাকে এখন ফোর্স নিতে হলে সাদা পোশাকে টীম ম্যানেজ করতে হবে, তারপর প্রোপার প্ল্যানিং, পজিশনিং আর এক্সেকিউশনের ব্যাপার আছে।প্ল্যানিং-এ কোন ভুল হওয়া চলবে না, নাহয় কিডন্যাপার সতর্ক হয়ে যাবে, শাকিরের বিপদ বাড়বে তাতে।
-যদি কিডন্যাপারদের বড় দল হয়? আপনি একা সামলাতে পারবেন?
-আসলে করোনার এই সময়ে আমরা খুব বিপদে আছি। একদিকে লকডাউন এনশিওর করার জন্য আমাদের বেশির ভাগ সদস্যকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বাকিদের একটা বড় অংশ অস্ট্রেলিয়া দলের নিরাপত্তায় নিয়োজিত। এই মুহূর্তে সাথে চাইলেও ফোর্স পাব না।
-তাহলে?
-আপাতত আমিই যাচ্ছি আপনার সাথে। তারপর নাহয় অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া যাবে।
দুই
-সব ঠিক আছে? পেছন ফিরে জানতে চাইলেন ইন্সপেক্টর মাসুম।
-হ্যা। ছোট্ট করে জবাব দিলেন মিসেস আমজাদ।
-টাকাটা আরেকবার গুণে দেখবেন?
-দেখেছি। একহাজার টাকার বান্ডিল সব, প্রতি বান্ডিলে একশটা করে নোট, মোট বিশ বান্ডিল। বলতে বলতে টাকা ভর্তি কালো ব্যাগটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন মিসেস আমজাদ। আমার শাকির।
ইন্সপেক্টর মাসুম কিছু বললেন না। মোবাইলটা বের করে স্কোর দেখে নিলেন। সতের ওভার চলে গেছে, আর তিন ওভার বাকি। তিন ওভার মানে তিন গুণ পাঁচ অর্থাৎ পনের মিনিট আছে হাতে।
সামনে ফিরে চুপচাপ ভাবতে শুরু করলেন মাসুম। বাসার সেফে ছয় লাখ টাকা ছিল। ব্যাংকে যাওয়ার পর তেমন কোন ঝামেলা হয়নি। মিসেস আমজাদ বড় ক্লায়েন্ট। একটা চেক দেওয়ার সাথেসাথেই ওরা বাকি টাকা বের করে দিয়েছে। ম্যানেজার রুমে নিয়ে চা-নাস্তার দাওয়াত দিয়েছিল, তবে মিসেস আমজাদ সময় নষ্ট করতে রাজি হননি।
-ড্রাইভার সাহেব।
-জ্বি স্যার।
-স্পীড বাড়ান। আমাদের তাড়াতাড়ি পৌছাতে হবে।
ড্রাইভার কোন জবাব দিল না, নীরবে এক্সেলেরেটরে চাপ বাড়াল। সরু রাস্তার বুক চিরে ল্যান্ডক্রুসারটা উড়তে শুরু করল।
-মাসুম সাহেব।
-জ্বি।
-আমাদেরতো টিকেট কাটা নেই। স্টেডিয়ামে ঢুকব কিভাবে?
-সমস্যা নেই, পরিচিত কলিগ আছে। আমি কথা বলে রেখেছি, সমস্যা হবে না।
মিসেস আমজাদ চুপ হয়ে গেলেন।
পরবর্তী দুই মিনিট নীরবেই কেটে গেল।
-স্যার, আইসা পড়ছি।
মিসেস আমজাদ আর ইন্সপেক্টর মাসুম, দুজনেই নেমে পড়লেন গাড়ী থেকে।
-এখন? জানতে চাইলেন মিসেস আমজাদ।
-আসুন, ভেতরে ঢুকি।
মাসুম সাহেবের পিছু পিছু স্টেডিয়ামে ঢুকলেন মিসেস আমজাদ।
-এবার?
চারিদিকে তাকালেন ইন্সপেক্টর মাসুম। এই করোনাকালে পুরো গ্যালারী যেন ধু ধু মরুভূমি, শুধু ভিআইপি গ্যালারীতে কয়েকজনকে দেখা যাচ্ছে।
ওরা কারা?
গলায় ফিতা ঝুলছে প্রত্যেকেরই। দল কিংবা স্টেডিয়ামের কর্মকর্তা হবে হয়ত।
তার মাথায় চিন্তার ঝড় চলছে। একেতো করোনার এই সময়ে মাঠে কোন দর্শকের প্রবেশাধিকার নেই, তারওপর দলটার নাম অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কড়াকড়ি হচ্ছে। এর মধ্যে সবার চোখকে ফাঁকি দিয়ে কিডন্যাপার একটা বাচ্চাকে নিয়ে স্টেডিয়ামে ঢুকবে কিভাবে? তাছাড়া টাকাভর্তি ব্যাগ নিয়ে সে বেরোবেই বা কি করে?
একটাই উপায় আছে, হয় স্টেডিয়াম কিংবা বোর্ডের কোন কর্মকর্তা বা কর্মচারী এর সাথে জড়িত। এদের সাহায্য ছাড়া কিডন্যাপারের পক্ষে কোনভাবেই তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।
কিন্তু সেই লোকগুলো কারা?
গলায় ফিতা ঝুলানো ওই লোকগুলো?
-আমার শাকির কোথায়? কোনরকমে কান্না আটকে রেখেছেন মিসেস আমজাদ।
মাসুম কোন জবাব দিলেন না। বলা ভাল, কোন জবাব খুঁজে পেলেন না। তাকালেন স্কোরবোর্ডের দিকে। ঊনিশ ওভার শেষ হল। লাস্ট ওভারে বাংলাদেশের বিশ রান প্রয়োজন।
বিশ রান প্রয়োজন মানে? বাংলাদেশ কি তবে প্রথমে ব্যাট করেনি? চেজ করছে? এত বড় দেখার ভুল তার হল কি করে?
শীট। আর মাত্র এক ওভার পরেই খেলা শেষ। তারপরেই পুরো স্টেডিয়াম এমনিতেই খালি হয়ে যাবে। ইনিংস শেষে কি শাকিরকে খুন করবে ওরা?
-ম্যাম।
-বলুন।
-ভিআইপি গ্যালারীতে ওরা যেতে পারবে না। সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। আবার এই করোনার মধ্যে খালি গ্যালারীতেও বসে থাকলেও সবার চোখ পরে যাবে।
-তাহলে?
-বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কখনো আগে খেলা দেখেছেন?
-একবার এসেছিলাম শাকির আর ওর বাবার সাথে। ভিআইপি গ্যালারীর টিকেট পাইনি, আমরা বসেছিলাম স্টেডিয়ামের একেবারে শেষ মাথার গ্যালারীটায়।
-তাহলে ওদিকেই চলুন।
-কেন?
-পুরো গ্যালারীটাই খালি। এখন গ্যালারীতে আসলে ক্যামেরার সামনে পড়ে যাবে, আন্ডিটেক্টেড থাকবে না। মনে হচ্ছে ইনিংস শেষে সব ক্যামেরা যখন মাঠে খেলোয়ারদের ওপর ফোকাস করবে তখনই ওরা বের হবে। এমন কোন জায়গায় ওরা থাকতে চাইবে, যেটা তুলনামূলকভাবে নিরাপদ। শাকির যেহেতু ওখানে আগে খেলা দেখেছে, তাই জায়গাটা ওর চেনা। এখানে ওর প্যানিকড হওয়ার সম্ভাবনা একটু হলেও কম থাকবে। আর জায়গাটাও এক্সিট গেইটের কাছে, কিডন্যাপারের জন্য নিরাপদ।
-তাহলে?
-আপনি টাকার ব্যাগ হাতে এগিয়ে যান, আমি চোখ রাখছি।
-আপনি আসবেন না?
-আমিও আসছি পেছন পেছন, একটু দূর থেকে, যাতে ওরা বুঝতে না পারে। শাকিরকে দেখলেই ওকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাবেন।
-কেন? গুলি করবেন নাকি?
-নাহ। পুলিশ হতে পারি, কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিরিজে স্টেডিয়ামে এসে গুলি চালানোর মত দুঃসাহস করাটা বোকামী না, বড় ধরণের ভুল হবে। স্পেশালি দলটা যখন অস্ট্রেলিয়া। কত কাহিনী করে ওদেরকে এবার বাংলাদেশে আনতে হয়েছে-জানেন? স্টেডিয়ামে গোলাগুলি হলে চাকরীও চলে যেতে পারে।
আর কোন প্রশ্ন করলেন না মিসেস আমজাদ, নীরবে টাকার ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলেন। ঠোঁটদুটো নড়ছে তার-দোয়াদরূদ পড়ছেন নাকি?
হঠাৎ কি মনে করে যেন স্কোরবোর্ডের দিকে তাকালেন তিনি।
এক ওভারে বিশ রানের প্রয়োজন ছিল, এখন দুই বলে চার রান।
তারমানে চার বলে ষোল রান নিয়েছে?
৪ ৪ ৪ ৪।
বাহ, সাকিবতো আসলেই বাঘের বাচ্চা।
ছোটখাটো দেখতে বোলারটা কে? জাম্পা নাকি?
হ্যা, জাম্পাইতো। এইতো হাঁটতে শুরু করেছে।
সাকিবের ব্যাটটা উঁচু হতে শুরু করেছে, আরেকটা চার হবে নাকি? ছক্কা দিয়ে ইনিংস শেষ করলে অবশ্য আরো ভাল হয়।
সাকিব সামনে বাড়ল, উচিয়ে মারল, হাওয়ায় ভাসতে শুরু করল বলটা। “ছক্কা” বলে চিৎকার করতে গিয়েও থেমে গেলেন মাসুম সাহেব, বাউন্ডারীতে ক্যাচ হয়ে গেছে!
সাকিব ফিরে আসছে, মাঠে নামছে মাহমুদউল্লাহ।এইতো দুজন ক্রস করল।
গভীর টেনশান নিয়ে ক্রীজের দিকে চেয়ে রইলেন মাসুম সাহেব।
এক বল। চার রান। মাহমুদ উল্লাহ কি পারবে?
কেন যেন মাসুমের বাংলাদেশ-ভারতের সেই টি-টোয়েন্টির কথা ঘুরতে লাগল, তিন বলে সেবার দুটো রান নিতে পারেনি মুশফিক-মাহমুদ উল্লাহ। আবার কোনবার যেন শ্রীলংকার বিপক্ষে এই মাহমুদুল্লাহ-ই শেষদিকে নার্ভ ঠান্ডা রেখে চার-ছয়ের বন্যা বইয়ে দিয়েছিল। কোন ইতিহাসের পুনরাবৃত্তি হবে আজ?
এক দৃষ্টিতে ক্রীজের দিকে চেয়ে রইলেন মাসুম।
জাম্পা এগিয়ে আসছে। এইতো হাতটা ঘোরাল, বলটা ছাড়ল, ব্যাট ঘোরাল মাহমুদ উল্লাহ…
-জিতে গেছি। ইয়ে…
ইন্সপেক্টর মাসুমের ঘোর ভাঙল কারও বিজয়োল্লাস শুনে।
দ্রুত ফিরলেন সেদিকে। গ্যালারীর শেষ মাথায় বছর দশেকের স্কুল ড্রেস পড়া একটা ছেলে দুই হাত শূন্যে তুলে দিয়ে লাফাচ্ছে আনন্দে, নিজের দুই চোখ মুছতে মুছতে তার দিকে দৌড়ে চলেছেন মিসেস আমজাদ। কোন সন্দেহ নেই, এই ছেলেটিই শাকির-মিস্টার এন্ড মিসেস আমজাদের আদরের সন্তান।
সাথে সাথে স্নায়ুগুলো সব সতর্ক হয়ে উঠল মাসুমের। কিডন্যাপার কোথায়? শাকিরের আশেপাশে?
সাথে সাথে শরীরের সব শক্তি দিয়ে শাকিরকে লক্ষ্য করে দৌড়াতে শুরু করলেন তিনি। দায়িত্ব ভুলে হঠাৎ করে খেলায় ডুবে যাওয়ার জন্য নিজেকে গালিও দিলেন কয়েক দফা।
ইতিমধ্যে শাকিরকে জড়িয়ে ধরেছেন মিসেস আমজাদ, কাঁদতে কাঁদতে ছেলেকে ক্রমাগত চুমু দিয়ে যাচ্ছেন।
-কাউকে দেখেছেন? মাসুম জানতে চাইলেন। দৌড়ানোর ফলে নিঃশ্বাসের ক্রমাগত ওঠানামা নিজেই টের পাচ্ছেন তিনি।
না-সূচক মাথা নাড়লেন মিসেস মাসুম।
আর কোন প্রশ্ন করার সুযোগ পেলেন না মাসুম, তার আগেই একটা ছেলেকে এগিয়ে আসতে দেখলেন তাদের দিকে।
-স্যার, গ্যালারী এখন সম্পূর্ণরূপে বন্ধ দর্শকদের জন্য। আপনারা ভেতরে ঢুকলেন কিভাবে?
স্টেডিয়াম সিকিউরিটি? হতে পারে।
মাসুম নিজের আইডি কার্ড উচিয়ে ধরলেন। অন ডিউটি পুলিশ।
ছেলেটা আর কোন প্রশ্ন করল না, সরে গেল তাদের কাছ থেকে।
শাকিরের দিকে ফিরলেন মাসুম।
-বাবা শাকির।
-জ্বি আংকেল।
-তুমি এখানে কি করছিলে?
-আম্মুর জন্য অপেক্ষা করছিলাম।
-একা একা ভয় পাওনিতো?
-নাহ। ও তো বললই আম্মু আমাকে নিতে আসবে।
-ও? কার কথা বলছ?
-যে আংকেলটার সাথে তুমি এখন কথা বললে।
হোয়াট?
মাসুম চারপাশে তাকালেন। টাকাভর্তি ব্যাগটা ফ্লোরে রেখে ছেলেকে জড়িয়ে ধরেছিলেন মিসেস আমজাদ, ওটা নেই। সেইসাথে গায়েব হয়ে গেছে মাসুমের সার্ভিস রিভলবার আর ওয়াকিটকি!
নিশ্চয়ই কথার ফাকে কোন এক সময় ওগুলো হাতিয়ে নিয়েছে লোকটা, টেনশানে বুঝতেই পারেন নি মাসুম।
স্টেডিয়াম থেকে দ্রুত বের হয়ে এলেন মাসুম। তাতে কোন লাভ হল না, গতির ঝড় তুলে একটা গাড়িকে বেরিয়ে যেতেই দেখলেন শুধু।
শেষ মুহূর্তে কাঁচ নামিয়ে লোকটা হঠাৎ তাকাল মাসুমের দিকে। বোঝা না গেলেও মাসুম ঠিকই জানেন, হুডি, সানগ্লাস আর মাস্কে ঢাকা চেহারার পেছনে একটা হাসি আছে। সেই হাসি উপহাস করছে মাসুমকে, পুরো সিস্টেমকে।
-আমি তুমি আমরা
০২/০৮/২০২১
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।
২| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৫২
খোলা জানালা। বলেছেন: দারুণ
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:০৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ খোলা জানালা
৩| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৫
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: গল্পের গাঁথুনি সুন্দর। কিন্তু কিছু অসংগতি চোখে পড়েছে। গল্পের সময়কাল স্পষ্ট না। স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি আর কিডন্যাপারের মাস্ক পরা চেহারা করোনাকালকে নির্দেশ করে। করোনাকালীন কোনো স্কুলই খোলা নয়। সুতরাং শাকিরের স্কুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর গল্পই দাঁড়ায় না। এখন যদি আপনি বলেন যে এটা করোনাকালীন প্রেক্ষাপট নয়, তারপরও কিছু অসংগতি থেকে যায়। মাস্ক পরাকে ঢাকার ধূলাবালি থেকে রক্ষা বা নিজের চেহারা ঢাকার জন্য ব্যবহারের কারণ হিসেবে দেখানো গেলেও খালি গ্যালারি ব্যাখ্যা করা যায় না। সাধারণ সময়ে এরকম ক্রিকেটপাগল দেশে অস্ট্রেলিয়ার সাথে জয়ের মুহূর্তে গ্যালারি কখনোই ফাঁকা থাকবে না।
কিডন্যাপিং এর কেস কোনো পুলিশ একা হ্যান্ডেল করেন না। এগুলো দলগত কাজ। তাছাড়া গল্পের শুরুতেই মিসেস আমজাদ বলেছেন কিডন্যাপার একের অধিক। সুতরাং একাধিক কিডন্যাপারকে ধরতে পুলিশ অফিসারের একা যাওয়াটা একই সাথে অবিশ্বাস্য আর অপেশাদারি কাজ।
ইন্সপেক্টর না হয় পরিচিত কলিগের মাধ্যমে প্রবেশ করেছেন। কিডন্যাপার বাচ্চাসহ ঢুকলো কিভাবে? সেখানে তো সকল দর্শকের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিলো। পুরো ফাঁকা গ্যালারিতে একটা স্কুল ড্রেস পরা বাচ্চার অসনাক্ত থেকে যাওয়াটাও অবিশ্বাস্য। নিষিদ্ধ স্থানে প্রবেশ করে হাতে টাকার ব্যাগ নিয়ে এক লোক বের হয়ে পালিয়ে যাচ্ছে, এটাও অবিশ্বাস্য। কারণ গেট সিকিউরিটিতে চেকিং অবশ্যই হবে। নইলে সবার চাকরি যাওয়ার সাথে সাথে মামলাও হবে তাদের নামে।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৩
আমি তুমি আমরা বলেছেন: প্রথমেই আপনাকে একটা বড়সড় ধন্যবাদ দিতে মনযোগ দিয়ে গল্পপাঠ আর সময় নিয়ে এই দীর্ঘ মন্তব্য করে নিজের প্রতিক্রিয়া জানানোর জন্য। হ্যা, গল্পে কিছু অসঙ্গতি আছে। আপনার মন্তব্যকে আমলে বেশ কিছু জায়গায় গল্প এডিট করেছি। সেই সাথে আমার নিজের ব্যাখ্যাও যোগ করে দিচ্ছি, দেখুন আপনার মনঃপুত হয় কিনা।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৮
আমি তুমি আমরা বলেছেন: গল্পের সময়কাল স্পষ্ট না। স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি আর কিডন্যাপারের মাস্ক পরা চেহারা করোনাকালকে নির্দেশ করে। করোনাকালীন কোনো স্কুলই খোলা নয়। সুতরাং শাকিরের স্কুলে যাওয়ার প্রশ্নই ওঠে না।
হ্যা, এই করোনাকালীন সময়ই এই গল্পের পটভূমি।সুতরাং ফাঁকা গ্যালারী আর মাস্ক পরা কিডন্যাপার নিয়ে সন্দেহ থাকার কোন অবকাশ নেই। স্কুল খোলার বিষয়টা যৌক্তিকতা তুলে ধরতে গল্পের শুরুতে কিছু সংলাপ যোগ করা হয়েছে মিসেস আমজাদ ও ইন্সপেক্টর মাসুমের মধ্যে।
-আচ্ছা, গত দেড় বছর ধরেইতো সব শিক্ষা প্রতিষ্টান বন্ধ। ওদের স্কুল শুরু হয়েছে কবে থেকে?
-শনিবার থেকে। সপ্তাহে দুদিন করে ক্লাস হচ্ছে।
-শাকিরের ক্লাস কোন কোন দিন থাকে?
-শনি আর মঙ্গলবার।
-আজ মঙ্গলবার। তারমানে হয়ত শনিবার পুরো স্কুল ঘুরে প্ল্যান করে আজ এক্সিকিউট করেছে।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২২
আমি তুমি আমরা বলেছেন: কিডন্যাপিং এর কেস কোনো পুলিশ একা হ্যান্ডেল করেন না। এগুলো দলগত কাজ। তাছাড়া গল্পের শুরুতেই মিসেস আমজাদ বলেছেন কিডন্যাপার একের অধিক। সুতরাং একাধিক কিডন্যাপারকে ধরতে পুলিশ অফিসারের একা যাওয়াটা একই সাথে অবিশ্বাস্য আর অপেশাদারি কাজ।
একটা টীমের পরিবর্তে একজন পুলিশ অফিসার দেখিয়েছি মূলত একটা কারণে। একজন কিডন্যাপারকে পেশাদার পুলিশের একটা টীম ঘিরে ধরলে তার পালানোর সুযোগটা অনেক কমে আসে, তাতে গল্পের এন্ডিং আমার পছন্দসই হচ্ছিল না। এই বিষয়টাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রথম চ্যাপটারের শেষে কিছু অংশ যোগ করা হয়েছেঃ
-সেকি, পুলিশের কোন টিম যাবে না আমাদের সাথে?
-আপাতত না।
-কেন?
-দেখুন, বাংলাদেশের ইনিংসের বেশি কিন্তু বাকি নাই। তারমানে হাতে সময় বেশি নেই। আমাদের এখন ব্যাংক থেকে টাকা তুলে স্টেডিয়ামে যেতে হবে। তারপর শাকিরকে উদ্ধার আর কিডন্যাপারদের ধরার প্রশ্ন। আমাকে এখন ফোর্স নিতে হলে সাদা পোশাকে টীম ম্যানেজ করতে হবে, তারপর প্রোপার প্ল্যানিং, পজিশনিং আর এক্সেকিউশনের ব্যাপার আছে।প্ল্যানিং-এ কোন ভুল হওয়া চলবে না, নাহয় কিডন্যাপার সতর্ক হয়ে যাবে, শাকিরের বিপদ বাড়বে তাতে।
-যদি কিডন্যাপারদের বড় দল হয়? আপনি একা সামলাতে পারবেন?
-আসলে করোনার এই সময়ে আমরা খুব বিপদে আছি। একদিকে লকডাউন এনশিওর করার জন্য আমাদের বেশির ভাগ সদস্যকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বাকিদের একটা বড় অংশ অস্ট্রেলিয়া দলের নিরাপত্তায় নিয়োজিত। এই মুহূর্তে সাথে চাইলেও ফোর্স পাব না।
-তাহলে?
-আপাতত আমিই যাচ্ছি আপনার সাথে। তারপর নাহয় অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া যাবে।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৭
আমি তুমি আমরা বলেছেন: ইন্সপেক্টর না হয় পরিচিত কলিগের মাধ্যমে প্রবেশ করেছেন। কিডন্যাপার বাচ্চাসহ ঢুকলো কিভাবে? সেখানে তো সকল দর্শকের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিলো।
এটা নিয়ে ইন্সপেক্টর মাসুমও অনেক চিন্তভাবনা করেছেন। শেষ পর্যন্ত এরকম একটা কঙ্কলুশানে এসেছেনঃ
তার মাথায় চিন্তার ঝড় চলছে। একেতো করোনার এই সময়ে মাঠে কোন দর্শকের প্রবেশাধিকার নেই, তারওপর দলটার নাম অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কড়াকড়ি হচ্ছে। এর মধ্যে সবার চোখকে ফাঁকি দিয়ে কিডন্যাপার একটা বাচ্চাকে নিয়ে স্টেডিয়ামে ঢুকবে কিভাবে? তাছাড়া টাকাভর্তি ব্যাগ নিয়ে সে বেরোবেই বা কি করে?
একটাই উপায় আছে, হয় স্টেডিয়াম কিংবা বোর্ডের কোন কর্মকর্তা বা কর্মচারী এর সাথে জড়িত। এদের সাহায্য ছাড়া কিডন্যাপারের পক্ষে কোনভাবেই তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।
কিন্তু সেই লোকগুলো কারা?
গলায় ফিতা ঝুলানো ওই লোকগুলো?
তবে ইন্সপেক্টর মাসুমের চিন্তাধারা সঠিক কিনা সেটা কিন্তু আমরা জানিনা। অপহরণকারী ধরা পড়লেই শুধুমাত্র সেটা জানা সম্ভব।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩২
আমি তুমি আমরা বলেছেন: পুরো ফাঁকা গ্যালারিতে একটা স্কুল ড্রেস পরা বাচ্চার অসনাক্ত থেকে যাওয়াটাও অবিশ্বাস্য।
এই অংশের ব্যাখ্যা কিন্তু গল্পে আছে। শেষ ওভারের চার বল হয়ে যাওয়ার পরও কিন্তু মাসুম ফাঁকা গ্যালারীই দেখেছেন। তিনি শাকিরের কন্ঠ শুনতে পেয়েছেন একবারে শেষ বলে, যখন বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়েছে। আর শেষ বলে বাংলাদেশ জিতেছে মানে সব ক্যামেরা তখন মাঠের দিকে ঘুরে গেছে, কোন ক্যামেরা তখন আর গ্যালারী কভার করছে না। অপহরণকারী তখনই শাকিরকে নিয়ে গর্ত থেকে বের হয়েছে, তার আগ পর্যন্ত হয়ত গ্যালারীরই কোথাও লুকিয়ে ছিল।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৬
আমি তুমি আমরা বলেছেন: নিষিদ্ধ স্থানে প্রবেশ করে হাতে টাকার ব্যাগ নিয়ে এক লোক বের হয়ে পালিয়ে যাচ্ছে, এটাও অবিশ্বাস্য। কারণ গেট সিকিউরিটিতে চেকিং অবশ্যই হবে। নইলে সবার চাকরি যাওয়ার সাথে সাথে মামলাও হবে তাদের নামে।
ইন্সপেক্টর মাসুমের ধারণা স্টেডিয়াম কিংবা বোর্ডের কোন কর্মকর্তা বা কর্মচারী এর সাথে জড়িত। সেজন্যই হয়ত অপহরণকারী এত সহজে স্টেডিয়ামে ঢুকতে আর কাজ শেষে পালাতে পেরেছে।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৭
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আবারও ধন্যবাদ মোঃমোস্তাফিজুর রহমান তমাল।
ভাল থাকুন। শুভকামনা রইল।
৪| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:০৩
ভুয়া মফিজ বলেছেন: চমৎকার হয়েছে। কিছু কিছু ব্যাপার আরেকটু নজরে আনলে আরো চমৎকার হতে পারতো। আমিও একটা গল্প দিয়েছি.....আমার লাস্ট পোষ্ট। আপনার মতো একজন গল্প লেখকের মতামত পেলে ভালো হতো।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০২
আমি তুমি আমরা বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল চমৎকার গঠনমূলক মন্তব্য করেছেন। উনার পয়েন্টগুলো বিবেচনায় নিয়ে গল্পের বেশ কিছু অংশ এডিট করেছি। আশা করছি, এখন আর গল্প পড়তে গিয়ে কোন অসামঞ্জস্যতা পাবেন না।
আপনার শেষ গল্পটা পড়েছি, প্রতিক্রিয়া জানিয়ে এসেছি।
ভাল থাকুন। শুভকামনা রইল।
৫| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৪৪
অপু তানভীর বলেছেন: আমি অবশ্য গল্প পড়তে পরতে অন্য কিছু ভাবছিলাম । শেষটা অবশ্য মেলে নি। এটা দেখে বেশ ভাল লাগলো ।
পুলিশ আরও টিম নিয়ে আসলে ব্যাপারটা আরও ভাল লাগতো । একজন পুলিশ এভাবে একা তো কিডন্যাপিং কেস সামলায় না ।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০৬
আমি তুমি আমরা বলেছেন: অপ্রত্যাশিত ফিনিশিং গল্পপাঠের আনন্দ বাড়িয়ে দেয় কয়েকগুণ। গল্পের শেষটা আপনার ভাবনার সাথে মেলেনি জেনে ভাল লাগল।
একজন পুলিশ এভাবে একা তো কিডন্যাপিং কেস সামলায় না ।
আপনার কথা সত্যি। একটা টীমের পরিবর্তে একজন পুলিশ অফিসার দেখিয়েছি মূলত একটা কারণে। একজন কিডন্যাপারকে পেশাদার পুলিশের একটা টীম ঘিরে ধরলে তার পালানোর সুযোগটা অনেক কমে আসে, তাতে গল্পের এন্ডিং আমার পছন্দসই হচ্ছিল না। পুরো ব্যাপারটার একটা ব্যাখ্যা আমি ইন্সপেক্টর মাসুমের মুখ দিয়ে দেয়ার চেষ্টা করেছি।
ভাল থাকুন। শুভকামনা রইল।
৬| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এই লাইনগুলো যোগ করে সময়কালের দ্বিধাটা চলে যায়। শেষের দিকটা স্টেডিয়ামে না দিয়ে অন্য কোথায় দিলে ভালো হয়। কারণ ফাঁকা গ্যালারিতে একটা বাচ্চাসহ বসে থেকে টাকা রিসিভ করার সাহস কোনো কিডন্যাপার করবে না। কারণ সিকিউরিটি চেকিং এ ধরা খাবেই। বরং জনবহুল কোনো জায়গা বেছে নেবে, যেখানে অনেক লোকের ভীড়ে অন্যকে ধোঁকা দেয়া সহজ হবে।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৩
আমি তুমি আমরা বলেছেন: শেষ অংশটা স্টেডিয়ামে দিয়েছি, কারণ ইন্সপেক্টর মাসুম এমনিতেই মিসেস আমজাদ থেকে একটু দূরে চারদিকে নজর রাখছিলেন, এর মধ্যে বাংলাদেশের বিজয়ের সম্ভাবনায় অনিচ্ছাকৃতভাবেই খেলার মধ্যে হারিয়ে গিয়েছিলেন, বাংলাদেশতো আর নিয়মিত অস্ট্রেলিয়ার সাথে জেতে না।
যখন মাসুমের সংবিৎ ফিরেছে, ততক্ষণে কিন্তু অপহরণকারী টাকা নিয়ে নিজের পালানোর ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছে। কোন জনবহুল জায়গায় মাসুম এত সহজে মনযোগ হারিয়ে ফেলত না। তাছাড়া করোনার এই লকডাউনের মধ্যে জনবহুল জায়গা পাবেন কোথায়? সব জায়গাইতো খা খা করছে।
আবারও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সম সমায়িক হট ইস্যু নিয়ে এমন দারুন থ্রিলার আগে মনে হয় পড়িনি!
বেশ লাগলো!
বাংলাদেশের বিজয়ে
গল্প থেকে বাস্তবেও সত্যি হোক এই বিজয়
+++
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৫
আমি তুমি আমরা বলেছেন: গল্প থেকে বাস্তবেও সত্যি হোক এই বিজয়
শুধু বিজয়টাই বাস্তব হোক, এ ধরণের কোন অপহরণ বাস্তবে না হোক- এই প্রত্যাশাই করি।
ভাল থাকুন প্রিয় বিদ্রোহী ভৃগু। শুভকামনা রইল।
৮| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:০৯
সোহানী বলেছেন: আপনার ছোট ছোট লিখাই মনে হয় পড়েছি এ পর্যন্ত। এ লিখাটা অসাধারন লাগলো। ডিটেইলস বলতে পারছি না কারন সময়ের টানাটানি। সময় নিয়ে চুলচেরা বিশ্লেষনে আসবো একদিন।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:২৩
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, লাস্ট দেড়-দুই বছরে পরমাণু গল্পই পোস্ট করা হয়েছে বেশী। শ্রম আর সময়-দুটোই কম লাগে, তাই শর্টকাটে পরমাণু গল্প পোস্ট করে দেই।
এই লেখাটা আপনার অসাধারণ লেগেছে জেনে আনন্দিত হলাম। আপনার বিস্তারিত আলোচনার অপেক্ষায় থাকলাম।
ভাল থাকুন প্রিয় সোহানী। শুভকামনা রইল।
৯| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪১
করুণাধারা বলেছেন: জানিনা কিছু জায়গা নতুন করে লেখার আগে লেখাটা কেমন ছিল, কিন্তু আমি যখন পড়লাম তখন পুরো সময় যে টান টান উত্তেজনা নিয়ে পড়েছি তা শেষ পর্যন্ত বজায় ছিল। ধারণা করেছিলাম পুলিশে খবর দেবার কারণে শাকিরকে মেরে ফেলবে, তা না করে যেভাবে শেষ করেছেন তা খুব ভালো হয়েছে। স্টেডিয়ামে নিয়ে যাবার ধারণাও ইউনিক! সাধারণত কোনো খালি বাড়ীতে কিডন্যাপড বাচ্চাদের রাখতে দেখা যায়।
থ্রিলার হিসেবে সফল ।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৬
আমি তুমি আমরা বলেছেন: জানিনা কিছু জায়গা নতুন করে লেখার আগে লেখাটা কেমন ছিল, কিন্তু আমি যখন পড়লাম তখন পুরো সময় যে টান টান উত্তেজনা নিয়ে পড়েছি তা শেষ পর্যন্ত বজায় ছিল।
গল্পটা যখন প্রথম পোস্ট করেছিলাম তখন এর শব্দ সংখ্যা ছিল ২৩০০, ব্লগার তমালের ৩ নং মন্তব্যের জবাবে গল্পে নতুন কিছু অংশ যোগ করায় এখন শব্দসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬০০। পুরনো কোনকিছু বাদ দেয়া হয়নি, কিছু কিছু জায়গায় মিসেস আমজাদ আর ইন্সপেক্টর মাসুমের মধ্যে সংলাপ যোগ করা হয়েছে গল্পের অসংগতি দূর করার জন্য, পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য। তবে গল্পের মূল কাহিনী অবিকৃত রাখা হয়েছে।
ধারণা করেছিলাম পুলিশে খবর দেবার কারণে শাকিরকে মেরে ফেলবে, তা না করে যেভাবে শেষ করেছেন তা খুব ভালো হয়েছে।
আসলে ছোট একটা শিশুকে টাকার জন্য কিছু লোক খুন করবে, এরচেয়ে অমানবিক ব্যাপার আর হয় না। তাই মাসুমের কন্ঠে বলিয়ে দিয়েছি, কিডন্যাপার খুন করাটা এভয়েড করার চেষ্টা করবে। কারণ এতে লাশ ডিসপোজ করার ঝামেলাসহ মাথার ওপর খুনের মামলার বোঝা চেপে বসবে।
স্টেডিয়ামে নিয়ে যাবার ধারণাও ইউনিক! সাধারণত কোনো খালি বাড়ীতে কিডন্যাপড বাচ্চাদের রাখতে দেখা যায়।
আসলে গতকাল যখন গল্পটা লিখতে বসি, মাথায় তখন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের কথা ঘুরছিল। তাই গল্পের শেষের অংশটা স্টেডিয়ামে নিয়ে গেছি। তাছাড়া ইন্সপেক্টর মাসুমের সব ভুলে হঠাৎ করে খেলায় ডুবে যাওয়ার ব্যাপারটা আসলে গল্পটা কিছুটা হলেও তার রং হারাত বলে আমার ধারণা।
থ্রিলার হিসেবে সফল ।
ধন্যবাদ প্রিয় করুণাধারা, আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ভাল থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা রইল।
১০| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১০:১৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,
মন্তব্য প্রতিমন্তব্য পড়ে বোঝা গেল কিছু সংযোজন করা হয়েছে।
সেটা বুঝে করুণাধারার মতো আমিও ভাবছিলুম,আগে লেখাটা কেমন ছিল। সংযোজন করার আগে গল্পটি হয়তো নড়বড়ে ছিলো । যেটা কেটে গেছে পরবর্তীতে এবং তা বেশ টানটান।
কিডন্যাপার/রা বেশ হোয়াইট ওয়াশ করে গেল মিসেস আমজাদ আর ইন্সপেক্টর মাসুম, এই দুইজনের দলটাকে। কিডন্যাপার/রা মাহমুদউল্লাহর মতোই যেন শেষটায় বাউন্ডারী হাকিয়েই গেলো।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১০:৩৩
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, ব্লগার তমাল গল্পের কয়েকটি অসংগতি তুলে ধরেছিলেন, যা আমার কাছেও লজিকাল মনে হয়েছে। তার পয়েন্ট আউট করা বিষয়গুলো ব্যাখ্যা করতে গিয়ে গল্পের কিছু অংশে নতুন বর্ণনা আর সংলাপ যোগ করা হয়েছে। সহব্লগারদের প্রতিক্রিয়ায় মনে হচ্ছে ব্লগার তমালের আপত্তিগুলো আমলে নেয়াতে গল্পটা শক্তিশালী-ই হয়েছে। সেজন্য উনি একটা বড়সড় ধন্যবাদ পাবেন।
কিডন্যাপার/রা বেশ হোয়াইট ওয়াশ করে গেল মিসেস আমজাদ আর ইন্সপেক্টর মাসুম, এই দুইজনের দলটাকে। কিডন্যাপার/রা মাহমুদউল্লাহর মতোই যেন শেষটায় বাউন্ডারী হাকিয়েই গেলো।
ঠিকই বলছেন। ইচ্ছা ছিল, গল্পে আরেকতা অধ্যায় যোগ করব যেখানে অপহরণকারী ধরা পড়বে। পরে মনে হয়েছে, প্রয়োজন নেই। গল্প যেভাবে শেষ হয়েছে, সেটাই ভাল।
অনেকদিন পর আপনাকে দেখলাম, প্রিয় ব্লগার। অবশ্য আমি নিজেই গ্যাপ দিয়ে দিয়ে বলে আসি, তাই কারও সাথে নিয়মিত ইন্টার্যাকশানের সুযোগ কই?
ভাল থাকুন। শুভকামনা রইল
১২| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৫
ফয়সাল রকি বলেছেন: যাহ, ধরতে পারলো না!
২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন: এটাইতো এখনকার বাস্তবতা
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: চমৎকার লাগলো।