![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেলে শুধু চাকা ঘোরেনা
তেলে ঘোরে মন
তেলের তুল্য এই বাজারে
নেইকো কোন ধন।
শেয়ারের দাম কমতে পারে
বাজার হলে পতন
তেলের বাজার উর্ধ্বগতি
তেলই মানিক রতন।
সময় মতো তেল মালিশে
রাঙে বসের মন
স্বার্থ হবে সিদ্ধি তোমার
পাবে প্রমোশন।
তেলের গুনে পার্থ মিয়া
অনেক সারি ছাড়িয়ে
উপর তলায় উঠেন তিনি
বেতাল সিড়ি মাড়িয়ে
তেলে তেলে টানাটানি
তেল নয়কো চুন
বিশেষনে বিশেষিত
তেলের হাজার গুন।
মিষ্টি কথায় চিড়ে ভিজেনা
কে বলছে ভাই
তেল চিড়ের মিশেল করে
পনির করে খাই-
যে করেছে মহান সাধক
তেলের আবিষ্কার
তেলমারা সব নমি তোমার
হাজার নমস্কার
মাজার ব্যথা লাঘব হবে
তেল করলে মালিশ
বেকসুর মুক্তি হবে
হোকনা খুনের নালিশ।
বিমান কামান হাজির হলো
করলো এমবুশ
ইরাক নগর ধ্বংশ হলো
তেলের নেশায় বুশ
তেলমারা কেউ থাকলে
ভাইয়া এই কবিতা পড়ে
দয়া করে মরবেননা কেউ
তেলের ডিব্বায় পড়ে।
২| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: তৈলাক্ত বোধ করছি !
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ রাত ৮:০৭
মাক্স বলেছেন: বাহ!