![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ব্যারাকে, এক সৈনিক বাজি ধরার জন্য
বিখ্যাত হয়ে গেল রাতারাতি।
কারন
তারে কেউ
বাজিতে হারাতে পারেনা। তাই
দেখে আরেক সৈনিক ব্যরাকের
দায়িত্বে থাকা ক্যাপ্টেন
কে জানালো ঘটনা।
ক্যাপ্টেন কি করবে না বুঝে জানালো তার বস
মেজর কে।
সব শুনে মেজর বললো, আচ্ছা,
ডাকো তাকে, দেখায় দেই কেমন
করে হারাতে হয় বাজিতে। তো সেই বাজিকর
সৈনিকের ডাক পড়লো মেজরের চেম্বারে।
বাজিকর সৈনিক মেজরের চেম্বারে ঢুকেই
স্যলুট দিয়ে বলেঃ "স্যার আপনার পাইলস
আছে।"
মেজরঃ কে বললো পাইলস আছে?
বাজিকর সৈনিকঃ স্যার বাজি ধরেন,
না থাকলে।
মেজরঃ ও কে, ৫০০ টাকা বাজি। প্রমান
করো।
প্রমান করার জন্য মেজর প্যান্ট
খুলে তার পশ্চাদ্দেশ দেখালো, বাজিকর
সৈনিক পশ্চদ্দেশের ভিতর আঙ্গুল ঢুকিয়ে,
তারপর বের করে এনে বললো, না স্যার,
পাইলস নাই, আমি হেরে গেলাম"
মেজরকে ৫০০ টাকা দিয়ে সৈনিক বের
হয়ে এল চেম্বার
থেকে।
মেজর পরে ফোন করে ক্যাপ্টেন
কে বলেঃ ''কই, ও তো আমার
কাছে বাজি তে ৫০০ টাকা হেরে গেল।''
ক্যাপ্টেনঃ স্যার, ও যাবার আগে আমার
সাথে বাজি ধরে গেছে, আপনার পাছায় আঙ্গুল
দিতে পারলে ও ৫০,০০০ টাকা জিতবে। এখন
তো আমারে সেই
টাকা দেয়া লাগবে. স্যার
আমি তো শেষ।"
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
জাহিদ ২০১০ বলেছেন: এটা এমন না যে কারও ভাল লাগতেই হবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৮
মাগফার উদ্দিন মনি বলেছেন: ভাই, বাজে লাগসে আমার কাছে আপনার জোক টা...