নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ ২০১০

একাকী এ মন তারে খুজে ফেরে সারাক্ষন....................

জাহিদ ২০১০ › বিস্তারিত পোস্টঃ

অসাধারন একটি পোষ্ট ফেসবুক থেকে নেওয়া ধন্যবাদ এবং অসংখ্য স্যালুট সেই লেখক কে যিনি এই পোষ্ট করেছেন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

১৯৬৮ সালঃ ১২ বছরের বিল গেটস পেয়ে গেলেন ১৪ বছরের পল অ্যালেনকে........ কম্পিউটারের প্রতি দুর্নিবার প্যাশন আর উদ্যোক্তা হবার নেশা থেকে কলেজ বহিষ্কৃত এ দু'জন পরবর্তিতে ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করলেন মাইক্রোসফট, যা আজকে ২০০+ বিলিয়ন ডলার কোম্পানি.....!!



১৯৭১ সালঃ ১৬ বছর বয়েসী স্টিভ জবস ভাগ্যক্রমে পেয়ে গেলেন ২১ বছর বয়েসী স্টিভ ওজনিয়াক-কে যিনি একাই তৈরী করে ফেলেছিলেন অ্যাপল ১ কম্পিউটার........... ওজনিয়াকের কারিগরী দক্ষতা আর জবসের দূরদৃষ্টি - এ দুটোর মিলিত ফল হলো আজকের ৪০০ বিলিয়ন ডলার কোম্পানি অ্যাপল.....!!



১৯৯৫ সালঃ ২২ বছর বয়েসী ল্যারী পেইজ গিট্টু বাঁধলেন সার্গেই ব্রিনের সাথে.....১৯৯৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পি,এইচ,ডি করতে থাকা অবস্থায়

তারা তাদের রিসার্চ প্রজেক্ট হিসেবে প্রিতিষ্ঠা করলেন গুগল...আজকে সেটা ২০০+ বিলিয়ন ডলার কোম্পানিতে.....!!



২০১২ সালঃ বাংলাদেশী তিন যুবক ইরাজ ইসলাম, শাফকাত ইসলাম এবং আসিফ রহমান হোটেল রেডিসনে বসে একদিনের চিন্তায় গড়ে তোলে Newscred নামক একটি প্রতিষ্ঠান....যা বাংলাদেশ থেকে পরিচালিত সিলিকন ভ্যালির প্রথম

বিলিয়ন ডলারের প্রজেক্ট.....!!



টুইটার, ই-বে কিংবা ইয়াহুর ক্ষেত্রেও গল্পগুলো অনেকটা একইরকম....এরকম আরো হাজার গল্প আছে যেখানে মাত্র কয়েকজন উদ্যোমী লোক মিলে গড়ে তুলছে ইতিহাস....মাত্র ২ জন লোক মিলে যদি ৪০০ বিলিয়ন ডলারের প্রজেক্ট তৈরী করতে পারে তাহলে আমাদের দেশের সমস্যাগুলা কি ১৬ কোটি মানুষ মিলে সমাধান করা অসম্ভব??? আমাদের দেশ, আমাদের সমস্যা.... সমাধানও তো আমাদেরই করতে হবে....কারন,



দেশটা তো আমাদেরই



তাই না??



আমরাই তো বাংলাদেশ!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

শেরশাহ০০৭ বলেছেন: :-P :-P :-P
আর আমি ২১ বছরে পেলাম ১টা টাকা খরচ এর মেসিন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

জাহিদ ২০১০ বলেছেন: মানে বুঝলাম না

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

শেরশাহ০০৭ বলেছেন:
আমার প্রেম X( X(
সব শেষ করে দিল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

জাহিদ ২০১০ বলেছেন: আমি প্রেম করাটা খারাপ মনে করি না তবে আমার যতটুকু বিশ্বাস একজন মানুষের জীবন গড়ার জন্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য এই সময়টাই সবচাইতে গুরুত্বপূর্ন। এই সময়ের সামান্য মুহূর্তও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বর্পূণ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

মুহিব বলেছেন: wow....

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

পৃথিবীর আলো বলেছেন: মাত্র কয়েকটা লোকের সাফল্য দেইখ্যা এত ইন্সপায়ারড হইলেন, আর সারা দেশের সব চোর বাটপাররা যে জোটবদ্ধ হইয়া দেশের পুট... মাইরা ধোয়া কইরা দিতাছে সেইটা দেখলে তো এক্সপায়ারড হইয়া যাওনের কথা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

জাহিদ ২০১০ বলেছেন: ভাই দেশের এই অবস্থায় আপনার মতো আমিও অনেক উদ্বিগ্ন শুধু আমি না আমার আপনার মতো সবাই আশাহত এবং উদ্বিগ্ন।

তাই বলে আমরা সফল ব্যক্তিদের কথা বলব না??

সফল ব্যক্তিদের পথ অনুসরন করবো না???

উক্ত পোষ্টের কথা গুলো ভালমত কইরা পড়েন তাহলে এর ম্যাসেজ বুঝে আসবে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

বটবৃক্ষ~ বলেছেন:


নাইস শেয়ার!!
তবে ফেবুর লিংক টা কার্টিসি হিসেবে দিলে আরো ভালো হত! :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

জাহিদ ২০১০ বলেছেন: Click This Link

লিংকটা দিলাম অসম্ভব সুন্দর এবং শিক্ষনীয় একটা পেজ। আশাকরি ভাল লাগবে

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

বাবলু বাবলু বলেছেন: আর আমি ৩১ বছরে পেলাম ১টা টাকা খরচ এর মেসিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.