![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি সুখের লাগিয়া কান্দে এ মন
সুখ তোকে আমি কোথায় খুজে পাই তুই বল
জীবনের ঘড়ি ঘুরছে নিজের মতো করে
একাকী এ মন আজও তারে খুজে ফেরে
জীবন সায়াহ্নে ব্যর্থ এ পথিক
হারিয়েছে নিজেরই পথের বাক
সাদা সাদা মেঘের দল
চলেছে ওই নীল অজানাতে
ও মন তুই কাকে খুজিস
সে তো গেছে তোকে ভুলে
এই দুনিয়ায় যাকে ভাবিলাম
এতো আপন সেই করিল পর
কান্দিস না মন কেনো কান্দিস তুই
জানিস না এটাই দুনিয়ার নিয়ম
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
শাহরিয়ার নীল বলেছেন: সুন্দর