![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি পেলাম এই জীবনে কি হারালাম
আজ হিসেব করি বসে বসে
না পাওয়ার বেদনার হিসেব নেব
নাকি কিছু পাওয়ার আনন্দের
সবকিছুই ম্লান হয়ে যায়
যখন দেখি তুমি নেই পাশে
হারাবার ছিল না তো কিছুই এই জীবনে
এই হিসেবই করে রেখে ছিলাম আমি
আজ হারিয়েছি আমি তোমাকে
পাব না কোনও দিন তা আমি জানি
তবুও মানে না এ মন
কি যে খুজে সারাক্ষন
খুজে খুজে বেড়ায় তারে
স্বার্থপর এই দুনিয়ায়
সবাই স্বার্থপর তা আমি জানি
আমিও স্বার্থপর, নিজের স্বার্থের জন্য
আমি খুজে যাই তারে।
দিনের আলো বলে আমায়
ওইতো সে আসবে আমারই উদ্ভাসিত আলোয়
খুজে যাই তারে দিনের আলোয়
পাই না তো তারে
দিন শেষে যখন রাত নামে
রাতের অন্ধকার জানান দেয় আমায়
এই তো সে আসবে
গায়ে দিয়ে আমারই নিকষ অন্ধকার চাদরে
কিন্তু হায়, কোথায় সে পাই না তো তারে
মিথ্যে বলে দিনের আলো, মিথ্যে বলে রাতের আধার
ছেড়ে চলে গেছে বহুদূর
হবে না সে কোনও দিন আমার
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
জাহিদ ২০১০ বলেছেন: হুমমমম আমিও চাই চলুক।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮
আজীব ০০৭ বলেছেন: ভালো লাগলো ......................
চলুক...................