![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই আকাশ দেখো কত বিশাল
এতো বিশাল হৃদয় দিয়ে
ভালবাসি এই আমি তোমাকে
ওই সাগর দেখো কতটা গভীর
আমার মনের এতো গভীরতা থেকে
ভালবাসি এই আমি তোমাকে
পাহাড়ী ওই ঝর্ণার পানি দেখো কত পবিত্র
দেবো এরচেয়েও পবিত্র ভালবাসা
এই আমি তোমাকে
আকাশের মতো বিশাল হৃদয় দিয়ে
সাগরের গভীরতার মতো আমার মনের গভীরতা থেকে
দেবো তোমায় আমি পাহাড়ী ঝর্ণার মতো
পবিত্র ভালবাসা
আমার হাতখানি ধরে দেখো
কতখানি মমতা রেখেছি আমি
তোমার জন্য মুঠোয় ভরে
তাকিয়ে দেখো আমার চোখের দিকে
কতখানি আদর কতখানি ভালবাসা
রেখেছি আমি তোমার জন্য যতন করে
কাছে এসে কান পেতে শুনো
আমার প্রতিটি শ্বাস-নিশ্বাস
শুধুই তোমার জন্য
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
মেরা নাম চোকার্স বলেছেন: খুব ভাল লিখসেন