![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য বসে আছি
আমি শূন্য হয়ে
তোমাকে খুজি আজ্ও
আমি হন্যে হয়ে
সাজিয়েছিলাম স্বপ্ন আমার
শুধু তোমায় নিয়ে
কল্পনার সব রং দিয়ে
একেছিলাম তোমার প্রতিচ্ছবি
আমারই মনের ক্যানভাসে
হারিয়ে যেতে চেয়েছিলাম
নেশা ধরানো তোমার
ওই দুই চোখের মাঝে
ভেবেছিলাম রাখবো তোমায়
আমি আমার মনের রাণী করে
ভালোবাসতে চেয়েছিলাম তোমায়
আমি আমার সবকিছু উজাড় করে
আজ তুমি নেই পাশে
আমার স্বপ্ন গুলো ভেঙ্গে গেলো
যা দেখেছিলাম তোমায় নিয়ে
আমার কল্পনার সব রং
বিবর্ণ হয়ে গেলো
যা দিয়ে একেছিলাম তোমার প্রতিচ্ছবি
আমার মনের ক্যানভাসে
আজ আমার হারানোর কিছু নেই
সেই তুমি তো আজ আমায়
গেছো ভুলে
ভালো থেকো সুখে থেকো
যেথায় তুমি তোমার সুখ খুজে পেয়েছো
©somewhere in net ltd.