![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানো কি তুমি
কতটা ভালবাসি আমি তোমায়
জানো কি তুমি
কতটা ভাবি আমি নিয়ে তোমায়
জানো কি তুমি
কতখানি স্বপ্ন বুনেছি তোমায় নিয়ে আমি
এই শুনো
রাখব তোমায় ঢেকে ভালবাসার চাদরে আমি
আরে শুনো না তুমি
তোমায় নিয়ে সেই ভাবনা গুলোতে
সারাক্ষন থাকি ডুবে আমি
আরেকটু শুনো
আমার বুনানো স্বপ্নের জাল দিয়ে
তোমায় রাখব বন্দি করে আমি
না না ভয় পেও না
দিবো না কোন কষ্ট তোমায়
ছুতে দিবো না কোন দুঃখের ছায়া
যতন করে আগলে রাখব তোমায়
স্পর্শ করবে না কোন বেদনা বিধুর মায়া
দেখনি তুমি সাদা শঙ্খ চিলেরা
কিভাবে উড়ে বেড়ায়
ঠিক একই ভাবে ঘুরব আমি
তোমায় নিয়ে যেথায় সুখেরা মেলা বসায়
এখন বুঝেছো তুমি
আমার কাছে তুমি কতটা দামী
©somewhere in net ltd.