![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে এই জীবন সাজিয়ে নিও
সেই চেনা সুরে, সেই চেনা নাম ধরে
ডেকো না আমায়
শুধু মনে রেখ কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
পথ হারা পাখি আমি
একা একা থাকি
নিরবে বসে বসে
তোমার কথা ভাবি
অচিন পাখি যেমন উড়ে যায়
তুমি ও কি খুশি হবে
আমাকে হারালে
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৮
এহসান সাবির বলেছেন: বেশ!