![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো একদিন আমি চলে যাবো
দূরে ওই নীল তেপান্তরে
হয়তো একদিন আমি রাতের তারা হয়ে
তোমার আঙিনায় আলো দিবো
হয়তো একদিন আমি রংধনুর রং হয়ে
তোমায় রাঙিয়ে দিবো
তুমি ঔ নীল তেপান্তরে আমার
খোজ কর না
তুমি ঔ রাতের তারাদের সাথে
আমায় গুনতে যেয়ো না
তুমি ঔ রংধনুর রংয়ের কাছে
গিয়ে আমায় স্পর্শ করতে যেয়ো না
©somewhere in net ltd.