![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন নামিবে আধার
এই ব্যস্ত কোলাহল মুখর শহরে
নিভে যাবে উত্তপ্ত সূর্যের তেজ
উবে যাবে সূর্যের সেই অহংকার
হাতে আনব আমি
একমুঠো জোছনার আলো
তোমার সম্মুখে
জানি আছো তুমি
অধীর আগ্রহে আমারই অপেক্ষায়
রাতের ঔ হিমেল হাওয়া গায়ে দিয়ে
তুমি পথ চেয়ে আছো আমারই প্রতীক্ষায়
রাতের নিকষ অন্ধকার দেখে
ভয় পেয়ো না তুমি
আছি পাশে সবসময় আমি
তোমার কাছাকাছি
©somewhere in net ltd.