![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানির এক টিভি লাইভশোতে একজন জার্মান
মুসলিম স্কলারকে যখন উপস্থাপক প্রশ্ন
করেছিলেন, মুসলমানরা কেন সন্ত্রাস
করে?
তখন তিনি উক্ত প্রশ্নের জবাব
এভাবে উল্টো প্রশ্নের
মাধ্যমে দিয়েছিলেন।
১. যারা প্রথম
বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম
ছিল?
২. যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু
করেছিল, তারা কি মুসলিম ছিল?
৩.যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর
নিজেদের আধিপত্য বিস্তারের জন্য
২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান
আদিবাসীকে হত্যা করেছিল,
তারা কি মুসলিম ছিল?
৪.যারা হিরোশিমা ও
নাগাসাকিতে পরমাণু
বোমা নিক্ষেপ করেছিল,
তারা কি মুসলিম ছিল?
৫.যারা আমেরিকা আবিষ্কারের পর
নিজেদের প্রভাব বিস্তারের জন্য
উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন
এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন
রেড-ইন্ডিয়ানকেহত্যা করেছিল,
তারা কি মুসলিম ছিল?
৬. যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস
বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল।
যাদের ৮৮ ভাগ সমুদ্রেই
মারা গিয়েছিল এবং তাদের
মৃতদেহকে আটলান্টিক
মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল,
তারা কি মুসলিম? উত্তর হবে, এসব
মহাসন্ত্রাসী ও অমানবিক
কার্যকলাপের
সাথে মুসলিমরা কখনো জড়িত ছিলনা।
প্রথমে আপনাকে সন্ত্রাসের
সংজ্ঞা সঠিকভাবে করতে হবে। যখন
কোন অমুসলিম কোন খারাপ কাজ করে,
তখন এটাকে বলা হয় অপরাধ। আর যখন
কোন মুসলিম একই খারাপ কাজ করে, তখন
এটাকে বলা হয় সন্ত্রাস। সর্বপ্রথম এ
দ্বিমুখিতা থেকে ফিরে এসে আলোচনার
পয়েন্টে আসেন।
দয়াময় আল্লাহ ইসলাম ও মুসলমানদের কে
বাতিলের সকল চকরান্ত থেকে হেফাজত করুন
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯
জাহিদ ২০১০ বলেছেন: নতুন বলেছেন: কোন ধম`ই মানুষ খুন করতে বলেনাই.... খৃস্টান/বৌদ্ধ/হিন্দু না ইসলাম...
আমি আপনার সাথে পুরাপুরি একমত। কিন্তু ফিলিস্তিন মুসলমানদের ইসরাইল যেভাবে পাখির মতো হত্যা করছে তাতে কেউ বলছে না যে ইহুদিরা মৌলবাদি, জঙ্গি। শুধু মুসলমানরা কিছু করলেই আমরা জঙ্গি, মৌলবাদি আখ্যায়িত হই। ফিলিস্তিনে এইত কয়েক মাস আগে সামান্য অজুহাতে ২ হাজারের উপর মানুষ মারা হলো যার বেশিরভাগই নারী আর শিশু ছিল। যেখানে ইসরাইলের সাথে আমেরিকা আর ব্রিটেনের এবং আরও বিভিন্ন দেশের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পুরাপুরি সর্মথন ছিল। এতে কি বলা যায় না এই মুসলমানদের হত্যাকারী তারাই??? কিন্তু এর বিরুদ্ধে কারও কোন উচ্চবাচ্চ নেই, নেই মানবাধিকার প্রতিষ্ঠানদের আহাজারি। অথচ এক মালালার জন্য কত কান্নাকাটি কত আহাজারি হল। কারন মালালার উপর হামলা কারী ছিল একজন মুসলমান। আর এই জন্য এত এত কান্না এত আহাজারি। ভাল করে মনে রাখতে হবে, এসবের বিচার একদিন হবে, একদিন সবাই যার যার কৃতকর্মের ফল পাবে।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
নির্বোধ পাঠক বলেছেন: @ নতুন - এর সাথে সহমত।
সকল ধর্মই শান্তির কথা বলে অথচ আপন ধর্মের আধিপত্য বজায় রাখতে গিয়ে পৃথিবীর বড় বড় অশান্তি ও যুদ্ধগুলো ধর্মের জন্যই সংগঠিত হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
জাহিদ ২০১০ বলেছেন: আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়?
আমেরিকা ইসরাইল কোনও কিছু করলে সেটা আর অন্যায় হয় না।
আর মিডিয়া হাহ্
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮
সাবু ছেেল বলেছেন: মুসলমানদের সন্ত্রাসী উপাধি দেওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৮
গোধুলী রঙ বলেছেন: @নির্বোধ পাঠক, একটা টেবিল তৈরী করেন, দুটি কলামে কোন ধরনের যুদ্ধ, ্তৃতীয় কলামে আনুমানিক ম্যাসাকারের পরিমান, সেখানে যুদ্ধ আর সন্ত্রাসের ঘটনা গুলো পর পর লেখেন। তারপর রেসাল্ট দেখেন তো কোন পাল্লা ভারী হয়!!!! তবে আইসিস যা করছে তাকে যদি আপনি ধর্মযুদ্ধ বলেন তো আপনার জ্ঞ্যনের দৌড় নিয়া সন্দেহ জাগবে।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা সাম্রাজ্যবাদীদের নয়া ট্রেন্ড!
অন্য সকল শক্তিকে নিয়ন্ত্রনে নেবার পর শুধু বাকী রয়ে গেছে ইসলাম।
যার সুন্দর শ্বাশত বিধান সাম্য, মৈত্রী আর সভ্যতার উৎকৃষ্ট উপাদানে ভরপুর..
এখন এটাকেতো সরাসরি নির্মুল করা যাচ্ছে না। সো তার গায়ে তকমা লাগাও! জঙ্গী সন্ত্রাসী ব্রান্ডিং করো...
ব্যাস- এবার আমরাতো জঙ্গী দমন করছি বলে মুসলিম এবং ইসলামের উপর আক্রমন চালাচ্ছে!!
তবে মিথ্যা যেমন সাময়িক তাদের প্রতারণাও সাময়িক এবং এখনতো ওপেন সিক্রেট তাদের মানসিকতা! এখন শুধু সময়ের অপেক্ষা - ইটের জবাব পাথরের দেবার।
তাদের দিকে আঙুল তুলে বলার সময় এসেছে-তুই সন্ত্রাসী! তোরা সন্ত্রাসী!!
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: সন্ত্রাসীর ডেফিনিশন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যে কাজের জন্য নেলসন ম্যান্ডেলাকে সন্ত্রাসী চিহ্নিত করে ২৭ বছর জেলে আটকে রাখা হয়েছিল, সে একই কাজের জন্য তাকে আবার নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত করা হয়।
---------- ডাঃ জাকির নায়েক।
মুসলিমরা আসলেই সন্ত্রাসী। এটা আমরা অস্বীকার করছিনা। মুসলিম সমাজে খেয়াল-খুশী মত চলার কোন সুযোগ নেই। আল্লাহ্র আইন যেখানে থাকবে, সেখানে সকলেই আল্লাহ্র ভয়ে ত্রস্ত হয়ে থাকবে, কারণ দোষীদের কাছে মুসলিমরা হবে ত্রাসের কারণ
---------- ডঃ আহমেদ দীদাত।
৭| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
রাতুলবিডি৫ বলেছেন: ++++++++++++
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
নতুন বলেছেন: কোন ধম`ই মানুষ খুন করতে বলেনাই.... খৃস্টান/বৌদ্ধ/হিন্দু না ইসলাম...
কিছু অসুস্হ মানুষ ধম`কে ব্যবহার করে তাদের নিজেদের উদ্দেশ্যে এবং ধমের নামে কাজ করে সবার সামনে ধম`কে বিত`কিত করে....