![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক দোস্তর নাম আরিফ। অবশ্য বন্ধু সমাজে আমরা ওরে কার্তাল বইলা ডাকি। বেচারা এক মাস ও হয় নাই বিয়া করছে, মাগার ওখনই ওর বউ থাকে পিরোজপুর আর ও থাকে নারায়নগঞ্জে। আরিফ আবার শেয়ারমার্কেটে ব্যবসা করে। এইটা ওর বউও জানে। কয়েকদিন আগে আরিফ শেয়ারমার্কেটের হাউজে বসা ছিল আর ওর কেনা একটা কোম্পানীর শেয়ারের কম হওয়ায় মেজাজটাও গরম ছিল। এমন সময় জান পাখি ফোন দিয়া জিগায় জান্টুস তুমি কোম্মে?? ও সোজা ভাষায় কইল আমি শেয়ারমার্কেটে আছি।
এই মুহূর্তে ওর জান পাখি প্রশ্ন করে এইখানে কি করেন?? কথা শুনতে দেরী মাগার বউরে দুইদিনরে জন্য সাসপেন্ড করতে দেরী হইল না।
বিঃদ্রঃ আমার এখন পর্যন্ত কোন বউ হয় নাই। মাসছয়েক আগে বিয়াডা হইতে হইতে করলাম না। সবই কপাল কপাল
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
জাহিদ ২০১০ বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
বাড্ডা ঢাকা বলেছেন: হিহিহি