নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ ২০১০

একাকী এ মন তারে খুজে ফেরে সারাক্ষন....................

জাহিদ ২০১০ › বিস্তারিত পোস্টঃ

যখন নামিবে আধার

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০


যখন নামিবে আধার
এই ব্যস্ত কোলাহল মুখর শহরে

নিভে যাবে উত্তপ্ত সূর্যের তেজ
উবে যাবে সূর্যের সেই অহংকার

হাতে আনব আমি
একমুঠো জোছনার আলো
তোমার সম্মুখে

জানি আছো তুমি
অধীর আগ্রহে আমারই অপেক্ষায়

রাতের ঔ হিমেল হাওয়া গায়ে দিয়ে
তুমি পথ চেয়ে আছো আমারই প্রতীক্ষায়

রাতের নিকষ অন্ধকার দেখে
ভয় পেয়ো না তুমি

আছি পাশে সবসময় আমি
তোমার কাছাকাছি

দুনিয়া বেঈমান দুনিয়া ধোকা

যেখানে আমার ছায়া করে
আমারই সাথে বিশ্বাষঘাতকতা

সেখানে তুমি তোমরাই বা
কি করবে বলো

রক্তের সম্পর্ক যেদিন
করবে অস্বীকার

সেদিন কি করবে তুমি
কি করার থাকবেই বা তোমার

নশ্বর এই দুনিয়ায়
অবিনশ্বর হওয়ার চেষ্টা
কর না কভু কোনও দিন

একদিন যাবে ভুলে
সবাই তোমাকে

রাখবে না তোমায় মনে
কেউ কোন দিন

শুধু মনে রেখ
তোমার কৃতকর্মের ফল
পাবে তুমি একদিন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর কবিতা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

জাহিদ ২০১০ বলেছেন: ধনে পাতা দিয়ে ধন্যবাদ জানালাম

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতার লেখাটা ভাল কিন্তু কবিতাটা দেখতে সুন্দর দেখাচ্ছে না এবং ছন্দের মিলটাও লক্ষ্য করা যাচ্ছে না।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

জাহিদ ২০১০ বলেছেন: আনাড়ি হাতের লেখা তো। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমতকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.