![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবৈধ হরমোন দিয়ে বেশি আম ফলাতে গিয়ে শেষ পর্যন্ত গাছই মেরে ফেলছেন অসাধু ব্যবসায়ীরা। না বুঝে অনেক চাষিও ওই হরমোন ব্যবহার করে আমগাছের জীবনী শক্তি হরণ করছেন। রাজশাহীতে ভুক্তভোগী এক চাষি সম্প্রতি তিন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রধান আম উৎপাদনকারী অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে একশ্রেণির কীটনাশক ব্যবসায়ী এই হরমোন ভারত থেকে চোরাই পথে আমদানি করছেন। যেসব ব্যবসায়ী এক বা দুই বছরের জন্য আমবাগান ইজারা নেন, তাঁদের অনেকেই বেশি আম পাওয়ার লোভে গোপনে এই হরমোন ব্যবহার করছেন। এই ওষুধ ব্যবহারের ফলে গাছে উপর্যুপরি আম ধরছে ঠিকই, আমের আকারও বড় হচ্ছে; কিন্তু পরিণামে গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে। জীবনী শক্তি হারিয়ে অনেক গাছ মারা যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬
রোকনুজ্জামান খান বলেছেন: (((((((আমার বল্গে ঘুরে আসার অনুরোধ রইলো।)))))))))