| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইয়ুব পাকিস্তানকে ধ্বংস করার পর, বাংগালীদের লাথি খেয়ে সরেছে; জিয়া, কর্নেল তাহের ও জাসদের গণ বাহিনী আমাদের দেশকে নরক (১৯৭৫ সাল ) বানিয়ে নিজেরা নরকে গেছে। আমাদেরকে শেষ নরকে নিয়ে এসেছে পাকিস্তান ও আমেরিকান ক্যু, সুদখোর ও রগকাটাদের সিরিজ বেপ্লবের ( জল্লাদী ) মধ্যদিয়ে। আসলে, এসব ছিলো আমেরিকান রাষ্ট্রদুতদের ক্রিমিনাল কাজকর্ম। এসব ক্রিমিনালদের সরাচ্ছে ট্রাম্প।
ট্রাম্প ইতিহাসে প্রবেশ করবে আমেরিকার সবচেয়ে অপরাধী প্রেসিডেন্ট হিসেবে; কিন্তু ট্রাম্প নিজের অজান্তেই একজন যুদ্ধ-বিরোধী লোক, যেসব যুদ্ধে আমেরিকা লাভ করে না, সে সেই রকম যুদ্ধ চাহে না। তার আরেকটি দিক হলো, সে গরীব দেশগুলোকে ( Asshole Countries ) আমেরিকান পয়সা দিতে নারাজ, এরা নিজেরা মারামরি করে মরুক, বাঁচুক, সেটা তাদের ব্যাপার!
ট্রাম্প চাহেনা যে, আমেরিকার নার্ড ( nerd ) ডিপ্লোমেটরা আফ্রিকা, এশিয়া ও দ: আমেরিকার গরীব দেশগুলোতে বসে স্হানীয় বানরদের সাথে বন্ধুত্ব করে, সেসব দেশে অকারণে আমেরিকান উপনিবেশ গড়ে তুলুক। এগুলো আমেরিকার কোন কাজে আসে না, অকারণ কিছু পয়সা দিয়ে ক্রিমিনাল পালন ছাড়া অন্য কিছু নয়।
সে তার পছন্দসই রাষ্ট্রদুত পাঠাচ্ছে, যারা কোন গরীব দেশকে আমেরিকান সাহায্য দিবে না; থাকলে আমেরিকান স্বার্থ রক্ষা করবে, না'হয় প্রবাসে ৩/৪ বছর আনন্দে বসবাস করবে।
বাংলাদেশ থেকে বাইডেনের নিযুক্ত সব অপরাধীরা জুন মাসের ভেতর বাংলাদেশ ত্যাগ করবে; সম্ভবত ইউনজুস মিয়াও তার ব্যাগ ঘুচাচ্ছে! পাকিস্তান প্রতিশোধ নেয়ার জন্য ইউনুস ও রাজকারের বাচ্চাদের দিয়ে বাংলাদেশকে কবর দিয়ে বড় শান্তি পেয়েছে।
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৬
জেন একাত্তর বলেছেন:
২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আজ অবধি, ৩য় বিশ্বে ৯০০ বেশী মিলিটারী ক্যু হয়েছে; এর মাঝে ৪০০'এর বেশী ক্যু সফল হয়েছে। বাংলাদেশে সফল ক্যু ৪ টি; পাকিস্তানে মিলিটারীদের মাঝে বড় ধরণের ক্যু হয়েছে ৫ বার।
আমি এদের কার্যকলাপ দেখছি, এরা বুদ্ধিান ক্রিমিনাল ও জল্লাদ।
২|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হতে যাচ্ছে। এটা কি রাষ্ট্রদূত পরিবর্তনের সাথে সম্পর্কিত?
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪
জেন একাত্তর বলেছেন:
মনে হয় না, এটা সেনাবাহিনী থেকে হতে সম্ভাবনা।
৩|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: নতুন রাষ্ট্রদূত আসার পর মিলিটারি মনে হয় একশনে যাবে ; তখন হোম এডভাইজারকে সরানো হবে । শেখ হাসিনার ইলেকশনের পরও আমেরিকা একেবারে নিরব ছিলো। এরা নিরব থাকা মানে ভয়ংকর কিছু হইতেসে ভিতরে ভিতরে। ![]()
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২২
জেন একাত্তর বলেছেন:
ভয়ংকর যা হচ্ছে, তা'হলো, তাদের ক্যু'টা ১টি চলমান দেশকে জংগীদের হাতে তুলে দিয়ে দুতাবাস ধরা খেয়েছে।
৪|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে তুরস্কর স্টাইলে শাসন ব্যবস্হা চালুর চেষ্টা চলছে
.................................................................................
ট্রাম্প প্রশাসন কি তা মেনে নেবে ?
নতূন রাষ্ট্রদূত এত অল্পসময়ে তার এজেন্ডা বাস্তবায়ন করার সময় পাবে ???
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প আর কতদিন আছে? আবার ডেমোক্র্যাটরা আসলে খেলা শুরু হয়ে যাবে; তখন নেক্সট বাংলাদেশ সরকার শেষের দিকে থাকবে।
এরা দুষ্টুমি করেছে আপনি কেমনে জানলেন?