নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীকে যেমন দেখার প্রত্যাশা করি, সে প্রত্যাশার আগে নিজেকে তেমন গড়তে চাই। বিশ্বাস ও কর্মে মিল স্থাপন করতে আজীবন যুদ্ধ করতে চাই নিজের সাথেই।

হিমন

ভিন্নমত সহ্য করতে পারা এক বিরাট গুণ। সকল ভিন্নমত উদার দৃষ্টিতে দেখার চেষ্টায় আছি।

হিমন › বিস্তারিত পোস্টঃ

সরকার প্রধান কি একবারও সংবিধানটি পড়েছেন?

০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫১

এই বৃদ্ধের অপরাধ কী? সরকারকে বলেছে অনির্বাচিত সরকার। ঠিক আছে, আপনাদের কথা মতই ধরে নিলাম আপনারা চল্লিশ শতাংশের নির্বাচনে জয়ী। কিন্তু তবু একজন নাগরিকের এইকথা বলার অধিকার কেন থাকবে না? বাংলার জমিনে আল্লা খোদার নাম যতবার উচ্চারিত না হয় তারচেয়ে বেশিবার উচ্চারিত হয় 'মুক্তিযুদ্ধের চেতনা'র কথা। সরকার প্রধান একবারও কি ছোট চটি বইটি পড়েছেন যা আপনার পিতা দিয়ে গেছেন এবং যার মূল্য তিরিশলাখ প্রাণ? রাস্তার সামান্য একটি বইয়ের থেকেও আজ মূল্যহীন সেই বইটিতে কী সুন্দর করে লেখা আছে মতপ্রকাশের স্বাধীনতা আর নাগরিকের অধিকারের কথা।



নিজেকে প্রবোধ দিতে পারতাম যদি জামাতিদের মত তিনি গুজব ছড়াতেন খুন ও ধর্ষণের। কিন্তু তিনি তা করেননি। তিনি সরকারের বিরোধিতা করেছেন এবং এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে। তাই অবিলম্বে তাঁর মুক্তি কামনা করি।

#Free_Shahidul
#We_Want_Justice

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তার অপরাধ একটিই | বাংলাদেশ নামক একটি নরকের কুণ্ডলীতে পরিণত হওয়া দেশটিতে জন্ম গ্রহণ করা | এদেশে জন্মই তার আজন্ম পাপ |

২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

সাইন বোর্ড বলেছেন: ভূতকে রামের কথা শুনিয়ে লাভ নেই...

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

খাঁজা বাবা বলেছেন: তিনি প্রথমবার কোন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সরকারের লুটপাট, অজনপ্রিয়তা ও অবৈধতার কথা বলেছেন।
তিনি বলেছেন সরকারের যাওয়ার সময় হয়েছে কিন্তু কোন এক্সিট প্লান নেই। যেকোন মুল্যে ক্ষমতায় থাকতে হবে।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: তথ্য হিসেবে এটাও মনে রাখা দরকার শহীদুল আলম রাজাকার সবুর খানের আত্মীয় | তিনি ব্যক্তিগতভাবে ফরহাদ মজহারের সহযোগী --- হেফাজত উত্থানের সঙ্গে জড়িত | মৌলবাদীরা যখন নাস্তিক ট্যাগ দিয়ে তরুণদের হত্যা করছিল তখন তিনি প্রতিবাদ করেননি |

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

হিমন বলেছেন: তাহলে ফরহাদ মজহারকে যখন গ্রেফতার করেছিল তখন ইনাকেও করতে পারত সরকার। কিন্তু যখন সব মত সব পথ সরকারের বিরুদ্ধে সেই মুহুর্তে উনাকে গ্রেফতার করা সরকারের জন্য হিতে বিপরীতই হবে।
উনার সম্পর্কে অনেক নেগেটিভ কথা জানি আমি কিন্তু তবু আমি মত প্রকাশের স্বাধীনতার পক্ষে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: Fact বাদ দিয়ে Act নিয়ে মাথা ঘামিয়েছেন। দ্যাট ওয়াজ হিজ গিলটি!

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


দেশে যেমন টিকটিকি আছে তেমনি গিরগিটীও আছে! বিশেষ ক্ষণে তারা একই টেবিলে বসে পানাহার করে। অন্য সময় ইহারা মানবতার চাদরে আশ্রয় নিয়ে থাকে!

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: বাংলাদেশের সরকাররা তো সংবিধান বানায়, তাদের আবার সংবিধান পড়া!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.