নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জারীর

আমি মানুষ। আমি মুসলিম। আমি বাংলাদেশী। আমি বাঙালী।

জারীর

চেস্টা করি লিখতে। মনে যখন যা আসে তাই নিয়ে। বানান অনেক ভুল করি। তবুও লিখতে থাকি। "বক্তে বক্তে বক্তা, না বক্তে না বক্তে তক্তা" তাই চালিয়ে যাই লিখা।

জারীর › বিস্তারিত পোস্টঃ

অনেক দিনের আশা ..... রমাদানে সৌদী আরব যাওয়া..

২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৯

আসসালামু আলাইকুম।



আমার অনেক দিনের আশা - মক্কা-মদিনা যাওয়া। সেই ছোট বেলা থেকে দেখে আসছি আব্বু প্রতি বছর রমাদানে সৌদী আরব যান । আমার জন্মের আগে আমার পরিবারের সবাইকে আব্বু নিয়ে গিয়েছিলেন ।



আমি ছোট থাকতে সব সময় সৌদী আরব যেতে জিদ ধরতাম । আব্বুর ব্যাগ এ আমার জামা ঢুকাতাম । আব্বু যাওয়ার সময় আমাকে ভুলিয়ে অন্য জায়গায় পাঠাতেন আর আমি এসে দেখতাম আব্বু নেই।



এরপর যখন একটু বড় হলাম, তখন বুঝলাম টাকার ব্যাপর। তখন আববু যখন বলতাম, আব্বু বলতো যে এইবার রমাদান এ যদি হাতে কিছু টাকা থাকে তাহলে নিয়ে যাব ইনশা আল্লাহ । আব্বু আমাকে নিতেন না দেখে দেশের ভিতরে কোন প্রোগ্রামে গেলে আমাকে নিয়ে যেতেন। যার কারণে আমি দেশের ভিতরে অনেক জায়গায় গিয়েছি।



অবশেষে আজ জখন ১৬ বছরে পা রাখলাম, তখন আমার মন একটি ভিন্ন আনন্দে দোলা খাচ্ছে। কারণ সেই সৌদী আরব যাওয়া। আব্বু গতকাল পাসপোর্ট নিয়ে গেছে ভিসার জন্যে। এখন শুধু অপেক্ষা কবে আব্বু রওনা দিবে। আমার এতো দিনের আশা এবার পূরণ হতে যাচ্ছে ইনশা আল্লাহ। আব্বু বলেছে আগামী মাসের ৩-৪ তারিখের মধ্যে যাবেন। শুধু এই কথাতেই ভয়। আব্বুর টাইমের কোন ঠিক নেই। কতো দিন লাগে, তা আল্লাহই ভাল জানেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-৩

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৪২

জেনারেল বলেছেন: রমাদান কোন দেশী শব্দ?
তোমার আব্বু একাই যান না তোমার আম্মুও যান সাথে ?
তোমার আম্মু কি একবারও গেছেন?

২| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৬

ত্রিভুজ বলেছেন: শুভ কামনা রইলো..... :-)

৩| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৫২

জারীর বলেছেন: রমাদান হলো আরবী শব্দ আর আপনারা যা বলেন রমযান, ওটা হলো ফারসি শব্দ। @ জেনারেল

ধন্যবাদ @ ত্রিভুজ

৪| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০০

ফরিদ বলেছেন: পিচ্চি, ঝকাস কইরা তো মদীনার একখান ছবি মাইরা দিলা। তুমি যাইবা আর আমরা এইহানে আংগুল চুষুম।
একটা কাম ভুইলো না, রাওজা পৌছে যদি হুঁশে থাক তো উম্মী নবীর ডিজিটাল উম্মতের ইউনিভার্সাল সালাম একখান পৌছায়ে দিও।

৫| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:২৬

জারীর বলেছেন: কয়েক দিন আগে আমি হোমওয়ারক করিনি দেখে আমাদের বাংলা মিস বলেছে আমি নাকি স্কুল শেষ করতে করতে বুড়া হয়ে যাব। আমি যখন বললাম যে আমি ক্লাশের সবার ছোট, উনি আমার কথা বিশ্বাস করতে চান নি। আর এখানে আপনি আমাকে বলতেছেন পিচ্চি...... @ ফরিদ

৬| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:২৯

প্রত্যাশা বলেছেন: ইনশাআল্লাহুতালা....

৭| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৩৪

অশ্রু বলেছেন: শুভ জন্মদিন। আজই ষোল হল?

৮| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৩৭

ফজল বলেছেন: আহলান ওয়াসাহলান।

৯| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৩

জারীর বলেছেন: জি @ অশ্রু

১০| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৯

জারীর বলেছেন: ধন্যবাদ। আপনি কি সৌদীতে থাকেন না কি ? @ ফজল

১১| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৭

ফজল বলেছেন: জি জনাব, মদীনাতে।

১২| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:০৮

জারীর বলেছেন: আমাকে যদি মেইল করে আপনার contact নাম্বারটা দেন, তাহলে ভাল হয়। [email protected]

১৩| ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৪

ফজল বলেছেন: জারীর, মেইল চেক করুন।

১৪| ২৬ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৯

ভোরের সূর্যদয় বলেছেন: আসলে মদিনায় যাওয়া ও রাসূলের রওজা জিয়ারত করা এক মহা সৌভাগ্যের বিষয়। সকল মুসলমানদের মনে এক বিরাট আকাঙ্খা থাকে তারা রাসূলের রওজা জিয়ারত করেব এবং কাবা ঘর তাওয়াফ করবে। এর সাথে বিরাট এক আকাঙ্খা এবং আবেগ জড়িত থাকে। আল্লাহ আপানর মনবাসনা পূরণ করেছেন এর জন্য আপনাকে অভিনন্দন।

আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে পারি এবং রাসূলের রওজা জিয়ারত করতে পারি।

আমার পরিচয়টা দেই। আমার জন্য নাম ধরে দোয়া করবেন। আমি মনজুর মোর্শেদ। থাকি শাহবাগ। গ্রামের বাড়ি সাতক্ষীরা। পড়াশুনা করেছি কম্পিউটার সাইন্সে। নিজে কিছু করব বলে ভাল ভাল চাকুরির অফার থাকা সত্তেও চাকুরি করিনাই। জীবনে খুব বড় এক চ্যালেন্জ নিয়ে বসলাম কর্মজীবনের শুরুতেই। যদি সফল না হই খুব বড় ধাক্কা খাব। আমার জন্য দোয়া করবেন রাসূলের রওজায় গিয়ে। আমি যেই চ্যালেঞ্জ নিয়েছি সেটাতে যেন সফল হতে পারি। আল্লাহ আমাদের সকলের মনবাসনা পূর্ণ করুন।

১৫| ২৬ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩১

নাজিরুল হক বলেছেন: শুভকামনা রইলো।

১৬| ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ৯:০৭

পরোপকারী বলেছেন: রমজানের প্রথম সপ্তায় যাওয়ার আশা করছি,কারন শেষের দিকে ভিড় বেশী থাকে তাই।

১৭| ২৭ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৯

হাসান তারিক বলেছেন: শুভকামনা রইলো
আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন তো?

১৮| ২৭ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:১৬

চতুরভূজ বলেছেন: শুভ কামনা।
আমারও মনের বাসনা আমি প্রিয় নবীর রওজা মুবারক স্বচক্ষে দেখে আসব।

১৯| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৮

জারীর বলেছেন: ধন্যবাদ @ সবাই কে

২০| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:১৫

নুর3ডিইডি বলেছেন: আহলান ওয়াসাহলান। জারীর অপেক্ষায় আছি। কিছু দিন নেটএ বসতে সময়ের এলোমেলো হওয়ার কারণে, ভাবছিলাম তুমি কি সৌদি আরবে নাকি বাংলাদেশে? এই পোষ্ট দেখে নিশ্চিত হলাম।

২১| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:১৯

নুর3ডিইডি বলেছেন: তুমি মক্কায় আল্লাহর ঘরের পাশ্বে দাড়িয়ে আমার জন্য এবং আমাদের বাংলাদেশ ও দুনিয়ার সকল মুসলমানের জন্য দোয়া করবে আশাকরি।

২২| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:২২

নুর3ডিইডি বলেছেন: জারীর, তুমি হয়তো ভালোই জান, তার পরও বলছি, যা কিছু চাইবে সরাসরি আল্লাহর কাছে ।

২৩| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:২৮

জারীর বলেছেন: ধন্যবাদ। ইনশা আল্লাহ দেখা হবে । @ নুর3ডিইডি

২৪| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪০

অচেনা বাঙালি বলেছেন: ফি আমানিল্লাহ ইয়া হাবিবি

২৫| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৮

মনিটর বলেছেন: জারীর/আলহামদুলি্লাহ, খুব ভাল খবর।

আচ্ছা, সৌদি আরব যাওয়া আসা, থাকা খাওয়া মিলিয়ে কত খরচ হয়? আপনার স্পন্সর কে? ফ্যামিলি নাকি কোনো সংস্থা-সংঘঠন?

২৬| ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৮

পাশা বলেছেন: জারীর,
আমাদের জন্য দোয়া করতে ভুইল না।

২৭| ২৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:১০

গন্ডার বলেছেন: আহলান ওয়াসাহলান।
এইডার মানে কি???????

২৮| ২৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৯

জারীর বলেছেন: স্বাগতম (মনে হয়) @ গন্ডার

২৯| ২৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:০০

গন্ডার বলেছেন: ইয়া হাবিবি আপনাকে ধন্যবাদ

৩০| ২৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩০

কপিরাইট বলেছেন: সাবধানে থাইকেন।সুস্থ থাইকেন।
ইফতারির সময় খুব মজা হয়।বেশুমার ইফতার বিলি হয়।খেজুরই আছে বোধহয় বিশ রকমের।
আর জ্যুসম্যুস যা পাইবেন,খাইয়া শেষ করতে পারবেন না।
(হোসেইন)

৩১| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৮:০৯

জারীর বলেছেন: আপনি আর ফজলে এলাহি কি এক নাকি ? @ ফজল ভাই

৩২| ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৮:১১

জারীর বলেছেন: ইনশা আল্লাহ @ পাশা ভাই

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮

মনিটর বলেছেন: জারীর/আলহামদুলি্লাহ, খুব ভাল খবর।

আচ্ছা, সৌদি আরব যাওয়া আসা, থাকা খাওয়া মিলিয়ে কত খরচ হয়? আপনার স্পন্সর কে? ফ্যামিলি নাকি কোনো সংস্থা-সংঘঠন?

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮

তাহসিন সাঈদা মুন বলেছেন: আলহামদুলিল্লাহ! শুনে খুব ভালো লাগল জারীর।
ড্রাফ্ট ব্যাক করা ঝামেলার কাজ।

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৫

সুমি বলেছেন: আপু তোমার মেইল আইডি দাও আমার ফোন নং দেবো ----

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৯

জারীর বলেছেন: দোয়া করবেন @ মুন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.