নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
জয়ীতার আঁকা ছবি
- জসিম উদ্দিন জয়
সবুজের সমারোহ আমাদের গ্রাম
পাতার ফাঁকে ফাঁকে আম আর জাম।
দূরের পাখিগুলো ছুঁয়ে যায় প্রাণ
একতারা হাতে চলে বাউলের গান।
বাতাসে ঢেউ তোলে সাদাকাঁশবন
বাড়ীর কোল ঘেষে ঝিঝি বাশঁবন।
খালবিল ঝিল আছে খেলার মাঠ
শাপলা ফুল আর পুকুরের ঘাট।
কলসি কাঁখে হেঁটে চলে গাঁয়ের বধু
ভ্রমরেরা ফুলে ফুলে আহরণে মধু।
উষার আকাশজুড়ে আছে বাঁকা রবি
জয়িতার তুলিতে আছে আঁকা ছবি
২| ১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২০
নূর আলম হিরণ বলেছেন: এই ধরনের কবিতা পড়তে ভালোই লাগে। সুন্দর লেগেছে।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কলসি কাঁখে এখন কেউ নেয় না মনে হয়
সুন্দর হয়েছে