![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, এখন হঠাৎ মনে পড়ায় বাংলা করলাম।
আসলে আমার বাংলাটা থেকে ইংরেজিটাতেই মজা বেশি হবে!
ইংরেজিটা পড়লে একটু বেশি আরাম পাওয়া যাবে।
যদি কেউ ইংরেজি পড়তে চায়ঃ
Ode On The Lungi - Kaiser Haq
দাদা ওয়াল্ট, আমাকে অনুমতি দিন, ভাবনাগুলো আপনার সাথে শেয়ার করি,
যতোবার আমি আপনার প্যাসেজ টু ইন্ডিয়া পড়ি ততোবারই মনে হয় এটা এর থেকেও বেশি।
আমি কল্পনায় সময়ের সাথে জবরদস্তি করে ভাবি,
আপনি ইন্ডিয়া পার হয়ে আসেন একবার বাংলাদেশে।
ইদানীং ভাবি,
এ কেমন বস্ত্রীয় সমতা!
আমরাতো গণতান্ত্রিক আদর্শ হতে বহু দুরে,
আমরা কুটিলও, মুখে আর মনে বৈষম্য!
যদিও সবাই মুখে বলি সব পোশাকের সমান অধিকার
কিন্তু কিছু কিছু পোশাকের আছে আলাদা কদর।
নাহ! আমি কোনো অভিযোগ করছি না!
জ্যাকেট আর টাইকে আমি অবজ্ঞা করছি না,
তাদেরও আছে নির্দিষ্ট প্রয়োজনীয়তা।
বিভিন্ন উপলক্ষে তাদের আছে আলাদা যোগ্যতা
কিন্তু আমি বলছি আরো মৌলিক এক পোশাকের কথা!
শত শত মিলিয়ন লোক
প্যাসিফিক থেকে আফ্রিকা, সবাই পরে লুঙ্গি।
কতো বাহারি নাম তার: সারঙ, মুন্ডা, তামান, সারাম, পিনন, মা'আওয়াইস, কাঙগা, কাইকি, ধুতি।
তারা দিনে রাতে, ঘরে বাহিরে সর্বদাই পরে লুঙ্গি।
কেবল ভাবুন –
যেকোনো মুহূর্তে
লুঙ্গি পরিহিত লোক আছে এ দুনিয়ায়
ইউরোপ আমেরিকার জনসংখ্যার চেয়ে বেশি।
এখন চেষ্টা করুন একটি পরতে
হোয়াইট হাউজের যেকোনো অনুষ্ঠানে –
এমনকি আপনিও, দাদা ওয়াল্ট,
গণতন্ত্রের বরপুত্র,
এটি পরবেন না।
আপনি পরতেন যদি
পেতেন একটি কিল্ট –
কিন্তু লুঙ্গি? কখনোই না।
কিন্তু কেন? – এটা সেই প্রশ্ন
যা আমি সকলকে ভাবতে বলি-
এটাকি সভ্যতার সংঘাতে?
এটাতো কিম্ভুতকিমাকার, যে আমাদের সাথে রেশমি ঘাগরা
কিংবা লুঙ্গি তাদের সাথে!
তবে কি এটা নব্য সাম্রাজ্যবাদ,
পোশাকের কর্তৃত্ব!
কিভাবে বাদামী ও হলুদ সাহেবেরা, নাক কুঁচকায় তাদের স্বজাতির প্রতি যারা লুঙ্গিতেই সন্তুষ্ট!
বিচিত্রতাও আছে,
শ্রীলঙ্কায় দেখুন, তারা পার্টি ড্রেস রঙিন সারংকে করে!
দেখুন মায়ানমারের পলিটিসিয়ানদের দিকে
বিদেশি রাজনৈতিকদেরও তারা স্বাগতম করে লুঙ্গি পরে!
মায়ানমারের আন্তর্জাতিক হয়ে ওঠা অবধি অপেক্ষা করুন,
আমেরিকার স্যাভিল রো'তেও লাইন পরে যাবে লুঙ্গির দরুন।
ব্যক্তিগত জীবনেও আছে লুঙ্গির কদর,
আমার কাজিন, আমেরিকা থাকে,
বাসায় এসেই আরাম খোঁজ লুঙ্গির ফাকে!
তার ছেলে বাবার লুঙ্গি পরায় লজ্জিত,
সুযোগ পেলেই লুকিয়ে রাখে অদ্ভুত লুঙ্গিটা আলমিরার তাকে!
বিষয়টা হতাশার
আমিও লোক নই ছাড়বার,
এখন সময় কিছু একটা করবার।
আমি ভেবে নিয়েছি,
এটাকে পতিত হতে দিবো না।
কেউ যদি এর পরে কটাক্ষ করে,
আমি সগর্বে ঘোষণা করবো
আমি একজন লুঙ্গি কর্মী !
বন্ধু ও সহযাত্রী লুঙ্গি প্রেমীরা,
চলুন আমরা লুঙ্গির জন্য পার্টি ও প্যারেড আয়োজন করি,
হলমার্ক ও আর্চির সমর্থন চাই
একটি আন্তর্জাতিক লুঙ্গি দিবস চালু করতে
যেদিন জাতিসংঘ প্রধান একটি লুঙ্গি পরে
বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
দাদা ওয়াল্ট, আমি আমার লুঙ্গি উদযাপন করি, আমি আমার লুঙ্গির গান গাই।
আমি যা পরেছি, আমি তা পরবোই।
এটাই উপযুক্ত সময়,
আপনার প্যাসেজ টু ইন্ডিয়ার থেকে বড় কিছু করুন,
টু বাংলাদেশ করুন।
লুঙ্গির ভেতরে আরাম করুন একটা কটেজে
কক্সবাজার সমুদ্র সৈকতে।
(সগর্বে আমরা বলি, এটাই পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত)
দেখবেন আটাশজন লোক লুঙ্গি পরেই সমুদ্রস্নান করছে!
কী এই জিনিস
(আমার শিক্ষিত বন্ধুরা, আমি ব্যু ব্রাম্মেলের কথা উল্লেখ করছি!)
আমি আবার বলছি, কী এই জিনিস
যা নিয়ে আমি বলেই চলেছি?
একটি আয়তাকার কাপড়,
সাদা, রঙীন, চেক কিংবা প্লেইড,
যেনতেনভাবে ৪৫⨯৮০ ইঞ্চি,
পাশাপাশি অর্ধেক কাটা
আর চোঙ্গার মতো করতে
সেলাই আঁটা
আপনি এর ভেতরে ঢুকে পড়তে পারেন
আর ঢিলা বাঁধনে বাঁধতে পারেন
কোমরের চারপাশে –
ওয়ান সাইজ ফিটস অল!
আর বসার জায়গার ময়লা?
লুঙ্গির ভেতরের দিকটা বের করে ঝেড়ে নিন পয়লা!
এটার পার দিয়ে মুছতে পারবেন হাত,
সাবধান হয়ে অধিক নুয়ে ধোয়া মুখ মুছবেন,
নইলে জাঙ্গিয়া পরা না থাকলে যেতে পারে জাত!
খুলে রাখলে এটা হয়ে যাবে ওড়না বা চাদর।
ব্যবহৃত হয়ে গেলেও এর কমেনা কদর –
বাসনের ন্যাকড়া কিংবা মেঝে মুছনি হিসেবে
অথবা কাঁথা বানানোর উপকরণ হিসেবে
অথবা আপনি আপনার কল্পনাকে কাজে লাগাতে পারেন
'সবকিছুর তত্ত্ব'র সুপারস্ট্রিংকে অলংকৃত করতে চেয়ে
(এই শিরোনামের বই
সম্মানিত স্টিফেন হকিংয়ের)
মূলত লুঙ্গি হলো ফিগ পাতার বর্ধিত রুপ
যা মানুষকে দিয়েছে তার সঙ্গতির স্বরুপ।
বছরের বেশি সময়, যখন খালি গায়ে
ঠান্ডায়, আপনি সুন্দর দিন-যাপন করতে পারেন
কেবল এক জোড়া লুঙ্গি নিয়ে,
পুকুর বা নদীতে ডুব দিয়ে
লুঙ্গি পরে সাঁতার কেটে,
লুঙ্গিটাকে কাছা মেরে জি স্ট্রিংয়ের মতো পরিবর্তন করে নিয়েন শুধু।
তপ্ত রোদে
একটা লুঙ্গিই পারে আরব কিংবা শিখ পাগড়ী হতে।
তীব্র শীতে, বাড়তি একটা লুঙ্গিই পারে পঞ্চের আরাম দিতে!
কুস্তি করতে
কিংবা কাবাডি খেলতে
জি স্ট্রিংয়ের মতো বা কাছা করে লুঙ্গি পরা যায়
কিন্তু ফুটবল কিংবা ক্রিকেট মাঠে
অথবা বর্ষায় জলে হাঁটতে
এটাকে উপর-নিচ ভাঁজ করা হয়
আর হাঁটুতে ওঠানো হয়।
সংক্ষেপে,
যারা আগ্রহী তাদের জন্য লুঙ্গি একটা পরিপূর্ণ বস্ত্র।
সামাজিক সাম্যেরও এটা একটা অস্ত্র!
এবং বিশ্বের সকল দারিদ্র্যের প্রতীক এটা।
হাস্যরসের মাধ্যমে এটা প্রান্তিক লোকেদের বক্তব্য।
এছাড়াও লুঙ্গির আরো কতক ব্যবহার আছে,
রোমান্টিক সময়ে এটা দুজনের জন্য স্লিপিং ব্যাগ।
এর ভেতরে যদি বয়স্কদের কৌতুকের বই আর মদের বোতল প্রিয়ার সাথে তবে তার ভেতরেই আপনার স্বর্গ।
যদি কারোর খারাপ দিন আসে,
যদি অবিশ্রান্ত বর্ষণের কারণে বন্যা কিংবা প্রবল জলস্রোত দেখা দেয়,
তবে নেমে পড়ে যেনো জলে,
হাতের সাহায্যে বাতাস ভরে নিলেই হলো, বেলুনের মতো ফুলে ওঠে এটাই হবে আপনার নৌকা!(এ যেনো লুঙ্গির ভেতর বাতাস আর আমিতো...)
এরপর ভাসতে ভাসতে যদি গাছের আগায় আশ্রয় পায় তবে লুঙ্গিটা খুলে নিংড়ে নিয়ে পতাকার মতো নাড়াতে থাকলেই,
এটাই হয়ে যাবে তার দুঃসময়ের পতাকা!
৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪০
বেনামি মানুষ বলেছেন: লুঙ্গি ড্যান্স ছাড়াও কিছু ব্যবহার আছে লুঙ্গির যা কায়সার হক শৈল্পিকভাবে উনার লেখায় তুলে ধরেছেন।যেমন- এছাড়াও লুঙ্গির আরো কতক ব্যবহার আছে,
রোমান্টিক সময়ে এটা দুজনের জন্য স্লিপিং ব্যাগ।
এর ভেতরে যদি বয়স্কদের কৌতুকের বই আর মদের বোতল প্রিয়ার সাথে তবে তার ভেতরেই আপনার স্বর্গ।
আর আমিও এই ধরেন দশপনেরো মিনিট আগে আপনার ব্লগে ঢু মেরেছিলাম কিন্তু!!!!
২| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:০২
প্রামানিক বলেছেন: সুন্দর লুঙ্গি পোষ্ট।
৩| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:১৮
বেনামি মানুষ বলেছেন: ধন্যবাদ প্রামনিক ভাই এটা একটা ইংরেজি লেখার বাংলা করার প্রয়াস মাত্র।
মূল লেখক Kaiser haq
মূল লেখা Ode On The Lungi
৪| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
গরম এলাকায় লুংগি ভালো ড্রেস।
০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪০
বেনামি মানুষ বলেছেন: এটাতো আছেই, কায়সার হক বলেছেন এটা One size all fits!!!
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
লুঙ্গি ড্যন্স, লুঙ্গি ড্যান্স !! আপনার ব্লগে আমি এই প্রথম এলাম .....।