নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

রম্যকাব্য: এল রয়ের ভাবনায় সাংসারিক রাধা কৃষ্ণ

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২০


ডিএল রয় একজন সুপ্রতিষ্ঠিত রম্যকাব্য লেখক।
রাধাকৃষ্ণের প্রেমের কথা কীর্তন ধাঁচে লিখেছেন । তবে ভিন্ন ভাবে, তিনি রাধাকৃষ্ণ যদি আমাদের মতো সাংসারিক হতো তবে কিভাবে প্রেম করতো তা দেখিয়েছেন এই রম্যকাব্যের মাঝে।

চলুন আপনাদের নিয়ে যাই দ্বিজেন্দ্র লাল রায়ের মজার ভাবনায়-


গোলকধামে কিংবা মর্ত্যধামে একটি বিষয় কিন্তু এক্কেবারে সমান। প্রাণের মানুষের সাথে
খুনসুঁটি বা ভালোবাসা, এখানে আছে ওখানেও আছে। সেটা স্বকীয়া হোক বা পরকীয়া।

তা একদিন ছুটির দিনে, রাধা আমার সকাল থেকে সাংসারিক কাজে ব্যস্ত। স্বাভাবিক ভাবেই সে অনেক বেশি ক্লান্ত।

এমন সময় কৃষ্ণ গেলেন তাঁকে মিষ্টি কোলাহলে বাঁধতে।
গিয়ে তিনি কি বলছেন রাধাকে-

কৃষ্ণ বলে, আমার রাধা, বদন তুলে চাও।
আর রাধা বলে, কেনো মিছে আমারে জ্বালাও!
মরি নিজের জ্বালায়!

কৃষ্ণ বলে, রাধা দুটো প্রাণের কথা কই।
আর রাধা বলে, এখন তাতে মোটেও রাজি নই!
সরো ধোঁয়ায় মরি!

কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন বেনু!
আর রাধা বলে, ওহো! শুনে আমি মরে গেনু!
আমায় ধরো ধরো!

কৃষ্ণ বলে, পীতধারা বলে আমায় সবে।
আর রাধা বলে, হলো মোক্ষলাভ কী তবে?
থাক আর খাওয়া দাওয়া!

কৃষ্ণ বলে, আমার রুপে ত্রিভুবনটি আলো।
আর রাধা বলে, তবু যদি না হতে মিশকালো।
রুপতো ছাপিয়ে পড়ে!

কৃষ্ণ বলে, আমার রুপে মুগ্ধ ব্রজবালা।
আর রাধা বলে, ঘুম হচ্ছে না এতো ভারি জ্বালা!
তাতে আমারই কি!


ঝগড়াবিবাদের পারদ এখন তুঙ্গে। কিন্তু কৃষ্ণ তো স্বভাবচতুর, তাই চাতুরি করে মিষ্টি কথায় রাধারাণীর রাগ গলানোর চেষ্টা করছেন।
তখন তিনি কি বলছেন-

কৃষ্ণ বলে, রাধা তোমার কিবা চারু কেশ!
আর রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ!
সেটা বলতেই হবে।

কৃষ্ণ বলে, রাধা তোমার দেহ শূন্যলতা!
আর রাধা বলে, কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা!
যেনো সুধা ঝড়ে!

ঝগড়া কোলাহল বোধহয় এবার আস্তে আস্তে মিলেনর দিকে যাচ্ছে।
কি বলছেন কৃষ্ণ-

কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনিতো কভু!
আর রাধা বলে হে, আজ সাবান মাখিনি তবু!
নইলে আরো সাদা!

কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে?
আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে!
গোল তো মিটেই যেতো!

রাধাকৃষ্ণের মিলন হলো ঝগড়াবিবাদ শেষে, সবাই মিলে হরি বলো প্রেম ভালোবেসে।
হরিবোল, হরিবোল, হরিবোল...







রাধাকৃষ্ণের সাংসারিক প্রেম: অদিতি মুন্সির কন্ঠে শুনুন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই তো লাগলো প্রেম কাব্য গীতি ++++

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪২

বেনামি মানুষ বলেছেন: ভালো লাগলো জেনে প্রীত হলাম।
ধন্যবাদ জানবেন।

২| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮

প্রাইমারি স্কুল বলেছেন: ঝগড়াটে প্রেমকাব্য গীতি

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫০

বেনামি মানুষ বলেছেন: অন্যদের কথা জানিনা, নিজের কাছে মনে হলো গানটির মাধ্যমে তাদের প্রেমটা খুব কাছ থেকে দেখছি।
উপস্থাপন ভঙ্গিটা খুব বেশি পরিচিত কি না তাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য!

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

চৌধুরী সাকিব আরিফ বলেছেন: ভালো লেগেছে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

বেনামি মানুষ বলেছেন: শুনে প্রীত হলাম।
আর ধন্যবাদ জানেবন এই অধমের পক্ষ থেকে।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


ভাগ্য ভালো যে, হিন্দু ধর্মের অবতারকে নিয়ে রম্য

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

বেনামি মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


ভাগ্য ভালো যে, হিন্দু ধর্মের অবতারকে নিয়ে রম্য


ধর্মের অমূলক কড়াকড়ি আরোপের জন্যই লোকে ধর্ম বিমুখ হয় বেশিরভাগ।
নির্মল বিনোদনেও বাঁধা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.