![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I don’t know what I may seem to the world, but as to myself, I seem only to have been like a boy playing on the sea-shore and diverting myself in now and then finding a smoother pebble or a prettier shell than ordinary, whilst the great ocean of truth lay all undiscovered before me
চুল, যা নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই চুল নিয়ে চিন্তিত থাকে। তাই চুলের যত্ন কিভাবে করতে হবে, চুল পড়ার কারণ, হারবাল product ইত্যাদি সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। কিন্তু বংশগত কারণে যে চুল পড়া তা আমরা রোধ করতে পারিনা। চুলপড়া রোধে অনুমোদিত যেসব ঔষধ আছে সেগুলো সম্পর্কে তেমন কিছু জানিনা। ডাক্তারের কাছে গেলে অযথাই ই-ক্যাপ দিয়ে বসিয়ে রাখে।তাই আসুন আজকে চুলপড়ার FDA অনুমোদিত ঔষধ সম্পর্কে জানি এবং ব্যবহার করা উচিৎ কিনা নিজেই সিদ্ধান্ত নেই।
i) Minoxidil (Rogaine):
এটা প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করে। Liquid or foam আকারে 2%, 4% এবং 5% solution হিসেবে পাওয়া যায়। দিনে দুইবার মাথার তালুতে ঘষে ঘষে ব্যবহার করতে হয়। ছেলে-মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে। এটি কিছু নতুন চুল গজাতে পারে এবং চুল পড়ার হার কমাতে পারে। মানে কিছু নতুন চুল গজালেও চুলপড়া পুরোপুরি বন্ধ হয়না। এটি মাথার তালুতে ভাল কাজ করে কিন্তু সামনে তেমন করেনা। ফলাফল পেতে চার মাস এর মত লাগতে পারে। বয়স্ক মানুষ, বড় টাক, অনেকদিন ধরে টাক এসব ক্ষেত্রে ভাল কাজ করেনা। আর এটি ব্যবহার করা বন্ধ করলে চুল আবার পরতে থাকবে। এর মূল্য 30 $ এর মতো (এক মাস এর জন্য)।
পার্শপ্রতিক্রয়ার মধ্যে আছে চুলকানি, আলার্জি, কপালে, ঘাড়ে অথবা মুখে অযাচিত লোম গজানো ইত্যাদি। সন্তান জন্মদান করবেন অথবা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মহিলারা ব্যবহার করবেন না।
ii) Finasteride (Propecia):
এটি শুধুমাত্র ছেলেদের জন্য। পিল আকারে পাওয়া যায় এবং প্রতিদিন খেতে হয়। এটি চুলপড়ার হার কমায় বা চুলপড়া বন্ধ করে এবং কিছু নতুন চুল গজাতেও পারে। মানে চুল এখন যেমন আছে তেমনি থাকবে। ছয় থেকে বার মাস লাগতে পারে ফলাফল পেতে। খাওয়া বন্ধ করে দিলে ঔষধের কার্যকারিতাও বন্ধ হয়ে যায়। এর মূল্য 35 $ এর মতো (এক মাস এর জন্য)।
এটির পার্শপ্রতিক্রয়ায় পুরূষত্বহীনতা ঘটতে পারে , অথবা বিপরীত লিঙ্গের সাথে কিছু করার ইচ্ছা কমে যেতে পারে
, অথবা timing কমে যেতে পারে
(মানে বুঝে নিন কি বোঝাতে চেয়েছি, এরচে শালীন ভাষা মনে পড়ছে না)। ব্যবহার বন্ধ করে দিলে অবশ্য কয়েক সপ্তাহের মধ্যে পুনরায় সক্ষম হয়ে উঠতে সক্ষম হবেন আশা করা যায়। Prostate cancer এর ঝুঁকি বেড়ে যেতে পারে।
ঔষধ দুটি বাংলাদেশে আছে কিনা জানিনা। সুতরাং এখন নিজেই সিদ্ধান্ত নিন অর্থ খরচ করে পুরূষত্ব বিসর্জন দেয়ার ঝুঁকি নিয়ে চুল ধরে রাখতে চান কিনা। যদি চান, এখনি ডাক্তারের কাছে যান এবং জিগান- “এই দুইটা নাকি লীজান”(কয়দিন ধরে লীজান Hair loss এর বিজ্ঞাপন দেখছি, এটা কি আসলেই কাজ করে? লীজান Hair loss এর মূল্য ৮০০ টাকা।)
২| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ৮:১৪
জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: আপু আমেরিকাতে Minoxidil "Over-the-counter drug" হিসেবে বিক্রি হয় ইন্টারনেট ঘেটে এই তথ্য পেলাম। আমি অবশ্য লীজান কিনেছি পরীক্ষা করার জন্য । আর ধন্যবাদ ব্লগে স্বাগতম জানানোর জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমি যেখানে থাকি সেখানে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দিবেনা। লেখায় প্লাস। ব্লগে স্বাগতম।