![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জিও। কুয়েটে পড়াশোনা করছি, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ । লেখা লেখি খুব বেশি করিনি কখন। এই পথে তাই আমি নতুন। ভাল লাগে বই পড়তে, মুভি দেখতে । নতুন নতুন লেখার চেষ্টা করছি, তাই কেউ পড়ে দু-একটা ভুল বের করে দিলে খুশি হব। অপেক্ষায় রইলাম কারো গঠনমূলক সমালচনার জন্যে। ধন্যবাদ।
আপনি প্রথমবার স্কুলে কিভাবে ভর্তি হয়েছিলেন? কেঊ হয়ত ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, কারো বাবার বন্ধু স্কুলের শিক্ষক ছিল, কেউ বা হয়ত কোন ফর্ম ছাড়াই ক্লাস করা শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন কি টা আর সম্ভব? অবশ্যই না।
হিন্দি মিডিয়াম সিনেমার গল্পের প্লটটাও ঠিক এমন। স্বামী, স্ত্রী আর তাদের সন্তান, পিয়াকে নিয়ে তাদের সংসার। স্বামী বাজারের বড় কাপড়ের দোকানের মালিক, সবাই তাকে লোকাল বিজনেস টাইকুন বলে। অর্থের অভাব নেই, অভাব আছে শিক্ষার। অল্প শিক্ষিত, ইংলিশ বলতে পারেন না। স্ত্রীর অবস্থাও একই রকম । এ নিয়ে তাঁর কোন মাথা ব্যাথা না থাক্লেও স্ত্রীর কষ্টের শেষ নেই। তাই তাদের মেয়ে পিয়াকে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চান। তাই দিল্লির টপ ৫ টা স্কুলের ফর্ম তোলেন তারা। ভর্তির জন্যে কনসালটেন্টের শরণাপন্নও হন। তিনি তাদের বিভিন্নভাবে গাইড করেন। কথা-বার্তা থেকে শুরু করে পোশাক পরিচ্ছদেও পরিবর্তন আনেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। ৪ টা স্কুলের রেজাল্টে নাম আসে না । এর পরেই তারা জানতে পারেন আরটিএফ বা দরিদ্র কোটার বিষয়ে । নকল ডকুমেন্ট তৈরি করে জমা দেওয়ার পর জানতে পারেন এবার নাকি স্কুল থেকে সরেজমিনে পরিদর্শন করা হবে। শুরু হল নতুন বিড়ম্বনা । অর্থের জৌলুস ছেড়ে সস্তা টিনের ঘরে পর্যন্ত থাকতে পিছপা হলেন না। সেখানে তাদের পরিচয় হয় শ্যামপ্রকাশ নামে এক পরোপকারী ব্যাক্তির সাথে যার ছেলেও অই একই কোটায় একই স্কুলে ভর্তি হতে চায়। এর পর ঘটতে থাকে আরও মজার কাহিনি। মুভিটার শেষ দিকে যেয়ে আপনি সিরিয়াস কিছু মেসেজ পাবেন।
স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা ইরফান খান, আর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাবা কামার । বুঝতেই পারছেন ইরফান খানের অভিনয়, তোঁ সেখানে কমেডির ছয়া থাকবেই। সেই সাথে তাঁর অনবরত অভিনয় আপনাকে মুগ্ধ করবে। ইরফান খান এবং সাবা কামারের বন্ধুসুলভ দাম্পত্য আপনি উপভোগ করবেন নিঃসন্দেহে ।মুভিতে একটি কামিও রোলে নেহা ধুপিয়াকেও দেখা যাবে ।
মুভিটার আইডিএমবি রেটিং ৮/১০ । তোঁ বুঝতেই পারছেন মুভিটা কেমন হবে। তোঁ দেরি কেন? সময় করে দেখে ফেলুন । নির্মল বিনোদনের সাথে হাল্কা চিন্তার খোরাক । সত্যিকার মুভিলাভারের আর কি চাই, বলুন?
©somewhere in net ltd.