নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিন্নতার জগতে স্বাগতম.....

মুনতাসির জিও

আমি জিও। কুয়েটে পড়াশোনা করছি, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ । লেখা লেখি খুব বেশি করিনি কখন। এই পথে তাই আমি নতুন। ভাল লাগে বই পড়তে, মুভি দেখতে । নতুন নতুন লেখার চেষ্টা করছি, তাই কেউ পড়ে দু-একটা ভুল বের করে দিলে খুশি হব। অপেক্ষায় রইলাম কারো গঠনমূলক সমালচনার জন্যে। ধন্যবাদ।

মুনতাসির জিও › বিস্তারিত পোস্টঃ

“মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” ও জান্নাতুল নাইম এভ্রিল বিতর্ক

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

বাংলাদেশে যেকোনো বিতর্ক ইস্যুতে কথা বলা খানিকটা লেবু কচলে তেঁতো করার মতো। আরও যদি সেটা হয় কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে তোঁ কোথাই নেই। কমেন্ট সেকশনেই জাতি দুভাগে ভাগ হয়ে যায়। তারপরও এই বিষয়ে কিছু বলার (পড়ুন লেখার) জন্যে মুখ (হাত) নিশপিশ করছিল বলেই এই পোস্ট দেওয়া।আমার মতো লোকের পক্ষে এটা নিয়ে কিছু বলা খুবই হাস্যকর। তাই সব কিছু মজা হিসেবে নিলে ভাল হয়। আসা যাক মূল বিষয়ে।
ইস্যুঃ “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” ও জান্নাতুল নাইম এভ্রিল বিতর্ক ।
বাঙ্গালির চিরন্তন কৌতূহলবশত এই বিতর্কে চোখ রাখসিলাম। সহজ কথায় মজা নিচ্ছিলাম । অন্তর শোবিজের কর্ণধার সাল্মান মুক্তাদিরকে ফকিন্নির পুত বলছে, মজা পাইছি । সবশেষে একটু আগে দেখলাম আমাদের (তথাকথিত) মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাইভে এসে নিজের পক্ষে সহানুভূতি, জনমত গঠনের একটি ব্যর্থ প্রচেষ্টা ।
লাইভ ভিডিও তে দেখলাম তিনি তার জীবনের কষ্ট, দুঃখ সংগ্রামের কথা সকলকে বলছেন । তিনি বলছেন , কিভাবে তিনি সব বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে এই (!) অবস্থানে এনেছেন। পুরো ক্লিপটিতে তাকে কয়েকবার এটা বলতে শুনলাম যে “আজ আমি যে অবস্থানে এসেছি ............”। তোঁ তার এই কথাটা শুনেই আমার কয়েক বছর আগে ঘটা কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা মনে পড়ে গেল। ঘটনাগুলি টি শেয়ার করা যাক।

অনেক ছোটবেলা থেকেই ভারতের সনি এনটারটেইনমেনট চ্যানেল টার প্রতি অন্যরকম একটা আকরশন আছে আমার (মূলত সিআইডি দেখার কারনে)। তোঁ সাথে সাথে বোনাস হিসেবে রিয়েলিটি শো গুলো দেখা হতো রেগুলার । এমন ২ টা শো ছিল ইন্ডিয়ান আইডল এবং তারই মতো আর একটা শো ছিল ফেম গুরুকুল । পরে অবশ্য ইন্ডিয়ান আইডলের অনেক গুলো সিজন হয়, কিন্তু ফেম গুরুকুল আর এগোয়নি । ঐ একটাই শেষ । তোঁ প্রথমে আসি ইন্ডিয়ান আইডলের ঘটনাটায় । সিজন টা ঠিক মনে নেই, কোন একটা সিজনে শ্রীরামচন্দ্র বলে একজন প্রতিযোগী চাম্পিয়ান হন। শুধু চাম্পিয়ন হন নি, বলা যেতে পারে পুরো শো তে তাকে কেও কোন এপিসোডে বিট করতে পারে নি। তার ওইনিং নিয়ে তাই কারো কোন সংশয় ছিল না । কিন্তু হায়! এর পরে দু-একটা মুভিতে প্লে-ব্যাক করা ছাড়া তার নাম আর শোনা যায় না।
এবার আসি ফেম গুরুকুলের ঘটনাটায় । এখানে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছিল জুড়ি হিসেবে। তোঁ চ্যাম্পিয়ন জুড়ি ছিলেন কাজি তউকির এবং রুপ্রেখা ব্যানারজি। বলা বাহুল্য কাজি তউকির ১২ টা পর্বের মধ্যে ৯ টি (সংখ্যা এদিক অদিক হতে পারে)পর্বে বিপদ সিমা (ডেঞ্জার জোন -_- )তে ছিলেন। যাদের নাম বললাম তাদের কি কেও চেনেন আপ্নারা? খুব বড় লেভেলের রিয়েলিটি শো প্রেমি এবং খুব ভাল স্মৃতি শক্তি না থাকলে মনে হয় না চিনবেন । এবার বলি ঐ একই শো তে পড়ব ৬ অথবা ৭ এ বাদ পড়ে যাওয়া একজন প্রতিযোগীর নাম । তাকে আপ্নারা এক বাক্যে সবাই চিনবেন । আজ বলিউড বলুন, টালিগঞ্জ বলুন(অতি সম্প্রতি তিনি বাঙ্গালাদেশের ছবিতেও গান গেয়েছেন)সব খানে তার একক রাজত্ব । এখন খুব কম মুভি রিলিজ পায় যেগুলোতে তার গান থাকে না। যদি আপনি খুব ভাল মিউজিক লাভার হন , তাহলে এতক্ষনে ধরে ফেলেছেন। জী হ্যাঁ, আমি বলছি অরিজিত সিং এর কথা । তিনি ঠিক এমনি একটি রিয়েলিটি শো থেকে বাদ পড়া একজন প্রতিযোগী ।

এবার মূল বিষয়ে ফিরে আসা যাক। কেন বললাম এই কথা গুলো? আজকে আমাদের এভ্রিল একটি বিউটি কনটেস্ট জিতেই (যেখানে আদৌ তিনি বিচারকদের রায়ে বিজয়ী নন, তিনি বিজয়ী আয়োজকদের রায়ে -_- ) নিজেকে সফল , প্রতিষ্ঠিত ভাবছেন । তার প্রতি আমার এক বালতি সমবেদনা রইল ।

আর একটা জিনিস লক্ষণীয় তিনি তার ভিডিও তে বার বার বলেছেন যে , তিনি নাকি তার মতো অসহায় (!) মেয়েদের জন্যে একটা উদাহরন তৈরি করতে চেয়েছিলেন। ভাল কথা । মেনে নিলাম । তাইলে চলেন চিন্তার জগতে ফিরে যাই। ধরুন তিনি মিস ওয়ার্ল্ড কনটেস্টে বিজয়ী হয়ে গেলেন। কুইন ক্রাউন আর বিউটি শ্যাশ বয়ে আনলেন। Then what was she supposed to do? সে কি ফিরে এসে বলতেন যে আমার বাবা আমাকে বাল্য বিবাহ দিতে চেয়েছিল , আমি পালিয়ে এসে এই অবস্থানে এসেছি, বাঙালি মেয়েরা তোমরা সবাই আমাকে অনুশরন কর। বলতেন না নিশ্চয়ই । এতেই তার লাইভে এসে চোখের পানি , নাকের পানি এক করে ফেলার অভিসন্ধি বুঝে ফেলা যায় । আর তাছাড়াও অডিশনে তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে এখানে কেন এসেছে তার উত্তরে কথাও এমন মনে হয়নি যে তার বাল্যবিবাহ নিয়ে অথবা প্রি-ম্যাচিউর মারেজ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। সো, পুরাই অভিনয় বলতে আমি খুব বেশি আপত্তি করি না । :D

লেখা শেষ। লেখার বিষয় বস্তু খুবই সিলি। আই নো। বাট কেন জানি লিখতে ইচ্ছা হল । তাই লিখে ফেলা । আবারো সেই একই কথা সময় থাকলে পড়বেন, গঠনমূলক সমালচনা করবেন আমার লেখার । ফালতু লাগলে স্কিপ করুন নিজ দায়িত্তে।
আর হ্যাঁ , শেষ কথা, তার অডিশনে দেখলাম তিনি নিজেকে বাংলাদেশের ফার্স্ট লেডি বাইকার বলে দাবি করলেন। ইউ টিউবে খুজে তার stant এর তেমন কোন ভিডিও পেলাম না (যতদূর আমি জানি যারা হার্ডকর stuntman/woman তারা তাদের অনেক রাইডের ভিডিও পোস্ট করে)। শুধু একটা ভিডিও তে দেখলাম তিনি খুবই হ্রস্ব গতি তে বাইকটা জাস্ট সামনে আগায় নিয়ে যাচ্ছেন। তাতে stant মতো কিছু লাগল না আমার কাছে। লিঙ্ক থাকলে দেবেন ;)
ধন্যবাদ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.