নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

চলন্ত বাসে একজন স্বপ্নবাজ "রূপা" আর কিছু \'পিচাশ\' !!

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭




জীবনে স্বপ্ন দেখা একটি মেয়ের স্বপ্ন গুলু কিভাবে অকালেই থেতলে দিল কিছু 'পিচাশ, ! মেয়েটির নাম রূপা , রূপার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ঢাকা আইডিয়াল ল’ কলেজে এলএলবি শেষ পর্বে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। তাঁর কর্মস্থল ছিল শেরপুর জেলা।

জীবন সংগ্রামী মেয়েটি বগুড়ায় গিয়েছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে। পরীক্ষা দিয়ে ফেরার পথে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য সন্ধ্যা সাতটার দিকে ছোঁয়া পরিবহনের একটি বাসে ওঠেন। এটিই তার জন্য কাল হয়ে আসে। বাসের ৫ নর পিচাশ স্বপ্ন দেখা মেয়েটিকে বাসে একা পেয়ে গণধর্ষণের পর হত্যা করে রাস্তায় ফেলে দেয়। একটা স্বাধীন দেশে এটা কিভাবে সম্ভব??
কিভাবে সাহস পায় বাসের হেলফার ড্রাইভার মিলে এই জঘন্য নৃশংসতা করার। আমি বলব একমাত্র বিচারহিনতা । ধর্ষনের মত জঘন্য অপরাধ করে আবার নৃশংস ভাবে খুন করে ও তারা পার পেয়ে যায়।

পত্রিকা মাধ্যমে জানতে পারলাম শুক্রবার রাতে ছোঁয়া পরিবহনের যে বাস বগুড়া থেকে ময়মনসিংহ গিয়েছিল, সেই একই বাস সোমবার মধুপুর অতিক্রম করার সময় পুলিশ আটকায়। এরপর ওই বাসের চালক হাবিব (৪৫), সুপারভাইজার সফেদ আলি (৫৫) এবং বাসের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) আটক করে পুলিশ। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে বাসের তিন সহকারী রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।

তাহলেতো আর কোণ প্রমানের দরকার পড়ে না। তাদের স্বীকার উক্তিই যথেষ্ট তাদের বিচার করার জন্য। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, ওই দিন বাসে রূপাসহ ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন। অন্য যাত্রীরা সিরাজগঞ্জ মোড় এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে নেমে যান। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় রূপা একাই বাসে ছিলেন। বাসটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাছাকাছি এলে বাসের সহকারী শামীম জোর করে রূপাকে বাসের পেছনের আসনে নিয়ে যায়। এ সময় রূপা তাঁর কাছে থাকা পাঁচ হাজার টাকা ও মুঠোফোন শামীমকে দিয়ে দেন এবং ক্ষতি না করতে অনুরোধ করেন। সেই অনুরোধ উপেক্ষা করে শামীম, আকরাম ও জাহাঙ্গীর তাঁকে ধর্ষণ করে। রূপা চিৎকার শুরু করলে ধর্ষকেরা তাঁর মুখ চেপে ধরে। একপর্যায়ে ঘাড় মটকে রূপাকে হত্যা করা হয়। পরে মধুপুর উপজেলা সদর পেরিয়ে বন এলাকা শুরু হলে পঁচিশ মাইল এলাকার রাস্তার পাশে লাশটি ফেলে দেওয়া হয়। কি বীভৎস ঘটনা ।

সরকার এবং প্রশাসন বাহাদুরের কাছে দাবী এবং আবেদন এই ঘটনার ত্বরিত বিচার করে একটা দৃষ্টান্ত স্থাপন করা হউক যাতে কেউই এই ঘটনার পুনরাবৃত্তি করতে সাহস না পায়। কঠিন শাস্তি এবং তা প্রকাশ্যে মিড়িয়া কভারেজের মাধ্যমে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

ওমেরা বলেছেন: কবেকার ঘটনা এটা ?

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

জুয়েল তাজিম বলেছেন: গত শুক্রবার শিক্ষক নিবন্ধন ছিল। ঘটনা শুক্রবার রাতের।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: নিষ্ঠুর

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: ঘটনাটি পড়ে খুব খারাপ লেগেছে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
এই নরপিশাচদের ফাঁসি চাই ! X(

৫| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এত খারাপ খবর পড়তে পড়তে অনুভূতিও ভোতা হয়ে গেছে। :(

৬| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩

আমিনভাই বলেছেন: কষ্টে আমার দম বন্ধ হয়ে আসছে।

৭| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০

আহলান বলেছেন: এগুলোকে সাথে নিয়ে র্যাব অস্ত্র উদ্ধারে যেতে পারে না? মানুষ তাহলে খুশিই হতো ....

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

নতুন বলেছেন: আহলান বলেছেন: এগুলোকে সাথে নিয়ে র্যাব অস্ত্র উদ্ধারে যেতে পারে না? মানুষ তাহলে খুশিই হতো ....

এদের এই কাজে সবাই নিরব সমথ`ন দেবে।

আদালতে গেছে কিছু পুলিশ ঘুষ খেয়ে রিপোট দেবে নিদোষ` হিসেবে... কিছু উকিল টাকার জন্য ঐ নারীকে খারাপ নারী হিসেবে দেখাতে চেস্টা করবে না হয় আসামীদের খালাসের চেস্টা করবে।

এতো গুলি নস্ট মানুষ সমাজে থাকলে এই রকমের ঘটনা বন্ধ হওয়া কস্ট।

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

রাজীব বলেছেন: যখন ভারতে প্রথম এরকম ঘটনা ঘটেছিল তখন অনেকেই ভারতকে উপহাস করেছিলো এবং বলেছিল যে আমাদের দেশে এরকম হয় না। কিন্তু এখনকার অবস্থা দেখুন, ভারতে রাম রহিম সিং নামের এক ধর্মীয় গুরু তার শিস্যদের প্রবল বিরোধিতার মধ্যেও ধর্ষনের কারনে আদালত কর্তৃক ২০ বছরের সাজা পেয়ে এখন জেলে।
আর আমাদের দেশে এসব ধর্ষকরা কখনো সাজার মুখ দেখে না।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

অনল চৌধুরী বলেছেন: সুযোগ পেলে কে ধর্ষণ করেনা? এখানে যারা বক্তৃতা দিচ্ছে,তারা সবাই কি সাধু?একমাত্র মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া সব সমাজেউ ধর্ষণ আছে।বাংলাদেশের বেশীরভাগ উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে এই প্রবণতা নাই।

১১| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম আলোর কপি কথাগুলো

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: দুঃখ জনক।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

কল্পদ্রুম বলেছেন: বর্বর।এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি বারবার হচ্ছে।প্রশাসন এবং পরিবহন মালিকদের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১৭

অনল চৌধুরী বলেছেন: কাজী ফাতেমা ছবি,কার কথা কপি?

১৫| ৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ওদের বিশেষ অংগটা কেটে তারপর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হোক। এমন ঘটনার কথাগুলো পড়লে পুরুষ হিসাবে নিজে খুবই লজ্জিত হই।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:০৩

এম মোস্তাকিম বিল্লাহ্ বলেছেন: এই কুৎসিত কালো শহরে রূপা'রা নিরাপদ নয়।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৩

কলাবাগান১ বলেছেন: র‌্যাব রূপার মার বাড়ীর আংগিনায় নিয়ে তাদের সহযোগীদের খুজতে যাক

১৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: ঘটনাটি খুবই অমানবিক। দোষীদের দ্রুত বিচার হোক।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০

তারেক ফাহিম বলেছেন: দুঃখজনক,
১৫ নং মন্তব্যের সাথে একমত পোষন করে শাস্তি দাবি করি।

২০| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

সোহানী বলেছেন: হায়রে দেশ ও তার বিচার ব্যবস্থা............ জাহান্নাম থেকে ও বেশী কারাপ অবস্থা।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নির্মম বর্বরতা,
ক্রস ফায়ারে দেয়াহোক
নরপশুদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.