নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার

নিজে জানতে চাই অপর কে জানাতে চাই

তানভীর কবির

হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে

তানভীর কবির › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় ৪ টি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো জনপ্রিয় কিছু ভিডিও শেয়ারিং ওয়েব সাইট নিয়ে। ভিডিও শেয়ারিং ইন্টারনেট জগতে এখন খুব জনপ্রিয়। ভিডিও শেয়ারিং এর মাধ্যমে আপনি আপনার চমৎকার সময় গুলো ভিডিও করে সকলের কাছে নিয়ে আসতে পারেন। আর এই ভিডিও শেয়ারিং করা হয় কিছু ওয়েবসাইটের মাধ্যমে তো চলুন এরকমি জনপ্রিয় কিছু ভিডিও শেয়ারিং ওয়েব সাইটের সাথে পরিচয় হই
YouTube
ইন্টারনেট জগতে ইউটিউব হচ্ছে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এই সাইটটি অনেক বেশি মানুষের কাছে জনপ্রিয়।
এই সাইটটি ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি Chad Hurley, Steve Chen, Jawed Karim এই তিন জন মিলে গঠন করে। বর্তমানে এর প্রধান নির্বাহী হিসাবে আছেন যুক্তরাস্টের Susan Wojcicki. পরে এই সাইটটি ২০০৬ সালে 1.65 বিলিয়ন ইউএস ডলার এ প্রযুক্তি জায়ান্ট গুগল এর কাছে বিক্রয় করা হয়। তার পর থেকে এখনি অবধি এই ভিডিও শেয়ারিং সাইটটি খুব জনপ্রিয় অবস্থানে আছে
Dailymotion
এখন যে ভিডিও শেয়ারিং ওয়েব সাইটির সাথে আমরা পরিচয় হব সেটা হল Dailymotion.com. বর্তমান সময়ে এই ভিডিও শেয়ারিং সাইটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এখানে আপনি আপনার নানা ধরনের ভিডিও আপলোড, দেখা এবং শেয়ার করতে পারবেন খুব সহজেই। এই সাইটির প্রতিষ্ঠাতা Olivier poitrey, Benjamin bejbaum এই দুই জন মিলে এটা প্রতিষ্ঠিত করে ২০০৫ সালের ১৫ মার্চ। বর্তমানে এর প্রধান নির্বাহী হিসাবে আছেন Cédric tournay সব দিক দিয়ে আশা করি আপনাদের ওয়েবসাইটি ভালো লাগবে
Vimeo
Vimeo একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। যেখানে আপনি আপনার নতুন ভিডিও আপলোড, ডাউনলোড, সকলের কাছে শেয়ার করতে পারবেন। Vimeo প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের নভেম্বর মাসে। গঠন করেছিল Jake Lodwick এবং Zach Klein এই দুই জন বেক্তি যারা মার্কিন যুক্তরাস্টের আধিবাসি। চমৎকার সব ফিচার দিয়ে সাইটি বানানো। বর্তমানে এর প্রধান নির্বাহী হিসাবে আছে Kerry trainor
Metacafe
Metacafe একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এখানে আপনি নানা ক্যাটাগরির বিনোদন ভিডিও, মুভি, ভিডিও গেমস, স্পোর্টস, মিউজিক এবং টিভি দেখতে পারবেন। এর প্রধান দফতর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায়। ২০০৩ সালের জুলাই মাসে Arik czerniak এবং Hertzog eyal এটি গঠন করে। অনেক মজার একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট এটা আশা করি আপনাদের ভালো লাগবে
তো বন্ধুরা আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন
ধন্যবাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.