![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভাল আছেন,আজ আমরা আপনাদের সামনে চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব। বর্তমানে স্মার্ট টেকনোলজির যুগে দিন দিন প্রযুক্তি আপনার হাতের মুঠোয় চলে এসেছে এরিই ধারাবাহিকতায় কম্পিউটার এখন আপনি যেখান খুসি সেখানে নিতে পারবেন। আর এটি হল ট্যাবলেট কম্পিউটার, বাজারে এখন নানা ধরনের ট্যাবলেট কম্পিউটার আমরা দেখতে পাই এর ভিতর কিছু জনপ্রিয় ট্যাবলেট কম্পিউটার এর সাথে আজ আমরা পরিচিত হব তো চলুন দেখি বাজারের সেরা কিছু ট্যাবলেট কম্পিউটার
আইপ্যাড এয়ার ২
আইপ্যাড এয়ার ২ হল ষষ্ঠ প্রজন্মের ট্যাবলেট কম্পিউটার যেটার ডিজাইন, ডেভলপ এবং মার্কেটিং করেছে অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পানি। এটা বাজারে আসার আগে প্রথম ঘোষনা করা হয় ১৬ অক্টোবর ২০১৪ সালে এবং পাশাপাসি আইপ্যাড মিনি ৩ বাজারে আসে ২২ অক্টোবর। আইপ্যাড এয়ার ২ যখন বাজারে আসে তখন এর আগের সব ডিজাইন থেকে পাতলা এবং খুব হাই স্পীড প্রসেসর সহ। চমৎকার সব ফিচার সহ এটা বাজারে এসেছে এর ভিতর আছে
• 6 ষ্ঠ প্রজন্মের
• iOS 8 অপারেটিং সিস্টেম
• 64 বিট আর্কিটেকচার এবং অ্যাপল M8 গতি কোপ্রসেসর
• 1.5 গিঃহা ট্রিপল কোর এআরএম প্রসেসর
• 2 গিগাবাইট RAM
• 16, 64 বা 128 গিগাবাইট ফ্ল্যাশ মেমরি
• মূল্য $ 499 মার্কিন ডলার
সামসাং গ্যালাক্সি ট্যাব 10.1 4
বন্ধুরা এখন যে ট্যাবলেট কম্পিউটারটির কথা আপনাদের সামনে বলবো সেটি হল সামসাং গ্যালাক্সি ট্যাব 10.1 4 এই ট্যাবলেট কম্পিউটারটি সবশেষে সামসাং কোম্পানি বাজারে এনেছে। সামসাং গ্যালাক্সি ট্যাব 10.1 4 অ্যান্ড্রয়েড ভিত্তিক 10.1 ইঞ্চি ট্যাবলেট কম্পিউটার যেটার উৎপাদন এবং বাজারজাত করেছে স্যামসাং ইলেকট্রনিক্স। এটি সামসাং কম্পানির চতুর্থ প্রজন্মের গ্যালাক্সি ট্যাব সিরিজ। যেটা বাজারে আসে 1 এপ্রিল 2014 তারিখে। এছাড়াও একটি 7 ইঞ্চি এবং একটি 8 ইঞ্চি মডেল রয়েছে এই ট্যাবলেট কম্পিউটারের এবং চমৎকার সব ফিচার দিয়ে এটি তৈরি করা যা আপনার নজর কাড়বে। এর ফিচার এর ভিতর আছে
• অ্যান্ড্রয়েড কিটক্যাট 4.4.2 অপারেটিং সিস্টেম
• 1.2 গিগাহার্জ স্ন্যাপড্রাগন 400
• কোয়াড কোর এআরএম কর্টেক্স-এ 7 SoC প্রসেসর
• 1.5 গিগাবাইট RAM
• 6/32 গিগাবাইট ফ্ল্যাশ মেমরি,
• মাইক্রোএসডি স্লট (64GB পর্যন্ত)
• ডিসপ্লে 1280x800 p
তো বন্ধুরা যে ২ টি ট্যাবলেট কম্পিউটারের সাথে আজ আমরা পরিচিত হলাম আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আর নয় আগামিতে আরো ভালো কিছু হাজির হতে পারব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭
উড়োজাহাজ বলেছেন: ভাল। লিখতে থাকুন।