![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমরা আপনাদের সামনে কিভাবে আপনি ওয়েব সাইট ডিজাইন শিখবেন সে বিষয়ে আলোচনা করব। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান নিজে নিজে তাহলে আপনি ইন্টারনেটে জগতে অনেক রিসোর্স পাবেন একটু মাথা ঘামালে এবং আপনি নিজে নিজে চেষ্টা করলে আশা করি ওয়েবডিজাইন শিখতে পারবেন। তো চলুন ওয়েব ডিজাইন শেখার জন্য এরকম কিছু ব্লগ এর আজ আমরা পরিচয় হব
w3schools.com
W3Schools ওয়েব ডেভেলপার এবং ডিজাইন শেখার চমৎকার ওয়েবসাইট এখানে আপনি ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ডেভলপমেন্ট শেখার সকল কিছু খুব ভালো ভাবে উপস্থাপন করা আছে যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এসকিউএল এবং জেকুউরি এই ওয়েব সাইট আপনার সহায়ক হিসাবে প্রদান করবে একটা ভালো ইনফর্মেশন ওয়েব ডিজাইন কিংবা ডেভলপমেন্ট সম্পর্কে। এই ওয়েবসাইট টি তৈরি এবং এটার মালিক Refsnes Data ১৯৯৯ সালে এটা প্রথমে যাত্রা শুরু করে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই ওয়েবসাইট টি
Teamtreehouse.com
Treehouse একটি অনলাইন ইন্টারেক্টিভ শিক্ষার প্ল্যাটফর্ম যেখানে আপনি ওয়েব ডিজাইন, মোবাইল বিজনেস ডেভলপমেন্ট শিখতে পারবেন। যেখানে আপনি ওয়েবডেভলপমেন্ট শিখে নিউ লাইফ স্টাইল লিড করতে পারবেন। ২০১১ সালে রায়ান কার্সন এবং অ্যালেন জনসন এই দুই জন বেক্তি এই সাইট তৈরি করেন। এটার প্রধান অফিস অরল্যান্ডো, মার্কিন যুক্তরাষ্ট্রে আশা করি আপনারা এই সাইট থেকে চমৎকার সব তথ্য নিয়ে আপনার নিজের মত করে ওয়েব ডিজাইন শিখতে পারবেন
Codecademy.com
কোড একাডেমি হল একটি অনলাইন ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রি কোডিং ক্লাস করতে পারবেন ৭ টি ভিন্ন প্রোগ্রামিং ভাষায় এর ভিতর আছে পাইথন, পিএইচপি, jQuery, জাভাস্ক্রিপ্ট, এবং রুবি, সেইসাথে HTML এবং CSS , জানুয়ারি ২০১৪ সালের ভিতর এই সাইট টি ২৪ মিলিয়ন এর বেশি ব্যবহারকারী ছিল। এই সাইটি অনেক স্বনাম ধন্য ব্লগ, ওয়েবসাইট থেকে ভালো ফিডব্যাক পেয়েছে এর ভিতর আছে নিউ ইয়র্ক টাইমস এবং TechCrunch সহ আরো অনেক ভালো ভালো জায়গা থেকে। Zach Sims, Ryan Bubinski এই দুই জন মিলে এই সাইটি তৈরি করেছে এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রে । নানা ইনফরমেশন ভরপুর এই সাইটি আশা করি আপনাদের ওয়েব ডিজাইন শিখতে একধাপ এগিয়ে নিয়ে যাবে
তো বন্ধুরা আজ আর নয় আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও আপনি নিজে নিজে কিভাবে অনলাইনে ওয়েব ডিজাইন শিখতে পারেন তার কিছু ঠিকানা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সে প্রজন্ত ভালো থাকবেন
ধন্যবাদ
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪
বটের ফল বলেছেন: কাজে লাগবে অনেক। ধন্যবাদ আপনাকে। +++++++
৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৩৩
তানভীর কবির বলেছেন: রাগিব নিযাম ভাই আমি নতুন যতটুকু জানতে পেরেছি তাই লিখেছি আশা করি আমার ভুল গুলো ধরে দিবেন
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮
রাগিব নিযাম বলেছেন: আপনি তো tutorialspoint এর কথা উল্লেখই করলেন না!