নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার

নিজে জানতে চাই অপর কে জানাতে চাই

তানভীর কবির

হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে

তানভীর কবির › বিস্তারিত পোস্টঃ

সেরা ৫ টি এন্ড্রয়েড কি বোর্ড এ্যাপস

০৫ ই মে, ২০১৫ রাত ১১:২০

হ্যালো বন্ধুরা কেমন আছেন অনেকে এন্ড্রয়েড ফোনে বাংলা লেখার জন্য নানা ঝামেলায় ভোগেন আপনাদের ভোগান্তি দুর করার জন্য আপনাদের সামনে হাজির হলাম কিছু এন্ড্রয়েড ফোনের বাংলা কিবোর্ড সফটওয়্যার নিয়ে। ত চলুন দেখে আসি

Ridmik Keyboard
এন্ড্রয়েড ফোনে বাংলা লেখার জন্য এটি একটি জনপ্রিয় অ্যাপস। লেখালেখি করাটাও অভ্র ফনেটিক এর মত খু্ব সহজ যেমনটি অভ্রতে লেখা হয়। স্ক্রিন স্লাইচ এর মাধ্যমে খুব সহজে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করা যায় । কিবোর্ডের ফিচার গুলোর মধ্যে রয়েছেঃ
১) বাংলা ফনেটিক কিবোর্ড ঠিক যেমনটি জনপ্রিয় অভ্র কিবোর্ড।
২) ন্যাশনাল এবং প্রবাট লেআউট সমর্থক
৩) দ্রুত এবং নির্ভুল ভাবে লেখার জন্য ভাবিকথন বা ভবিষ্যত বানি প্রদান করে।
৪) ল্যাপটপ থিম সহ মোট ৯ প্রকার থিম রয়েছে।

ইনস্টল করার নিয়ম
প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন তারপর ইনস্টল করুন এরপর সেটিংস এ গিয়ে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট অপশনে প্রবেশ করে Enable Ridmik Keyboard এর পাশের বক্সে টিক চিহ্ন দিন। এরপর বেরিয়ে আসুন এবং এস,এম,এস কিংবা অন্য কিছু লেখার চেষ্টা করুন। এবং নোটিফিকেশন বারটি ড্রাগ করে সিলেক্ট ইনপুট মেথড এ ক্লিক করে Select Ridmik Keyboard from the displayed list এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল এবার মনের আনন্দে বাংলা লিখতে থাকুন
Easy Bangla Typing
ইজি বাংলা টাইপিং খুবই সহজ একটি বাংলা লেখার সফটওয়্যার। আপনি কি আপনার এন্ড্রয়েড ফোনে অভ্র ফনেটিক এর মত খুব সহজে বাংলা লিখতে চান তাহলে এখনি ডাউনলোড করে নিন Easy Bangla Typing এ্যাপস। এবং অ্যাপসটির ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ও যা খুব সহজে আপনাকে আকৃষ্ট করতে সক্ষম।
অ্যাপসটির বৈশিষ্ট্য সমুহ
১) ফনেটিক স্টাইলে লেখা যায়
২) অতিরিক্ত বাংলা কিবোর্ড এর প্রয়োজন নেই
৩) খুব সহজে যে কোন যুক্তাক্ষর লেখা যায়
৪) শুধুমাত্র একটি বাটনের মাধ্যমে কপি পেষ্ট করা যাবে।
৫) সহজে লেখার জন্য দুইটি ভিন্ন ভিন্ন লেখার মোড বিদ্যমান।
৬ অটোমেটিক সাজেশন দিয়ে থাকে।
Panini Keypad Bangali IME
পানিনি কিপেড হচ্ছে একটি বুদ্ধিমান ডায়নামিক কি প্যাড যা আপনাকে দ্রুত বাংলা লেখার সুযোগ দেয়। নতুন প্রযুক্তি সম্পন্ন এবং লেখার সুবিধার জন্য স্ক্রিনে সর্বদা ১১ টি ক্যারেক্টার প্রদর্শন করে। এবং ক্যারেক্টার বাটনগুলো আকারে বড় হওয়ায় আপনি সহজে শুদ্ধ এবং নির্ভুল ভাবে লেখালেখি করতে পারবেন। পানিনি কিপ্যাড হচ্ছে আই,এম,ই (ইনপুট মেথড এডিটর ) যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা ট্যাবে ডিফল্ট কিপ্যাড হিসাবে ব্যাবহার করতে পারেন। আপনি হাই কোয়ালিটি বাংলা লেখার কিপ্যাড ব্যাবহার করতে চাইলে
১) গুগল প্লেস্টোর থেকে পানিনি কিপ্যাড অ্যাপস ডাউনলোড করুন
২) অ্যাপসটি ইন্সটল করুন
৩) সেটিংস এ গিয়ে ল্যঙ্গুয়েজ এন্ড ইনপুট মেথড এ গিয়ে পানিনি কি প্যাড সিলেক্ট করুন এবং ডিফল্ট কিবোর্ড হিসাবে সেট করুন ।
এবার মনের আন্দে বাংলা লিখতে থাকুন।
Mayabi Keyboard Lite
মায়াবি কিবোর্ড হচ্ছে একটি অন স্ক্রিন কিবোর্ড যার মাধ্যমে আপনি সহজে বাংলা লিখতে পারবেন অভ্র ফনেটিক স্টাইলে। এটা শুধুমাত্র এন্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য। মায়াবি কিবোর্ড হচ্ছে এক্টিভেশন এবং টাইপিং টিউটর সংযুক্ত। একটিভেশন এর জন্য সেটিংসে যাবেন তারপর ল্যাঙ্গুয়েজ এর ভিতর গিয়ে মায়াবি কিবোর্ড এ টিক দিন। এবং ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট করতে যে কোন টেক্সট অপশনে গিয়ে স্কিন কিছুক্ষন চেপে ধরুন দেখবেন ইনপুট মেথড আসবে সেখান থেকে মায়াবি কিবোর্ড সিলেক্ট করুন
মায়াবি কিবোর্ডের বৈশিষ্ট্যঃ
১) বাংলা ফনেটিক স্টাইল
২) অনেক স্মাইলস
৩) অনেক স্যাম্বলস
৪) এবং ইংরেজি কিবোর্ড
সুন্দরভাবে বাংলা লেখার জন্য এখনই গুগল প্লেস্টোর থেকে মায়াবি কিবোর্ড ডাউনলোড করুন এবং ইনস্টল করুন আর সহজে বাংলা লিখতে থাকুন।
EazyType Bengali Keyboard
ইজি টাইপ বাংলা কিবোর্ড হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে বাংলা লেখার অনেক সহজ একটি অ্যাপস। এই অ্যাপস ব্যাবহার করে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপস, ব্লগ সাইট সহ যে কোন ওয়েব সাইটে বাংলা লিখতে পারবেন এটি এন্ডয়েড ফোন এবং ট্যাব এর জন্য প্রযোজ্য এই কি বোর্ড লেখার জন্য আপনাকে আলাদাভাবে বাংলা লেখালেখি শিখতে হবে না । আপনি শুধুমাত্র ইংরেজিতে লিখবেন এবং এই কিবোর্ড অ্যাপস স্বয়ংক্রিয় ভাবে বাংলায় কনভার্ট হয়ে যাবে। এই কিবোর্ড অ্যাপসি দ্রুত লেখার জন্য সাজেশন প্রদান করে থাকে। আপনি খুব সহজেই ট্যাগল বাটনের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করতে পারবে
দ্রুত এবং স্বাচ্ছন্দে বাংলা লিখতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ইজি টাইপ বাংলা কিবোর্ড ডাউনলোড করুন এবং ইন্সটল দিয়ে দ্রুত এবং সহজে বাংলা লিখতে থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.