![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে
হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আজ আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব এমন কিছু মন মাতানো এন্ড্রয়েড লাইভ ওয়ালপেপার যে গুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
Rain Live Wallpaper
রেইন লইভ ওয়ালপেপার এন্ড্রয়েড ফোনের খুব সুন্দর একটি ওয়ালপেপার। এটি বিনামুল্যে ডাউনলোড করা যাবে। ওয়ালপেপারটি এন্ড্রয়েড ফোন ও ট্যাবে ব্যাবহার করা যাবে। সারাক্ষন বৃষ্টির ফোটার মত দৃশ্য খুব ভালো লাগে। এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর এইচডি কোয়ালিটির ব্যাকগ্রউন্ড আছে যেটা খুব সহজে আপনাকে আকৃষ্ট করে।
বৈশিষ্ঠ্যঃ
১) বৃষ্টির এনিমেশন
২) ২০ টি এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড
৩) ধোয়াটে বা বাষ্পিয় উইন্ডো এর প্রভাব
৪) ভার্টিকেল এবং হরিজেন্টালি উভয় ক্ষেত্রে ঘুরতে সক্ষম
৫) ফোন যখন ব্যাবহার করা হয় না তখন এ্যাপসটি ঘুমন্ত অবস্থায় থাকে এতে ব্যাটারির অপচয় কম হয়
৬) থ্রি ডি কোয়ালিটির এনিমেশন এবং অধিকাংশ ফোনে সাপোর্ট করে
Glowing Flowers Live Wallpaper
ফুলের ছবি যুক্ত ওয়ালপেপার হচ্ছে এন্ড্রয়েড ফোনের সবচেয়ে জনপ্রিয় ওয়ালপেপার। অধিকাংশ এন্ড্রয়েড ফোন ব্যাবহার কারি চান তার প্রিয় ফুলের ছবি মোবাইলের পর্দায় সেট করতে। এজন্য এটি খুবই সুন্দর ওয়ালপেপার । পদ্মফুল, লিলি, গোলাপ, সুর্যমুখি, টিউলিপ সহ অনেক ধরনের ফুলের ছবি আপনি আপনার ফোনের স্ক্রিনে ব্যাবহার করতে পারেন এই ওয়ালপেপারটি ইউজ করে। গুগল প্লে স্টোর থেকে এটি বিনামুল্যে ডাউনলোড করা যাবে।
বৈশিষ্ঠঃ
১) বিভিন্ন এনিমেটেড ওয়ালপেপার যুক্ত
২) ওয়াল পেপার ও স্ক্রিন সেভার হিসেবে ব্যাবহার করা যাবে এটি এটি হরিজেন্টালি মুভ করতে সক্ষম
৩) এইচডি কোয়ালিটির ওয়ালপেপার যা ৯৯ ভাগ মোবাইলে সাপোর্ট করতে সক্ষম
৪) স্লিপ মোড সাপোর্ট করে যা ব্যাটারির অপচয় রোধ করে
Rain Forest Live Wallpaper
রেইন ফরেষ্ট লাইভ ওয়ালপেপার অসম্ভব সুন্দর একটি এন্ড্রয়েড ওয়ালপেপার। এর অ্যানিমেশন গুলো খুবই মনোমুগ্ধকর । এই ওয়ালপেপারে গভির বনের মধ্যে হরিনের ঘাস খাওয়ার চিত্র, অসংখ্য সুন্দর সুন্দর পাখির উড়ে বেড়ানের চিত্র, কুয়াশার আবরন এবং বৃষ্টির ইফেক্ট সত্যিই যেন বাস্তবের চেতনা প্রদর্শন করে। এইচডি কোয়ালিটির এনিমেশন খুব সহজেই আপনাকে ভাল লাগতে বাধ্য করবে। এই ওয়াল পেপার সকল এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র Samsung Galaxy Note, Sony Xperia Z, Samsung Galaxy S3, Samsung Galaxy Note 2, Samsung Galaxy S4. এর ক্ষেত্রে প্রযেজ্য । ওয়ালপেপার টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে
বৈশিষ্ট্য সমুহঃ
১) দশটি সুন্দর সুন্দর পাখির মধ্যে ৭ টি পাখি সবসময় চলাফেরা করে
২) বাস্তবসম্মত পরিবেশের সাথে ৩ টি চমৎকার হরিন
৩) পাখির গতি নিয়ন্ত্রন করা সম্ভব
৪) আলাদা আলাদা ভাবে পাখি যোগ করা ও সরিয়ে ফেলা যায়
৫) ফোনে টাস করার উপর পাখি সাড়া দেয় যখন টাস করা হয় তখন পাখি উড়ে চলে যায়
৬) স্লিপ মোড সাপোর্ট করে
৭) সম্পুর্ন বাস্তবের ন্যায় অ্যানিমেশন
Lovers Live Wallpapers
লাভার্স লাইভ ওয়ালপেপার হচ্ছে একটি চমৎকার থ্রিডি ইফেক্ট সমন্বিত এন্ড্রয়েড লাইভ ওয়ালপেপার। এর ইফেক্ট গুলো খুবই প্রজ্জল। এবং এটি প্রায় সকল এন্ডয়েড ফোন এবং ট্যাবে ব্যাবহার করা যাবে। এটি গুগল প্লে স্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করা যাবে
বৈশিষ্ঠ্যঃ
১) ৫ টি রোমান্টিক ওয়ালপেপার
২) ক্ষুদ্র ক্ষুদ্র কনার ইফেক্ট
৩) অঙ্গভঙ্গির ইফেক্ট
৪) হাই কোয়ালিটির থ্রিডি ইফেক্ট
তো বন্ধুরা আজ যে ৪ টি ওয়ালপেপার আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের খুব ভাল লাগবে এবং আগামিতে আরো ভালো কিছু নিয়ে যেন হাজির হতে পারি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন
ধন্যবাদ
©somewhere in net ltd.