নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বী হা ভাই ৪২০

জ্বী হা ভাই ৪২০ › বিস্তারিত পোস্টঃ

শহুরে ফোকলোর - ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৯

ভালতুরো

আনা বুশো ভালতুরো প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ।
বাংলা মানে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বেশ বিব্রত ।
বেশ কিছু বিষয় নিয়ে বেশকিছুদিন ধরেই প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বেশ বিব্রত ।
দেশে এবং দেশের বাইরে বেশকিছু বিষয়ে স্যাটায়ার হচ্ছে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ও তার সরকার কে নিয়ে কে নিয়ে ।

এটা নুতন কিছু নয় । ক্ষমতায় আসবার পর থেকেই প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বিরোধীতা দেখছেন, স্যাটায়ার দেখছেন নানা বিরোধী গোষ্ঠীর । বিদেশী মহলের । প্রেসিডেন্ট হিসেবে তিনি কিছু আমলে নেন ।
কিছু আমলে নেননা ।
যাদের বিষয়গুলো আমলে নেন তাদের সাক্ষাৎ হয় "মুল্লুকুল রাইল কোতোয়াল ডিপামেন্টের" সাথে । মানে তারা শেষ । এই কোতোয়াল ডিপামেন্টের সাথে যাদের দেখা হয় তারা হয় জীবন হারান,
নয়তো জবান হারান ।
ব্যানানা রিপাবলিক হানুলুলুর ভাষায় যেটাকে বলা হয় "জবাতু ওল শ্যাষাতু । জবান শেষ নইলে জীবন শেষ ।

আবার বেচে না ফিরলে অনেকেই আর কখনো ফিরে আসেন না ।
আবার বেচে ফিরলে আর কথা বলেন না । কি হয়েছিল কোতোয়াল ডিপামেন্টে ?
কি ঘটেছিল সব কথা যেন নিমিষেই ভুলে যান ।
এরমাঝে যাদের সামর্থ্য থাকে তাদের অনেকেই বিদেশে পাড়ি জমান যান ।
আবার আমলে না নেয়া কিছু বিষয় প্রেসিডেন্ট আবজেল মোহাম্মদ ছেড়ে দেন ।
সব বিষয় সব সময় তো আর আমলে নেয়া যায়না ।

এইবার শাহ আবজেল মোহাম্মদ বেশ বিব্রত ।
এক নামী দামী পত্রিকা হানুলুলু টাইমস, প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের একটা সিদ্ধান্ত নিয়ে খবর, সম্পাদকীয় , উপসম্পাদকীয় করছে । যেটাকে বলা যায়, তারা অনেকটা স্রোতের বিপরীতে হাটছে । বিরুদ্ধমতকে উসকানী দিচ্ছে ।
হানুলুলু টাইমসের সম্পাদক কে ডেকে চাবকায় বত্রিশ পাটি দাত ফেলতে পারে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ।
বা, কোতোয়াল, (কোতোয়াল মানে পুলিশ ) ট্যাকস অফিসার, দিয়ে হয়রানী করতে পারেন । কিন্তু সেটা করা যাবেনা । সম্পাদক মানুষ চাবগাইলে, থাপরাইলে, হয়রানী করলে দেশ বিদেশের নানা মিডিয়াতে খবর হয়ে যেতে পারে । সেটা তার ইমেজের ক্ষতি করবে । সম্পাদক কে অন্যভাবে সাইজ করতে হবে ।

ঘটনার যেভাবে শুরু হয়েছিল, হানুলুলু শহরের রাস্তার ধারে ফুটপাতে এক ভবঘুরে পাগল কিচিমের লোক হাতে কাপড়, পলিথিন পেচিয়ে মুষ্ঠিবদ্ধ অবস্থায় বসে ছিল । আস্তে আস্তে দু একজন করে মানুষ জমা হয় তার মুষ্ঠিবদ্ধ হাত দেখবার জন্য ।
মানুষজন হাত খুলতে বলে কিন্তু সেই ভবঘুরে হাতের মুষ্ঠি খোলেনা ।
একে একে বহু মানুষ জমে যায় । রাস্তা বন্ধ হয়ে যায় ।
মানুষজন জিগ্যেস করলে উওর দেয় রত্ন আছে ।
কি রত্ন আছে পলিথিনে প্যাচানো হাতে সেটা দেখবার জন্য, জানার জন্য কাম কাজ ছাড়া অতি উতসাহী মানুষের অভাব হয়না । । অবস্থা বেগতিক দেখে ডিউটিরত কোতোয়াল চলে আসে ।
কোতোয়াল হাত খুলতে বল্লে একি কথা খোলা যাবেনা ।

কোতোয়ালের মুখের উপর কথা ! ব্যাস । ডান্ডি পেটা শুরু । কাজ হয় । পরে কোতোয়ালের ডান্ডির বারিতে সে হাত খুলে সাথে মুখও খোলে । নিজের নাম পরিচয় দেয় । নাম চুরুক্কু আল সাবাল । । হাত খুললে দেখা যায় পলিথিনে প্যাচানো শুকিয়ে যাওয়া গু । চুরুক্কু আল সাবাল জানায় সে বর্তমান প্রেসিডেন্টের বাবা প্রয়াত সাবেক প্রেসিডেন্ট শাহ কবজেল মোহাম্মদের ভিষন ভক্ত । চুরুক্কু আল সাবালের দাদা মরার আগে চুরুক্কুকে ডেকে এই অমুল্য ধন শাহ কবজেল মোহাম্মদের গু দিয়ে যান ।

চুরুক্কু আল সাবালের দাদা, মাল মুরুক্কু আল সাবাল বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের পিতা প্রয়াত শাহ কবজেল মোহাম্মদের সাথে ব্যানানা ফিল্ডের যুদ্ধে ছিল । প্রায় তিরিশ বছর সাবেক প্রয়াত প্রেসিডেন্ট শাহ কবজেল মোহাম্মদের গু চুরুুক্কুর দাদা সংগ্রহে রেখেছিলেন । মরবার আগে বৃদ্ধ মাল মুরুক্কু আল সাবাল, চুরুক্কু আর সাবাল কে গোপন এই অমুল্য ধন দিয়ে যান ।

উপস্থিত জনতা যারা কিছুখন আগে চুরুক্কু আল সাবাল কে কোতোয়াল পেটানোর সময় বলেছে মার শালাকে । তারা এখন চুরুক্কুর পক্ষ নিয়ে মিছিল স্লোগান দেয়া শুরু । শাহ কবজেল মোহাম্মদের গু বৃথা যেতে পারেনা ।
চুরুক্কুর শরীর লাল কেন প্রশাসন জবাব চাই ।
দেশপ্রেমিক চুরুক্কুর রক্ত বৃথা যেতে পারেনা । কোতোয়ালের গাড়ীতেই চুরুক্কুকে মেডিকেলে নেয়া হল । গু সমেত । গু চলে গেল ডিএনএ টেষ্টের ল্যাবে । উপস্থিত জনতার সাথে কোতোয়ালের হাতাহাতি, কিলাকিলি, ঢেলাঢেলি টিয়ার গ্যাসে গিয়ে থামল ।

হানুলুলু সিটির মোটামুটি সব মিডিয়া হাজির হল । সবচেয়ে প্রভাবশালী সুরুত টিভি, চতুরাল মাগবাল টিভি, আল চুতু টিভি লাইভ সম্প্রচার শুরু করল । উপস্থিত জনতা প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের কাছে বিচার চাইল । শাহ কবজেল মোহাম্মদের গু পবিত্র । পবিত্র এই গু সংরক্ষনকারীকে এমন রক্তাক্ত করার অধিকার কোতোয়ালের নেই ।
পেটোয়া কোতোয়ালদের চাকুরী থেকে অব্যাহতির দাবী জানাল । সকল টিভিতে কবজেল মোহাম্মদের গু শিরোনামে টক শো শুরু হল সাথে লাইভ টেলিফোন । শুরু হল সারাদেশ জুড়ে ঝড় তোলা আলোচনা কবজেল মোহাম্মদের পবিত্র গু ।

কিছুদিন পর পেটানো কোতোয়াল লীডারের চাকুরী গেল । বাকীদের কারও পদের ডিমোশন হল । কাউকে তীব্র ভতসনা করা হল । কারও পোষ্টিং হল জংগলে । চুরুক্কু আল সাবাল হানুলুলু সিটিতে দুই হাজার স্কয়ার ফিটের ফ্লাট পেল । মাসিক হাত খরচ তাকে সরকার দেয় । মানুষজন তাকে সংক্ষেপে গু চুরুক্কু বলে ডাকে । এদিকে গুর ডিএনএ টেষ্টের পরে জানা গেল সত্যই এই গু বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের পিতা সাবেক প্রয়াত প্রেসিডেন্ট কবজেল মোহাম্মদের গু ।

হানুলুলু টাইমস । এই বিষয়টাকে নিয়ে রিপোর্ট করেছে । "গু থেকে ধনী চুরুক্কু"
আবজেল মোহাম্মদ তাই বিব্রত । বেশিরভাগ পত্রিকা গু চুরুক্কু কে দেশপ্রেমিক মহান চুরুক্কু বলেছে । তাকে সরকার ফ্লাট দিয়েছে সেটাকে মহতীয় কাজ বলে উল্লেখ করেছেন । আনন্দ মিছিল বেরিয়েছে ।
তোড়ন তৈরি হয়েছে হানুলুলু সিটির সব রাস্তায় ।
সেই তোড়নে শোভা পাচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট শাহ কবজেল মোহাম্মদের ছবি , বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের ছবি আর গু চুরুক্কুর ছবি ।
সব টিভি চ্যানেলে খবর, টকশো, ভালোচনা, আলোচনার টপিক গু চুরুক্কু ।
অতি উৎসাহী এক কোম্পানী শহরের মোড়ে বিশাল এক বিলবোর্ড তৈরি করেছে "গু" থেকেও ভাল কিছু হতে পারে" । যদি গু পবিত্র হয়।

হাউজিং সচিব বাগু সাহেব হাটুর মালাই কাপাতে কাপাতে প্রেসিডেন্ট আবজেল মোহম্মদের কাছে এসে গু চুরুক্কুর বর্তমান বিষয়ে রিপোর্ট করলেন । মনটা ভাল হল প্রেসিডেন্টের । কিন্তু বিব্রত ভাবটা যাচ্ছেনা ।

ব্যানানা রিপাবলিক হানুলুলুর বিখ্যাত পত্রিকা
হানুলুলু মর্নিং ট্রিবিউন থেকে ভাষান্তরিত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.