![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেল লাইন আমার কেন জানি খুবই ভাল লাগে। যখনই আমার মন খারাপ থাকে রেইল লাইন এ চলে যাই.. লাইন ধরে ধরে হাটতে থাকি বহু দূর.। মনে হয় এই লাইন আমার দঃখ বোঝে। এই লাইন টা আমাকে অনেক কিছু শেখাই.।.। জীবন টা গতিম.। ট্রেনের মত আপন ছন্দের তালে তালে চলে যায় বহুদুর.। আমি তাকিয়ে থাকি সেই ট্রেনের দিকে , জীবন এর গতির দিকে। বর্ষার গুড়ি গুড়ি বৃস্টির দিনে ভেজা রেল লাইন দিয়ে হাটা আমার অনেক প্রিয়.। আপনিও পারেন এমন দিনে হেটে দেখতে .. কেমন লেগেছে জানাবেন।
বর্ষাকালের একদিন মায়াভরা সন্ধ্যায় এই লেখাটি লিখেছিলাম। সেদিন অনেকদিন পর সুন্দর বৃষ্টি হইয়েছিল... শিল ও নাকি পড়েছে.. বৃষ্টির আগে বিমোহিত করা ঠান্ডা পরিবেশ দেখে বুঝতে পারছিলাম যে বৃষ্টি পড়বে... তারপর সন্ধ্যার পর ঝুপ করে নামলো ধারা... অদ্ভুত সুন্দর.. মনের মাঝে খেলে গেলো অদ্ভুত নিস্তব্ধতা আর কানে ভেসে আসছে শুধু জানালায় ছিটকে পড়া পানির শব্দ... এই সময়কার মনের মাঝে শুন্যতাটা অদ্ভুত রকম ভালো লাগে...। শুধু খেলে যায় ঠান্ডা শিহরণ... ভিজতে অপরাগ বলে নিরুপায় হয়ে হাত টি বারিয়ে দেই জানালার বাইরে... অনুভুতিটি সংজ্ঞার মাঝে আবদ্ধ হওয়ার কোন অপেক্ষা রাখে না...
এই দিনে প্রিয়জনের কথা মনে পড়ে... আমারো পড়ছে... প্রিয়জন, প্রিয় মুহুর্ত... ছোট আপুটার কথা অনেক মনে পড়ছিলো... সে হারিয়ে গেছে এক না ফেরার অজানা দেশে... টিনের চালে বৃষ্টির আওয়াজ , উঠোনের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করা, উচুঁ জায়গা থেকে পানি গড়িয়ে যাওয়ার দৃশ্য, উঠোনে পা পিছলে পড়া... এমন শত শত মুহুর্ত যেন নতুন করে ফিরে পাওয়ার এক অর্থহীন আকুতি জানায় মন... তাই বলি...
"বাদল ঘন ঝিরি ঝিরি ধারায় ক্রন্দনরত মেঘ...
ছলছলিয়ে জাগে সে ঘুনে ধরা পুরনো আবেগ,"
আমি কবি নয়.. কিন্তু কল্পনা প্রবণ.. তাই কল্পনার দু চোখে বাস্তব অবাস্তব অনেক দৃশ্য ভাসে..বর্ষাকালে প্রেমিক- প্রেমিকার একসাথে ভিজাটা আমার কাছে অন্যরকম মনে হয়.. তাদের ভালোবাসার মাঝে অন্যকম এক অনুভুতি... এমন বর্ষার দিনে এক প্রেমিকের চোখ কে কল্পনা করে কিছু কথা লিখেছিলাম.. আমি আবার ও বলছি আমি কোন কবি নয়, রোমান্টিক লেখক ও নয়.. আমি শুধু কিছু অনুভুতি কে নিজের মত করে ভাবার চেষ্টা কবি.. এতেই যেন আনন্দ খুজেঁ পাই... কথাগুলো লিখছি..
সেই শিহরণ
খোলা চুলে দু হাত মেলে তুমি যাও ভিজতে বৃষ্টিতে,
কোমড় দুলিয়ে নেচে যাও বৃষ্টির তালে,
দেখে আমি হারিয়ে যাই তোমাতে..
ঝিরি ঝিরি বর্ষা তুলছে তার গান...
সেই গানে তুমি দিলে এক নতুন প্রাণ..
এলোচুলের ঝাপটা তোমারি স্নিগ্ধ মুখে,
বিমোহিত আমি তাকিয়ে থাকি একপলকে,
হটাৎ ই পাই তোমার স্পর্শ,
দু হাত ধরে ডাকছো বলে এসো
বৃষ্টিতে ভিজতে আমি সবসময়ি ছিলাম নারায..
কিন্তু সত্যি সেই হাসি মুখের কাছে হেরে গেলাম আজ...
ঠান্ডার শিহরনে শিউরে উঠলাম আমি,
তাই দেখে ফিক করে হেসে দিলে তুমি...
সেই হাসিতে ভুলে গেলাম সব শিহরণ,
বৃষ্টির তালে আমিও নাচলাম যেমন চাইছে মন...
সেই দিনে আমি ছিলাম রাজকুমার আর তুমি রাজকুমারি..
সেই বৃষ্টি আজো আছে, আমি আছি কিন্তু নেই তুমি কেন জানি,
একটাই আশা আবারো আমি ভিজব তোমারি সাথে,
আমার হতাশা আজো তোমায় পাওয়ার আশা রাখে.......
(শেষ)
কিন্তু যাই ই বলি বৃষ্টির দিনে বন্ধুদের সাথে দৌড় ঝাঁপ, কাদা মাখামাখি, ফুটবল খেলা... এমন আনন্দের মত আর কোন আনন্দ নেই....বন্ধু তোদের জন্য...
"বন্ধু তোদের ছাড়া বৃষ্টি আমায় আজো ভিজতে দেয় বাঁধা,
তাই সেদিনের সেই প্রানবন্ত জীবন আজ মনে হয় বৃত্তহীন কালোসাদা..."
©somewhere in net ltd.