নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

লিও\'র জন্যে

২৭ শে জুন, ২০১৮ রাত ২:২৭




মাঝ মাঠ থেকে উড়িয়ে মারা বলটি প্রায় ছোট ডি'র কাছে গিয়ে পড়বে, লিও ডান পায়ের থাইয়ে বলটি এমন ভাবে রিসিভ করলো যেনো বলের গতিবেগ সামনের দিক থাকে কিন্তু দৌড়ে ধরার মতন, বলটি যাচ্ছে, যাচ্ছে লিওর পিছে ডিফেন্ডার এবং ওদের গোলকীপার সামনে থেকে কিঞ্চিৎ বলের দিকে এগিয়ে যখন এসেছে লিও তখনই সার্ভাভাইলের জন্যে কীকটি করলো।

এই ম্যাচে গোল করা অনেকটা বলে কয়ে বাঘের খাচায় ঢুকে তাকে পরাস্ত করে অাসা। একটা লিও যদি একটা দলকে বিশ্বকাপের ফাইনালে নিতে পারে, তবে অার্জেন্টিনা সার্ভাইভ করলে লিও মেসি এবার বিশ্বকাপ জেতাতে পারবেনা? সম্ভবত এই ম্যাচের চেয়ে কঠিন কোন ম্যাচ অার্জেন্টিনার জন্যে এই বিশ্বকাপে অাসবেনা।

অার হ্যা যারা বলে ৩২ বছর কাপ না জেতা দল কেনো সাপোর্ট করো তুমি?
তাদের বলতে ইচ্ছে করে অন্ধ নাকি খেলা দেখোনি?
যে দল এমন ফুটবল খেলে তাকে শিরোপা ছাড়াই সাপোর্ট করা যায়।
তুমি পিতা হয়ে তোমার ছোট্ট পুত্র সন্তানকে জোর করে অন্য দলের জার্সি তো পরিয়েছো, খোজ নিয়ে দেখো তোমার শিশুটি লিও মেসির খেলা দেখে মনে মনে কল্পনা করছে, মাঠে সে ও মেসির মত খেলবে অাগামীকাল বিকালে..

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্ট পড়ার পর, মেসি প্রজ্বলিত হয়ে উঠে গোলটি করেছে!

২| ২৭ শে জুন, ২০১৮ রাত ৩:০৭

আসিফুজ্জামান জিকো বলেছেন: প্রথমার্ধের পর পোস্টটি করেছি

৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: রাজনীতিজীবি ও ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চরিত্র একই সুত্রে গাঁথা। প্রতি পক্ষের সমলোচনায় ব্যস্ত তারা। প্রশংসার প নেই তাদের মাঝে

২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯

আসিফুজ্জামান জিকো বলেছেন: রাজীব নূর ভাই পক্ষে না বিপক্ষে বললেন বুঝতেছিনা ভাই :'(

৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩

কাইকর বলেছেন: মেসিদের জন্য শুভকামনা। ভালো করেছে বিধায় জিতেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.